Bartaman Patrika
রাজ্য
 

অসমের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ
প্রায় বিচ্ছিন্ন, বন্ধ ট্রেন, বাস, বিমান

বাংলা নিউজ এজেন্সি: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল অসমের সঙ্গে উত্তরবঙ্গের প্রায় সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন শহর থেকে যেমন অসমগামী বাস পরিষেবা বন্ধ, তেমনই বন্ধ রয়েছে রেল পরিষেবাও। উদ্ভূত পরিস্থিতিতে উত্তর পূর্ব সীমান্ত রেলের অসমগামী বহু ট্রেনই হয় বাতিল করা হয়েছে, নয়তো যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। অন্যদিকে বাগডোগরা থেকে গুয়াহাটি ও ডিব্রুগড়গামী দু’টি বিমানও বাতিল করা হয়েছে। যারফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অসম ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারত অগ্নিগর্ভ হয়ে আছে। কোচবিহার ও আলিপুরদুয়ার সীমান্তে পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার এলাকা পরিদর্শন করেন আইজি (বর্ডার) দেবাশিস বড়াল। এদিকে এই পরিস্থিতিতে রেল ও সড়ক পথে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। গত কয়েকদিন ধরেই ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে রয়েছে। তারমধ্যেই শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে অসমগামী সমস্ত বাস পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। ফলে যাঁরা সড়কপথে যাতায়াত করতেন তাঁরাও চরম সমস্যায় পড়েছেন।
তবে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা রেল পরিষেবার। গত কয়েকদিন ধরেই একই অবস্থা চলছে। উত্তর পূর্ব সীমান্ত রেল অসমের বিভিন্ন জায়গায় চলাচলকারী ৩০টি ট্রেন সোমবার পর্যন্ত বাতিল ঘোষণা করেছে। উত্তরবঙ্গ হয়ে অসমে যাওয়া দূরপাল্লার ট্রেনগুলিকে বিভিন্ন স্টেশন থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে ট্রেনের যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
অসমের মালিগাঁও থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, অসম ও ত্রিপুরার বর্তমান পরিস্থিতিতে ট্রেন চালানো ঝুঁকির হয়ে যাচ্ছে। সেই জন্য দূরপাল্লার বেশ কিছু ট্রেন হয় বাতিল, নয় তো যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে বলা মুশকিল। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
আপ ও ডাউন হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস, রাজেন্দ্রনগর-তিনসুকিয়া এক্সপ্রেস সোমবার পর্যন্ত, ১৯ তারিখের ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। একইভাবে বাতিল করা হয়েছে রবিবারের আপ ও ডাউন শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্খা এক্সপ্রেসও। আজ শনিবার বাতিল করা হয়েছে বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেসও। অন্যদিকে রাজধানী এক্সপ্রেস ও চন্ডিগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ডিব্রুগড়ের বদলে আপাতত গুয়াহাটি পর্যন্ত চালানো হচ্ছে।
এদিকে, আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্খা এক্সপ্রেসকে বৃহস্পতিবার মধ্য রাত থেকে নিউ আলিপুরদুয়ার জংশন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ফলে এই ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। আজ শনিবার বিকাল ৪টা ১০ মিনিটে ট্রেনটি নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকেই শিয়ালদহে ফিরে যাচ্ছে।
এদিকে শুক্রবার বাগডোগরা থেকে গুয়াহাটি ও ডিব্রুগড়গামী দু’টি বিমানও বাতিল করা হয়। বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর পি সুব্রহ্মনিয়ম বলেন, দিল্লি-বাগডোগরা-গুয়াহাটি বিমানটির বাগডোগরা থেকে গুয়াহাটি যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া বাগডোগরা-ডিব্রুগড় বিমানও বাতিল হয়েছে। সবমিলিয়ে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ কার্যত পুরোপুরি বিচ্ছিন্ন।

সোমবার থেকে টানা
৩ দিন মিছিলে মমতা

দেবাঞ্জন দাস, দীঘা: নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) সংসদে পাশ হওয়ার পর এখন তা নাগরিকত্ব আইন। এই আইন এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এ রাজ্যে কোনওভাবেই কার্যকর হবে না, কাউকে তাড়াতেও দেব না। ফের দ্ব্যর্থহীন ভাবে এই ঘোষণার সঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি নিজে এবার পথে নামছেন কেন্দ্রীয় সরকারের ওই দুই নীতির প্রতিবাদে।
বিশদ

