Bartaman Patrika
রাজ্য
 

ঠকঠক আওয়াজ তুলে ফের
লুডোতে মন দিয়েছে বাঙালি
অনিমেষ বৈশ্য

—ভাই লুডো আছে?
—ছিল না। তবে এখন আছে। গত কয়েক মাসে প্রচুর লুডো বিক্রি হয়েছে। এতদিনের দোকান। এত লুডো কোনও দিন বিক্রি করিনি দাদা।
ছোট্ট একটা মনোহারি দোকান। জিনিসপত্রের ডাঁই। নুন-তেল-আটার বস্তা এদিক-ওদিক ছড়িয়ে। তার মধ্যে থেকে একটা লুডো বের করলেন বাবু পোদ্দার। যেন লুডো নয়। হিঁচড়ে বের করলেন একটা ধুলিমলিন সময়। যে সময় বাঙালি ফেলে এসেছে চল্লিশ বছর আগে।
চকচকে লুডো। ধুলো নেই। প্লাস্টিকে মোড়া। প্লাস্টিক ছিঁড়ে লুডোর পাতা খুলতেই হুড়মুড়িয়ে নেমে এল ছেলেবেলা। পাতা জুড়ে কিলবিল করছে সাপ আর অসংখ্য মই। মইয়ের গোড়া দশে, তো মাথা আশির ঘরে। আটানব্বইয়ের ঘরে সাপের মুখ। সেখানে ঘুঁটি পড়তেই সময় নামতে নামতে চলে এসেছে পাঁচে। যেন লুডোর ঘুঁটি নয়। ফেলে আসা সময়ই হামাগুড়ি দিয়ে নামছে, আবার উঠছে মই বেয়ে। বাঙালির বিছানায় ফের সেই ঠকঠক আওয়াজ। ছক্কা না পুট? এ মা, এ তো তিন ছক্কা। তুমি পচা।
পচা কথাটাও ইদানীং কেউ বলে না। কত নতুন কথা উড়ে বেড়াচ্ছে। পচা তো কোন ছাড়! তবে পচার গায়ে অতীতের ভুষোকালি লেগে আছে। করোনা যেমন অনেক কিছু কেড়েছে তেমন অনেক কিছু ফিরিয়েও দিয়েছে। মেয়েলি কাজ বা মেয়েলি খেলা বলে যে আদতে কিছু হয় না, ঘাড় ধরে তার সহজপাঠ শিখিয়েছে করোনা। ঘরে বসে বসে ক্লান্ত বাঙালি কুড়িয়ে-বাড়িয়ে জড়ো করেছে লুডো, দাবা, ব্যবসা। অন্তত দোকানের বিক্রির হিসেব তেমনই বলছে। 
লুডো ছিল বঙ্গজীবনের অঙ্গ। প্ৰখর রোদ কিংবা তুমুল বর্ষা—চারজন গোল হয়ে বসে লুডো খেলছে। কিংবা দু’জন মুখোমুখি বসে সাপ-লুডো। কতদিন কেউ বলেনি, পাকা ঘুঁটি, কাঁচা ঘুঁটি। খেলতে খেলতে ঝগড়া, তারপর হাসি-রাগ অভিমান। বিয়ের রাতে নায়ক ফিসফিসিয়ে নায়িকাকে বলছে, ‘আজ রাতে খুব জমবে সাপ-লুডো খেলা।’
বাঙালি একসময় দূরপাল্লার ট্রেনে উঠলেও লুডো নিয়ে উঠত। ‘সোনার কেল্লা’ ছবিতে মন্দার বোস ও ডক্টর হাজরার লুডো খেলার দৃশ্য মনে আছে? হাজরা বলছেন, ‘কী হল? পাঁচ পড়ল আর তুমি মইয়ে উঠলে কী করে?’ মন্দার বোস বললেন, ‘লে হালুয়া। আমি তো ভাবলাম চার পড়েছে। চোখে ছানি-টানি পড়ল নাকি?’ মদের গেলাসের দিকে আঙুল দেখিয়ে ডক্টর হাজরার উত্তর, ‘ছানি পড়েনি। পেটে পানিটা একটু বেশি পড়েছে।’ 
