একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
আজ সোমবার, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে। গতকাল অর্থাৎ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি। হাওয়া অফিসের রিপোর্ট মোতাবেক, এই সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি বেশি।
অন্যদিকে, সোমবার সকালে ভারী কুয়াশার সাক্ষী থাকল কলকাতা। সকাল সাড়ে ৯টাতেও ছিল কুয়াশার দাপট। ভোরের দিকে ভারী কুয়াশা থাকায় ব্যাহত হয় ট্রেন ও বিমান চলাচলও। হাওড়া-শিয়ালদহ উভয় জায়গাতেই দেরিতে চলছে এক্সপ্রেস এবং লোকাল ট্রেন। অন্যদিকে, কলকাতা বিমান বন্দরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। আজ সকালে দেরিতে নেমেছে প্রায় ৩০টি বিমান। দেরিতে উড়ান ৩০টি প্লেনের। এছাড়াও, তিনটি বিমানকে অন্য এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।