বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
২০২২ সালের ২ ডিসেম্বর উত্তর দিনাজপুরের ইসলামপুরের স্কুল পরিদর্শকের অফিস থেকে প্রায় দু’লক্ষ বই চুরির ঘটনা ঘটে। স্কুল পড়ুয়াদের জন্য ওই সব বই রাজ্য শিক্ষাদপ্তর থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে যায়। প্রাথমিক স্কুলগুলি সেই অফিস থেকে বই সংগ্রহ করে। তার পর তা বিনামূল্যে পড়ুয়াদের মধ্যে বিলি করা হয়। এই চুরির ঘটনায় পুলিসি তদন্তে নারাজ স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, দু’বছর কেটে গেলেও তদন্ত প্রক্রিয়া এগেয়নি। পুলিস দু’জনকে গ্রেপ্তার করলেও কয়েক দিন পরই তাঁরা জামিনে মুক্তি পান। গ্রামবাসীদের অভিযোগ, পুলিস যাঁদের গ্রেপ্তার করেছিল, তাঁরা কেউই মূল অভিযুক্ত নন। আসল অপরাধীকে আড়াল করতেই পুলিস ওই দু’জনকে গ্রেপ্তার করেছিল।
মামলায় গ্রামবাসীদের আবেদন, সিবিআই বা সিআইডির মতো কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক। মামলাটি গৃহীত হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।