লুডোর বিক্রি যে বেড়েছে, তা মালুম হল প্রবীণ লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথাতেও। তিনি বললেন, ‘দুপুরে খাওয়া-দাওয়ার পর এখন রোজ নাতনির সঙ্গে লুডো খেলছি। আমিই নাতনিকে লুডোটা উপহার দিয়েছি। দাদু-নাতনিতে সময়টা কেটে যায় ভালো।’ লুডো কি বাড়িতে ছিল? নাকি লকডাউনে কিনেছেন? শীর্ষেন্দুর উত্তর, ‘দুটোই। আগেও ছিল। এখন আর একটা কিনেছি। আমার স্ত্রী বরাবর লুডো খেলেন। তবে একাই খেলেন। প্রতিদ্বন্দ্বী নেই তো।’ হেসে ফেলেন শীর্ষেন্দু। 
অবশ্য ঘরে বসে লুডো খেলাটা যে নিরাপদ সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। হায়দরাবাদের এক যুবক নাকি রোজ দুপুরে বাড়ি বাড়ি ঘুরে লুডো খেলতেন। ছক্কা না পুট, কার ছোঁয়ায় কে জানে, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এবং আরও জনা তিরিশেক লোকের মধ্যে করোনা-বৃষ্টি করেছেন।
দাবা যদি অভিজাতের খেলা হয়, তো লুডো হল নেহাতই নিরীহ মগজের। দাবার মতোই একটা খেলা ছিল ষোলো ঘুঁটি। খড়িমাটি দিয়ে ঘর কেটে শুরু হতো খেলা। অনেক পুরোনো বারান্দায় বাড়ি তৈরির সময়েই সিমেন্টে দাগ কেটে কোর্ট তৈরি করে রাখা হতো। মুখোমুখি বসে বগা ও ভগা। ঘুঁটি বলতে ইটের টুকরো অথবা লাল ডাঁটা ও সবুজ ডাঁটার টুকরো। মোবাইল নেই, কম্পিউটার নেই, জীবন বয়ে যেত মন্দাক্রান্তা তালে। 
আর ছিল ব্যবসা খেলা। রাশি রাশি কাগজের নোট। যেন বড়বাজারের গদি। খেলুড়েরা একে একে কিনে নিচ্ছে বড় বড় শহর কিংবা বিমানবন্দর অথবা ডাকঘর। দোকানে ঢুঁ মেরে জানা গেল, ‘ব্যবসা’র বিক্রিও নাকি বেড়েছে অনেক। 
তাহলে বাঙালির হাতে রইল কী? ঠক ঠক আওয়াজের পর লুডোর ঘরে গড়িয়ে যাচ্ছে হাসি-কান্নার সাদা ঘনক। কীসে গিয়ে সেটা থিতু হবে কে জানে! ছক্কা না পুটে?
সে যাই হোক, করোনাকালে মানুষ সাপ-লুডো খেলছে বিধাতার সঙ্গেই! তা সে নিঝুম দুপুর হোক, কিংবা হ্যারিকেন-জ্বলা সন্ধে।  