নাগরিকত্ব ইস্যুতে
উত্তাল বাংলা
বেলডাঙা-উলুবেড়িয়ায় স্টেশন ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি এবং বিএনএ: নাগরিকত্ব আইন ইস্যুতে উত্তাল হয়ে উঠল বাংলা। এই আইন বিরোধী আন্দোলনের উত্তাপ যে এ রাজ্যেও ক্রমশ বাড়ছে, তা শুক্রবার প্রত্যক্ষ করল রাজ্য। এই আন্দোলনকে ঘিরে তেতে ওঠে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ও হাওড়ার উলুবেড়িয়া। বিক্ষোভকারীরা কোথাও রেললাইনে, কোথাও জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। প্রায় প্রতিটি জেলায় অবরোধের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বেলডাঙায় পুলিসকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। নামাতে হয় র‌্যাফ ও কমব্যাট ফোর্স। বিডিও অফিসের সামনে ভাঙচুর হয় দু’টি গাড়ি। হাওড়ার উলুবেড়িয়ায় এনআরসি এবং নাগরিকত্ব আইন বিরোধীদের টার্গেট ছিল রেল। বিক্ষোভকারীরা ট্রেন ও রেলের কেবিন লক্ষ্য করে পাথর ছোঁড়ে। বিক্ষোভ ও অবরোধের জেরে ব্যাহত হয় রেল ও সড়ক যোগাযোগ। পার্ক সার্কাসে দু’ঘণ্টা অবরোধ চলায় অবরুদ্ধ হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। মা উড়ালপুলে তীব্র যানজট হয়। নাগরিকত্ব আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ অসমের সঙ্গে উত্তরবঙ্গের সড়ক ও রেল যোগাযোগও কার্যত বিচ্ছিন্ন হয়েছে।
বিশদ

দুর্ভোগের দায় তাঁদের নয়, দাবি সিদ্দিকুল্লার
নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে শহরে অবরোধ, মানুষের ভোগান্তি 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরাসরি উল্লেখ না থাকলেও সদ্য সংশোধিত নাগরিকত্ব বিল যে দেশের মুসলমান সম্প্রদায়কে আতঙ্কিত করে তুলেছে, শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের নানা জায়গায় বিক্ষোভে তারই প্রতিফলন ঘটল। এদিন মহানগরের বিভিন্ন জায়গায় অবরোধ ও বিক্ষোভে জেরবার শহরবাসী। 
বিশদ

নয়া নাগরিকত্ব আইনের ইস্যুতে রাজ্যজুড়ে টানা প্রতিবাদে কং, জোট ধর্ম পালনে ডাক বামেদেরও 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইনের ইস্যুতে দলের তরফে প্রতিবাদ জানাতে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও পথে নেমেছে কংগ্রেস। ইতিমধ্যেই যুব কংগ্রেস সহ দলের বিভিন্ন গণসংগঠন এই অস্ত্রকে হাতিয়ার করে বিজেপি ও কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে মিটিং-মিছিল করেছে। 
বিশদ

শিনজো আবে’র ভারত সফরের প্রাক্কালে চাপ বাড়াল বসু পরিবার
রেনকোজি মন্দিরের চিতাভস্মের ডিএনএ পরীক্ষা করান, প্রধানমন্ত্রীকে চিঠি সুভাষ-কন্যা অনিতার 

জীবানন্দ বসু, কলকাতা: তাইহোকু (অধুনা তাইপে) বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু নিয়ে দীর্ঘ ৭৫ বছর ধরে চলা বিতর্কের অবসানে এবার রেনকোজি মন্দিরে রক্ষিত তথাকথিত চিতাভস্মের ডিএনএ পরীক্ষার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন সুভাষচন্দ্রের কন্যা অনিতা বসু পাফ।  
বিশদ

এনআরসি, নাগরিকত্ব নিয়েই কি আশঙ্কা! জল্পনা
অকৃতকার্যদের বসতে দিন মাধ্যমিকে, স্কুলগুলিকে নির্দেশ মুর্শিদাবাদের ডিআইয়ের 

অর্পণ সেনগুপ্ত, কলকাতা: মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিক টেস্টে অকৃতকার্য কোনও ছাত্রছাত্রীকে আটকানো যাবে না। তাদের ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে দিতে হবে। এমনই অবাক করা নির্দেশ জারি করেছেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) অর্থাৎ ডিআই অমরকুমার শীল। 
বিশদ

জানুয়ারিতে মোদি-শাহকে সংবর্ধনা
রাজ্যের পরিস্থিতির রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে দিল্লিতে থেকে গেলেন দিলীপ ঘোষ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার দিনভর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষোভের জেরে নিজের পূর্বনির্ধারিত উত্তরবঙ্গ সফল বাতিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 
বিশদ

