একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
কালীঘাট মন্দিরের কাছে আদি গঙ্গার পাড়ে থাকা সদর ঘাট ঐতিহসিক স্থান। রামকৃষ্ণ পরমহংসদেব, রানি রাসমণি, লোকনাথ সহ বহু বিখ্যাত ব্যক্তির পা পড়েছে। কালী মন্দিরের এক নম্বর গেট থেকে বেরিয়ে প্রথমে পড়ে ভগবতী লেন, সেই পথ পেরিয়ে শুরু হচ্ছে কালীঘাট রোড। তা দিয়ে সোজা যাওয়া যায় সদর ঘাটে। সন্তোষকুমার দেব নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘শুনেছি এই ঘাটে সারদা মায়ের পদধূলি পড়েছিল।’ ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রবীরকুমার মুখোপাধ্যায় বলেন, ‘মায়ের মন্দিরের দু’নম্বর এবং তিন নম্বর গেট সুন্দর করে সাজানো হয়েছে। সেখানে এক নম্বর গেট সহ মায়ের সদর ঘাট পর্যন্ত রাস্তার সৌন্দর্য বৃদ্ধি হয়নি। মন্দির চত্বরের সঙ্গে এই রাস্তা মানানসই নয়। মূল ঘাটটিও সাজানো উচিত। এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব আছে। সুন্দর করে সাজানোর প্রস্তাব দিয়েছি।’ কলকাতা পুরসভা সূত্রে খবর, সদর ঘাটের মুখে একটি সুদৃশ্য গেট তৈরির পরিকল্পনা রয়েছে। - নিজস্ব চিত্র