জঙ্গিদের অস্ত্র গোরু পাচারের টাকাতেই
কলকাতা সহ দেশজুড়ে সিবিআই হানা, জালে বিএসএফ কর্তা

ভারত-বাংলাদেশ সীমান্তে গোরু পাচার নিত্যদিনের ঘটনা। পাচারকারীদের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আঁতাতের অভিযোগও নতুন নয়। গোরুর বদলে কাঁটাতার টপকে আসে অস্ত্র। যায় জঙ্গিদের হাতে। রমরমিয়ে চলে হাওলা বা হুন্ডি ব্যবসা। কেন্দ্রীয় গোয়েন্দারা তার প্রমাণও পেয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তা নিয়ে কেঁচো খুড়তে কেউটের সন্ধান পেল সিবিআই। বুধবার সকাল থেকে তারা কলকাতা, শিলিগুড়ি ও মুর্শিদাবাদ সহ দেশের ১৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে। তার ভিত্তিতেই বিএসএফের এক কমান্ডান্টের নামে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। নাম সতীশ কুমার। তিনি বর্তমানে ছত্তিশগড়ের রায়পুরে কর্মরত। এফআইআরে চমকে দেওয়ার মতো সব তথ্য রয়েছে। 
বিশদ

‘মডার্ন ভিলেজ’ তৈরিতে
সেরা হওয়ার দৌড়

পরিকল্পনা চেয়ে সব জেলাকে চিঠি নবান্নর

‘মডার্ন ভিলেজ’ তৈরিতে গোটা দেশের কাছে ‘আইকন’ হোক বাংলা। সেই লক্ষ্যে এবার উঠেপড়ে লাগল পঞ্চায়েত দপ্তর। পরিকল্পনা চেয়ে চিঠি পাঠানো হয়েছে প্রতিটি জেলা প্রশাসনের কাছে। আসলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাইছে, আগামী আর্থিক বছরে রাজ্যে যত বেশি সংখ্যক ‘মডার্ন ভিলেজ’ তৈরি করে দেশের সেরার সম্মান ছিনিয়ে আনা। ঠিক যেভাবে একশো দিনের কাজের প্রকল্পে সাফল্য পেয়েছে রাজ্য।
বিশদ

সংগঠনের শিকড় ছড়িয়ে দিতে
ছোটদের জেহাদি পাঠ আল-কায়েদার

সংগঠনের শিকড় ছড়িয়ে দিতে হবে সমাজের গভীরে। তার জন্য ছোট থেকেই দিতে হবে প্রশিক্ষণ। তাহলেই দক্ষ সেল গড়ে তোলা সম্ভব। সেই পরিকল্পনা করেই ছোটদের শিক্ষা দেওয়ার নামে মগজধোলাই করছে আল কায়েদা জঙ্গিগোষ্ঠী। মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় সেই কাজ শুরু করেও দিয়েছে। ডোমকলের নওদাপাড়া এলাকায় এরকম একটি প্রতিষ্ঠানের হদিশ পেয়েছে এনআইএ। সেখানে বিকেলের দিকে কয়েক ঘণ্টার জন্য একটি প্রতিষ্ঠান চলত।
বিশদ

আধার পরিষেবা ফের চালু হচ্ছে রাজ্যে
সংশ্লিষ্ট মহলে আতঙ্ক

আধার পরিষেবা আবার চালু হচ্ছে রাজ্যে। তবে তা হবে শুধুমাত্র আধার সেবাকেন্দ্র এবং ভারতীয় ডাক বিভাগে। ১১১৬টি ডাকঘরে চালু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। বাকি যে জায়গাগুলিতে আধার পরিষেবা দেওয়া হয়, সেখানে এখনই তা চালু হওয়ার সরকারি নির্দেশ নেই। করোনার সংক্রমণ শুরুর সময়ই এরাজ্যে আধার পরিষেবা বন্ধ করে দেয় রাজ্য সরকার। গত মার্চ থেকেই তা বন্ধ হয়।
বিশদ

সুফিয়ানের বাড়ি থেকে উদ্ধার
হওয়া মেশিন ঘিরে রহস্য 

 বাড়ি থেকে কিছুটা দূরে বিভিন্নবয়সি লোকজনের জটলা। বাড়ির দিকে এগতে গেলেই প্রথমে পরিচয় জানাতে হচ্ছে। তাতে সন্তুষ্ট হলে তবেই যাওয়া যাচ্ছে রানিনগরের কালীনগর মধ্যপাড়ার ধৃত জঙ্গি আবু সুফিয়ানের বাড়ির দিকে। দু’দিন আগেও অবশ্য এই ছবি ছিল না। কিন্তু তাকে জেরা করার পর বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য হাতে আসতেই তার গ্রামের ছবিটাও বদলে গিয়েছে।  বিশদ

আল-কায়েদার নজরে দেশের
গুরুত্বপূর্ণ বিমানবন্দর 

বাড়ির আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। সংসার চালাতেই হিমশিম খেতে হয়। তবুও মাঝে মধ্যেই বিমানে যাতায়াত করত জলঙ্গির মইনুল মণ্ডল ও ইয়াকুব হোসেন। উদ্দেশ্য, বিমানবন্দরের তথ্য সংগ্রহ। গোয়েন্দারা জানতে পেরেছেন, দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিকে টার্গেট করেছিল আল-কায়েদা। সংগঠনের ভিত মজবুত হলেই দেশের কয়েকটি এয়ারপোর্টকে নিশানা করা হতো। সেই লক্ষ্যেই মইনুল ও ইয়াকুবকে প্লেনে করে বিভিন্ন এলাকায় পাঠানো হতো।
বিশদ

বকেয়া ডিএ মেটান,
রাজ্যকে নির্দেশ স্যাটের

রাজ্য সরকারি কমীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ১৬ ডিসেম্বরের মধ্যে সরকারকে মিটিয়ে দিতে বলল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)। ওইদিনই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে স্যাট। সরকার এব্যাপারে কী ব্যবস্থা নেয়, তা দেখে ১৬ ডিসেম্বর চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে বিচারপতি রঞ্জিত বাগ ও সুবেশ দাসের বেঞ্চ।
বিশদ