কানাকড়ি দেয়নি কেন্দ্র
এখনও পর্যন্ত বুলবুলে ক্ষতিগ্রস্ত আড়াই লক্ষ কৃষককে ১০০ কোটি টাকা দিল রাজ্য 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কেন্দ্রীয় সরকার শুক্রবার পর্যন্ত একটি টাকা না দিলেও রাজ্য সরকার আড়াই লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে ১০০ কোটি টাকা তুলে দিল। এখনও পর্যন্ত ১১ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষক আবেদন করেছেন। যাঁরাই আবেদন করবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে। 
বিশদ

রাজভবনের সঙ্গে সংঘাত নেই, দাবি অধ্যক্ষের
বিধানসভার পুষ্প প্রদর্শনীতে ডাক পেলেন না রাজ্যপাল 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য বিধানসভার বার্ষিক পুষ্প প্রদর্শনীতে এবার ডাক পেলেন না রাজ্যপাল। আগামী ২৩ ডিসেম্বর থেকে বিধানসভা প্রাঙ্গণে বসতে চলেছে এই পুষ্প প্রদর্শনী। সাধারণত, প্রদর্শনীর উদ্বোধনে কিংবা সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কার দিতে রাজ্যপালকে ডাকা হয়। এবার প্রদর্শনী উদ্বোধন করবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 
বিশদ

৩-৪ এপ্রিল শিক্ষামেলা
নয়া বিধিতে উপাচার্যদের সমস্যা হবে না, বৈঠকে আশ্বাস শিক্ষামন্ত্রীর 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপাচার্যরা যাতে ঠিকমতো কাজ করতে পারেন, তার জন্যই এই বিধি পেশ করা হয়েছে। উচ্চশিক্ষা সংসদের বৈঠকে এমনই মত প্রকাশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক সূত্রে জানা গিয়েছে, এদিন এই প্রসঙ্গ উঠতেই কয়েকজন উপাচার্য এই বিধি নিয়ে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। 
বিশদ

ধান কেনার কাজে আরও বেশি সমবায় সংস্থা ও স্বনির্ভর গোষ্ঠীর অংশগ্রহণ চাইছে সরকার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাষিদের কাছ থেকে ধান কেনার কাজে আরও বেশি সংখ্যায় গ্রামের কৃষি সমবায় সংস্থা ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নামাতে চাইছে রাজ্য সরকার। সমবায় সংস্থা ও স্বনির্ভর গোষ্ঠীগুলি গ্রামে ঢুকে চাষিদের কাছ থেকে ধান কেনে। এতে চাষিদের অনেক সুবিধা হয়। এই কারণেই তাদের অংশগ্রহণ বাড়াতে চাইছে সরকার।  
বিশদ

অভিযোগ হাইকোর্টে
ডেঙ্গু রোধে রাজ্য খরচ দেখালেও রোগীর সংখ্যা, মৃত্যুর তথ্য নেই 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকার শুধুমাত্র ২০১৯ সালেই ৪৫০ কোটি টাকা খরচ করেছে। শহর ও গ্রামাঞ্চলে এর মোকাবিলায় বিশেষজ্ঞ নিয়োগ করা থেকে পরিকাঠামোগত ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে। 
বিশদ

নাগরিকত্ব বিল পাশের সময় সংসদে মোদি অনুপস্থিত ছিলেন কেন? প্রশ্ন তৃণমূলের 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর: গুরুত্বপূর্ণ বিল পাশের সময় প্রধানমন্ত্রীর অনুপস্থিতির প্রসঙ্গ তুলে আজ সমালোচনা চড়াল তৃণমূল। মোদি সরকারকে অহংকারী, দাম্ভিক, উদ্ধত বলেও অভিযোগ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 
বিশদ

শিবির বন্ধ হলেও ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশেষ শিবির বন্ধ হওয়ার পরও ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ড করার জন্য আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার সুযোগ তো থাকছেই। পাশপাশি খাদ্য দপ্তরের স্থানীয় অফিসে গিয়েও ১০ নম্বর ফর্ম পূরণ করে ওই কার্ডের জন্য আবেদন করা যাবে।
বিশদ

Pages: 12345

একনজরে
পানাজি, ১৩ ডিসেম্বর (পিটিআই): গোয়ায় বসবাসকারী পর্তুগিজ পাসপোর্টধারীদের উপর নাগরিকত্ব সংশোধনী আইনের কোনও প্রভাব পড়বে না। শুক্রবার গোয়ার এনআরআই কমিশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।  ...

