একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
বিধি অনুযায়ী এই বিশেষ দিনগুলিতে কোনও অনুষ্ঠান করতে হলে পুরসভার কাছ থেকে অনুমোদন নিতে হয়। এই নিয়ম মানা হচ্ছে কি না, জানতে গত বছরের ২৩ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩ জানুয়ারি পর্যন্ত রাত্রিকালীন অভিযান চালানো হয়েছিল শহরের বিভিন্ন হোটেল, রেস্তরাঁ, পানশালা, অভিজাত ক্লাবে। অনুমতি না নিয়ে কোনও ইভেন্ট বা অনুমোদন ছাড়াই কোনও বাড়তি অনুষ্ঠান আয়োজনের অভিযোগে মোটা টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী, মেলা প্রাঙ্গণেও হানা দেয় পুরসভা। বিভিন্ন এলাকায় অভিযানের জন্য চারটি দল তৈরি হয়েছিল। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের বিশেষ দিনে ‘স্পেশাল ইভেন্ট’ আয়োজন করলে পুরসভার থেকে অনুমোদন নিয়ে বিনোদন কর দিতে হয়। অনেকে অনুমতি নেয়। অনেকে নেয় না। কেউ কেউ অনুমোদনের বাইরে গিয়ে ইভেন্টের আয়োজন করে। কেউ বিনোদন কর ফাঁকি দিচ্ছে কি না, তা দেখতে এই রাত্রিকালীন অভিযান হয়েছিল। পুরসভার এক আধিকারিক বলেন, মধ্যরাতের পরও যদি অনুষ্ঠান চলে, তাহলে কর দ্বিগুণ হয়। এসব নিয়ম মানা হচ্ছে কি না, সেটাই দেখা হয়েছে ঘুরে ঘুরে। সন্ধ্যা ৬টার পর অভিযান চালানো হয়েছে। পার্ক স্ট্রিট, চাঁদনি চক, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং ই এম বাইপাস সংলগ্ন বিভিন্ন ক্লাব, হোটেল, পানশালায় অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জরিমানার নোটিস ধরানো হয়েছে। তার মধ্যে ৬ লক্ষ টাকার বেশি ইতিমধ্যে পুর-কোষাগারে জমা পড়েছে বলে খবর।