টাকা না মেলায় করোনা রোগী পড়ে
অ্যাম্বুলেন্সেই, দেখেননি চিকিৎসকরা

পাঁচ লাখ টাকা জমার নির্দেশ কমিশনের

টাকা না পাওয়ায় বিনা চিকিৎসায় ফেলে রাখা এবং পরে চিকিৎসা বিভ্রাটের গুরুতর অভিযোগ ফের উঠল ই এম বাইপাসের ডিসান হাসপাতালের বিরুদ্ধে। ঘটনায় নাম জড়িয়েছে দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালেরও। অশোক ঘোষ নামে এক গ্যাস্ট্রোএনটেরটাইটিসে ভোগা এবং করোনা আক্রান্তের চিকিৎসায় গাফিলতি এবং পরে তাঁর মৃত্যুর ঘটনায় বাড়ির লোকজন স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হন। বুধবার কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় ওই ঘটনায় দুই হাসপাতালের কাছে জবাবদিহি চেয়েছেন।
বিশদ

লক্ষ্য বিধানসভা ভোট, পুজোর আগেই বাংলায় ভার্চুয়াল সভা করে ঝাঁপাচ্ছে বিজেপি 

 রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পুজোর আগেই ময়দানে নেমে পড়ছে বঙ্গ বিজেপি। এই লক্ষ্যে অক্টোবরেই বাংলায় ভার্চুয়াল সমাবেশ শুরু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিশদ

মানবাধিকার কমিশনে বেআইনি কাজ চলছে
নবান্নে চিঠি স্বয়ং চেয়ারম্যানের

রাজ্য মানবাধিকার কমিশনে বেআইনি কাজ চলছে। এমনই বিস্ফোরক মন্তব্য-সহ নবান্নে চিঠি দিলেন কমিশনের চেয়ারম্যান স্বয়ং। সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে দু’পাতার ‘নির্দেশ’ পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন এই প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে চেয়ারম্যান গিরিশচন্দ্র গুপ্ত বলেন, মানবাধিকার কমিশন যে কায়দায় চলছে তা দুর্ভাগ্যজনক। সাংবিধানিক এই সংস্থা নিয়ে নবান্নের মনোভাব জানতে চেয়েছি।
বিশদ

মৃত বিচারকের পরিবারকে পেনশন ও চাকরি দিতে নির্দেশ হাইকোর্টের 

 এক বিচারকের মৃত্যুর পর তাঁর সন্তানরা অনুকম্পাজনিত কারণে চাকরি ও পেনশন পাওয়ার জন্য বহু জায়গায় কড়া নাড়লেও সাড়া পাননি। বিশদ

নিম্নচাপ সরলেও বৃষ্টির সম্ভাবনা জিইয়ে রাখল হাওয়া অফিস 

 বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বুধবার আরও দূরে পশ্চিম মধ্যপ্রদেশের উপর সরে গেলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এদিন সকালে দফায় দফায় বৃষ্টি হয়েছে। বিশদ

রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে ভোগান্তি প্রধান শিক্ষকদের, অভিযোগ 

 পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্মের টাকা অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু তাতেও সমস্যা পুরোপুরি মেটেনি। বিকাশ ভবনে সংসদের অফিসে গিয়ে টাকা জমা দেওয়ার এসএমএস দেখালেও প্রধান শিক্ষকদের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হচ্ছিল না। বিশদ

চলতি অর্থবর্ষজুড়ে সরকারি খরচে রাশ টানবে রাজ্য সরকার 

জরুরি পরিষেবা ছাড়া কোনও ক্ষেত্রে নতুন প্রকল্প নয়। রাশ টানতে হবে বিভিন্ন দপ্তরের খরচে। করোনা মহামারী মোকাবিলায় লকডাউনের শুরুতেই ব্যয় সংকোচনের পথে হেঁটেছিল রাজ্য। বিশদ

Pages: 12345

একনজরে
 এবারের আইপিএলে অধিকাংশ দলই টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে চাইছে। কারণ, দ্বিতীয় ইনিংসে উইকেট হয়ে যাচ্ছে বেশ মন্থর। শিশিরও পড়ছে যথেষ্ট। ফলে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে স্পিনারদের। স্ট্রোক প্লেয়াররাও প্রাণ খুলে ব্যাট করতে পারছেন না। ...

