বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
গত এক বছরেরও বেশি সময় ধরে পরিচালকের শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ। ক্যান্সারে ভুগছিলেন তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সম্প্রতি তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা দেবও। তখনও সংজ্ঞা ছিল পরিচালকের। তবে বৃহস্পতিবারে সব শেষ! আর বাড়ি ফেরা হল না তাঁর।
হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাত থেকেই অরুণ রায়ের শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এদিন ভোরবেলা পরিচালকের মৃত্যু হয়। অভিনেতা কিঞ্জল নন্দ জানিয়েছেন, বেলা ১টা নাগাদ হরিদেবপুরে পরিচালকের বাড়িতে তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হবে। এরপর বেলা দেড়টায় তাঁকে নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে।