বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
অন্যতম কর্মী গৌতম কর্মকার জানিয়েছেন, অনেকেই ২০-২৫ বছর ধরে কাজ করছেন। নতুন এজেন্সি বরাত পেলেও একটি ‘রিটেনশন’ ক্লজ থাকে। এই শর্তের ভিত্তিতে পুরনো সমস্ত কর্মীকেই রেখে নয়া এজেন্সি কাজ করে। তবে, এবার কোনও অজ্ঞাত কারণে সেই শর্তটি রাখা হয়নি। আরেকজন কর্মীর দাবি, নয়া এজেন্সি বলছে ১৬ হাজার টাকা দিলে চাকরি থাকবে। তবে, এরকম দাবির অর্থ তাঁরা বুঝতে পারছেন না। অন্য একজন কর্মী বলেন, তিনি বিএসসি পাশ করে মেশিন অপারেটরের চাকরি করছিলেন। এখন বলা হচ্ছে, এই চাকরির জন্য এমএসসি ডিগ্রি থাকতে হবে। বিক্ষোভ দেখাতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ অসুস্থও হয়ে পড়েন। তবুও তাঁরা রাতভর বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় প্রতিষ্ঠানই এভাবে কর্মীদের চাকরি কেড়ে নেওয়ায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।