বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২২.৮ ডিগ্রি ও ১৩.২ ডিগ্রি। উভয়ক্ষেত্রেই তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় কম। অন্যদিকে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে। আজ কলকাতায় তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য নীচে নামতে পারে। তবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
শহর কলকাতায় তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির আশেপাশে থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ১০ ডিগ্রির আশেপাশে রয়েছে পারদ। বিশেষ করে পুরুলিয়ায় শীতের দাপট রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তাপমাত্রা রয়েছে ৬ ডিগ্রির আশেপাশে। তরাইয়ের জেলাগুলোতে পারা রয়েছে ১০ ডিগ্রির আশেপাশেই। চলতি সপ্তাহে রাজ্যজুড়ে এমনই শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।