দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম বাড়বে। অফিস কর্মীদের পক্ষে দিনটি শুভ । শিক্ষার্থীদের সাফল্য ও খ্যাতি ... বিশদ
আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানো নিয়ে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী সেখানে থাকাকালীন কীভাবে অভিবাসীদের পায়ে শিকল বেঁধে আমেরিকা থেকে ফেরত পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। বাংলার কেউ থাকলে রাজ্য তাঁদের ফেরত নিয়ে আসবে বলেও তিনি জানিয়েছেন।
ঋণ নিয়ে কটাক্ষ
কেন্দ্রের নীতির কারণেই ধস নামছে দেশের অর্থনীতিতে। রাজ্যগুলি এর ফল ভোগ করছে, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। তিনি জানান, ‘বাংলার মোট ঋণ ৭ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। সেখানে কেন্দ্রীয় ঋণ ২১৬ লক্ষ কোটি টাকা। আমাদের ঋণ ও জিডিপি রেশিও কেন্দ্রের থেকে কম। ৩৭.৯৮ শতাংশ, কেন্দ্রের ৫৬.১ শতাংশ।’ বাম আমলের বোঝা বইতে গিয়ে তাঁর সরকারকে প্রতিবছর ৭৫ হাজার কোটি থেকে ১ লক্ষ কোটি টাকার ঋণ শোধ করতে হয়।
স্বাধিকার ভঙ্গ
কুরচিকর মন্তব্যের অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল তৃণমূল পরিষদীয় দল। মঙ্গলবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পরই এই নোটিস জমা দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাতে সই করেছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, নির্মল ঘোষ, দেবাশিস কুমার। নোটিসের উপর বিধানসভায় আলোচনা হয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রিভিলেজ কমিটি তদন্ত করে পরবর্তী অধিবেশনের মধ্যে রিপোর্ট জমা দেবে।
অপরাজিতা বিল
অপরাজিতা বিল স্বাক্ষর না হওয়াও উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা বিলটা ফেলে রেখে দিয়েছেন। কিছু করলেন না। আপনারা আবার বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন। আমাদের পুলিস দু’মাসের মধ্যে দোষীদের ফাঁসি নিশ্চিত করে। আপনারা আজ পর্যন্ত কোন মামলায় দোষীদের সাজা নিশ্চিত করেছেন?
আর জি কর মামলা
আর জি করের ডাক্তারি পড়ুয়া খুনে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়ায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, ‘আর জি করের মেয়েটি খুন হয়ে গেল। ফাঁসি হল না। বলছে আমরা মৃত্যুদণ্ড চাই না। তাহলে কী চাও?
বাচ্চাদের হাতে ফোন
বাচ্চাদের হাতে মোবাইল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সামাজিক মাধ্যম শিশুদের জন্য ক্ষতিকারক। আজকে বাচ্চাদের হাতেও ফোন। এতে নেতিবাচক প্রভাব পড়ছে। সমাজ মাধ্যমে যা খুশি তাই আপলোড করা হচ্ছে। ফল কী হবে কেউ ভাবে না।
স্যালাইনে গলদ নেই
মেদিনীপুর মেডিক্যাল কলেজে সরবরাহ হওয়া রিঙ্গার ল্যাকটেট (আরএল) স্যালাইনে কোনও গলদ ছিল না বলেই জানিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এবিষয় তদন্ত করা হয়েছিল। রিপোর্ট বলছে, ওই স্যালাইনে কোনও গলদ নেই। সেন্ট্রাল ল্যাবে আলাদা আলাদা করে পরীক্ষা করা হয়েছে।
‘জল স্বপ্ন’ থাকবে
প্রকল্পের নাম ‘জল স্বপ্ন’ই থাকবে। কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত প্রকল্প হলেও বাড়ি বাড়ি জলের সংযোগ দিতে রাজ্যের প্রায় ৯০ শতাংশ টাকা খরচ হচ্ছে। আর ভোট এলেই নাম কামাতে ব্যস্ত হয়ে পড়ছে নয়া দিল্লি। সে কথা মাথায় রেখে এরাজ্যে প্রকল্পের নাম ‘জল স্বপ্ন’ই থাকবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মন্দির নিয়ে সতর্কতা
কুম্ভের মতো হাইপ তুলে অনুষ্ঠান নয়। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণ সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ধীরে ধীরে সকলে যাবেন বলেও তিনি জানিয়েছেন।