বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
তবে তাল যে কাটেনি তা নয়, বিশেষত বাংলায় সওয়াল করতে বেশ বেগ পেতে হয় আইনজীবীদের। শুধু আইনজীবীরাই নন, কিছুক্ষণের মধ্যে একটি ইংরেজি শব্দ উচ্চারণ করে বিচারপতি নিজেই বলে ফেলেন, ‘যাঃ, এই দেখ, আমি নিজেই ইংরেজি বলে ফেললাম!’ পরক্ষণেই বিচারপতি বলেন, ‘আমার ভাষা খুব কঠিন। অথচ উত্তর ও মধ্য ভারতে আদালতের সব কাজকর্ম হিন্দিতেই হয়। এমনকী অর্ডারও লেখা হয় ওই ভাষায়।’ বিচারপতি বসুর এজলাসে এদিন মামলার কাজ বাংলাতেই চলতে থাকে। আইনজীবীরাও হোঁচট খেতে খেতেই কথা বলতে থাকেন বাংলায়। যদিও বিচারপতি বা আইনজীবী কেউই শুদ্ধ বাংলায় মামলা চালাতে পারেননি। ইংরেজি এড়ানো যায়নি মাঝে মাঝেই।