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ছাত্রীদের শিক্ষার উন্নয়নে একাধিক উদ্যোগ আগেই নিয়েছে রাজ্য সরকার। কন্যাশ্রী প্রকল্প, সাইকেল, স্কলারশিপের ব্যবস্থা করেছে সরকার। এবার পুরুলিয়া জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় ছাত্রীদের স্কুলেও বসবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।  ...

 বাজাজ অটো লিঃ ২৯৯৩.০০মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ৬২২.০৫অশোক লেল্যান্ড ৭৬.২০ ...

 এমটেক প্রার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ ঘোষণা করল জেআইএস গোষ্ঠী। তাদের ছাত্রছাত্রীরা যাঁরা ৭ ডিজিপিএ স্কোর বা তার চেয়ে ভালো ফল করবেন, তাঁরা এই স্কলারশিপের আওতায় আসবেন। সেমেস্টার পিছু ১০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৩৯: পাঞ্জাবের শহর কর্তারপুরে প্রয়াত গুরু নানক
১৭৯১: ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের জন্ম
১৮৮৮: ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন প্রথম প্রকাশিত
১৯১৫: নদিয়া পৌরসভার নামকরণ বদল করে করা হয় নবদ্বীপ পৌরসভা
১৯৩৯: প্রথম এভারেস্ট জয়ী মহিলা জুনকো তাবেইয়ের জন্ম
১৯৬২: নিউজিল্যাণ্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার মার্টিন ক্রোর জন্ম
১৯৬৫: শেষ হল ভারত-পাকি স্তান যুদ্ধ। রাষ্ট্রসংঘের আহ্বানে সাড়া দিয়ে দু’দেশ যুদ্ধ বিরতি ঘোষণা করল
১৯৭০: লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৭৬: ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডোর জন্ম
১৯৮০: ইরান আক্রমণ করল ইরাক
১৯৯৫: নাগারকোভিল স্কুলে বোমা ফেলল শ্রীলঙ্কার বায়ুসেনা। মৃত্যু হয় ৩৪টি শিশুর। যাদের মধ্যে বেশিরভাগই তামিল
২০১১: ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির মৃত্যু  

22nd  September, 2020


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৭৭ টাকা ৭৪.৪৮ টাকা
পাউন্ড ৯২.০২ টাকা ৯৫.৩৩ টাকা
ইউরো ৮৪.৪৫ টাকা ৮৭.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫১,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,৪৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,১৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৯,৪২০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৯,৫২০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ আশ্বিন ১৪২৭, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, অষ্টমী ৩৩/৫১ রাত্রি ৭/২। মূলানক্ষত্র ৩১/৪০ সন্ধ্যা ৬/১০। সূর্যোদয় ৫/২৯/২৮, সূর্যাস্ত ৫/২৭/৫৮। অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ১/২৯ গতে ৩/৫ মধ্যে। রাত্রি ৬/১৭ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১১/৫৩ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৩/৫২ গতে উদয়াবধি। বারবেলা ২/২৮ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২৮ গতে ১২/৫৮ মধ্যে।
৭ আশ্বিন ১৪২৭, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, অষ্টমী রাত্রি ১১/৪১। মূলানক্ষত্র রাত্রি ১১/৩৫। সূর্যোদয় ৫/২৯, সূর্যাস্ত ৫/৩০। অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে ও ১/১৯ গতে ২/৫২ মধ্যে এবং রাত্রি ৬/০ গতে ৯/১৯ মধ্যে ও ১১/৪৮ গতে ৩/৭ মধ্যে ও ৩/৫৬ গতে ৫/২৯ মধ্যে। কালবেলা ২/৩০ গতে ৫/৩০ মধ্যে। কালরাত্রি ১১/৩০ গতে ১২/৫৯ মধ্যে।
 ৬ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ আছে। ...বিশদ

04:29:40 PM

 ইতিহাসে আজকের দিনে
১৯৩২: স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু১৯৪৮: হোন্ডা মোটরস কোম্পানির প্রতিষ্ঠা১৯৫০: ...বিশদ

04:28:18 PM

আইপিএল: আরসিবি-কে ৯৭ রানে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব 

11:09:55 PM

আইপিএল: আরসিবি ৯৫/৭ (১৫ ওভার) 

10:57:23 PM

আইপিএল: আরসিবি ৬৩/৫ (১০ ওভার) 

10:33:26 PM

আইপিএল: আরসিবি ২৫/৩ (৫ ওভার) 

10:06:28 PM