ওয়াশিংটন, ১৩ ডিসেম্বর (পিটিআই): ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ইতিমধ্যেই অসমে তিনজনের প্রাণ গিয়েছে। অসম ছাড়াও দেশের নানা রাজ্যে সাধারণ মানুষ ওই আইনের বিরোধিতায় রাস্তায় নেমে পড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উপর ফের চাপ বাড়াল আমেরিকা।   ...

 কোচি, ১৩ ডিসেম্বর: শুক্রবার আইএসএলের অ্যাওয়ে ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে দু’গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করল জামশেদপুর এফসি। এদিন কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন পিটি। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বর মাসে এলআইসি’র পলিসি বিক্রির হার বাড়ল। দেশে ১০০টি পলিসি বিক্রি পিছু ৮৪টিই এলআইসি’র। নভেম্বর মাসে এলআইসি’র মার্কেট শেয়ার বৃদ্ধি বোঝাতে গিয়ে এমনটাই জানালেন সংস্থার পূর্বাঞ্চলীয় জোনাল ম্যানেজার দীনেশ ভগত। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের অধিক পরিশ্রম করতে হবে। অন্যথায় পরীক্ষার ফল ভালো হবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৪: অভিনেতা ও পরিচালক রাজ কাপুরের জন্ম
১৯৩১: কুমিল্লায় বিপ্লবী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরি ম্যাজিস্ট্রেট স্টিভেনসকে হত্যা করেন
১৯৩৪: পরিচালক শ্যাম বেনেগালের জন্ম
১৯৫৩: ভারতীয় টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজের জন্ম
১৯৫৭: হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে প্রথম চালু হল বৈদ্যুতিক ট্রেন 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৮০ টাকা ৭১.৪৯ টাকা
পাউন্ড ৯৩.৪৩ টাকা ৯৬.৮০ টাকা
ইউরো ৭৭.৪৪ টাকা ৮০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৩২৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, দ্বিতীয়া ৬/২৯ দিবা ৮/৪৭। পুনর্বসু ৫৭/৮ শেষরাত্রি ৫/৩। সূ উ ৬/১১/৫৯, অ ৪/৪৯/৫৩, অমৃতযোগ দিবা ৬/৫৪ মধ্যে পুনঃ ৭/৩৬ গতে ৯/৪৪ মধ্যে পুনঃ ১১/৫২ গতে ২/৪২ মধ্যে পুনঃ ৩/২৫ গতে অস্তাবধি। রাত্রি ১২/৫১ গতে ২/৩৮ মধ্যে, বারবেলা ৭/৩২ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩৮ মধ্যে, কালরাত্রি ৬/৩০ মধ্যে পুনঃ ৪/৩২ গতে উদয়াবধি। 
২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, দ্বিতীয়া ৮/৪৯/১৯ দিবা ৯/৪৫/২৯। আর্দ্রা ২/৫১/২২ দিবা ৭/২২/১৮, সূ উ ৬/১৩/৪৫, অ ৪/৫০/১০, অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৭/৪৫ গতে ৯/৫২ মধ্যে ও ১২/২ গতে ২/৪৯ মধ্যে ও ৩/৩১ গতে ৪/৫০ মধ্যে এবং রাত্রি ১২/৫৯ গতে ২/৪৬ মধ্যে, কালবেলা ৭/৩৩/১৮ মধ্যে ও ৩/৩০/৩৭ গতে ৪/৫০/১০ মধ্যে, কালরাত্রি ৬/৩০/৩৭ মধ্যে ও ৪/৩৩/১৮ গতে ৬/১৪/২৯ মধ্যে। 
১৬ রবিয়স সানি  

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল হবে। বৃষ: ব্যবসায় যুক্ত হলে মন্দ হবে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯২৪: অভিনেতা ও পরিচালক রাজ কাপুরের জন্ম১৯৩১: কুমিল্লায় বিপ্লবী শান্তি ...বিশদ

07:03:20 PM

আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত রাজ্যের একাধিক জেলা। তার মধ্যেই ...বিশদ

06:19:00 PM

বাতিল কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস 
আজিমগঞ্জ ফারাক্কা এলাকায় আইন শৃঙ্খলার অবনতির জেরে রাধিকাপুর থেকে কলকাতাগামী ...বিশদ

06:16:33 PM

মালদহের সুজাপুর, কালিয়াচক সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ 

06:16:17 PM

বাতিল ১৩১৪২ তিস্তা-তোর্সা এক্সপ্রেস 
বাতিল করা হল নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ ১৩১৪২ তিস্তা-তোর্সা এক্সপ্রেস। রানিনগর (জলপাইগুড়ি) ...বিশদ

06:12:50 PM