বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
দিল্লির আসন্ন ভোটে আরএসএস বিজেপির হয়ে ঝাঁপাতে চলেছে বলে খবর। এই পরিস্থিতিতে বুধবার বিজেপির আদর্শগত মেন্টর আরএসএসের প্রধানকে চিঠি দিয়েছেন কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘দিল্লির ভোটে বিজেপির হয়ে আরএসএস সক্রিয় হবে বলে শোনা যাচ্ছে। এটা কি সত্যি? সবার আগে মানুষ আপনার কাছে জানতে চায়, বিজেপির সাম্প্রতিক অপকর্মগুলি আরএসএস সমর্থন করে কি না।’ চিঠিতে কেজরিওয়ালের প্রশ্ন, ‘বিজেপি নেতারা ভোট কিনতে প্রকাশ্যে টাকা বিলি করছেন। আরএসএস ভোট কেনার চেষ্টা কি সমর্থন করে? গরিব, দলিত, পূর্বাঞ্চলীয় মানুষ ও বস্তিবাসীরা যাতে ভোট দিতে না পারেন, সেজন্য বড় আকারে চেষ্টা চলছে। আরএসএস কি মনে করে এধরনের প্রচেষ্টা দেশের গণতন্ত্রের জন্য সঠিক?’
কেজরিওয়ালের এই চিঠি প্রকাশ্যে আসতেই পাল্টা আসরে নামে বিজেপি। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সাচদেবা বলেন, ‘মিথ্যা বলা ছেড়ে আমাদের প্রশ্নগুলি পড়ে দেখা উচিত কেজরিওয়ালের। দিল্লির মানুষ আশা করে, নতুন বছরে কেজরিওয়াল মিথ্যা বলা ছেড়ে দেবেন। আশার কথা হল, তিনি সন্তানদের নাম করে মিথ্যা শপথ নেবেন না। কেজরিওয়ালের অঙ্গীকার করা উচিত, তিনি দেশ বিরোধী শক্তিগুলির কাছ থেকে অনুদান গ্রহণ করবেন না। দিল্লির মানুষকে ভুয়ো প্রতিশ্রুতি দেবেন না।’ পরে এই ‘পরামর্শ’গুলি সহ আপ সুপ্রিমোকে একটি চিঠিও পাঠান দিল্লির বিজেপি সভাপতি।