বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান কাশীনাথ জানা বলেন, ‘২০০০ সাল থেকে বকখালির পার্কিং জোন ও পিকনিক গ্রাউন্ড ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে চলছে। কিন্তু নামখানা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতকে নোটিস না করে, আইন না মেনে বেআইনিভাবে এই পার্কিং জোন দখল নিয়েছে। আমাদের পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় থাকার কারণে পরিকল্পিতভাবে এমন করা হচ্ছে। প্রয়োজনে আইনের পথ নেওয়া হবে।’ নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, ‘পার্কিং জোন ও পিকনিক গ্রাউন্ড গঙ্গাসাগর ও বকখালি উন্নয়ন পরিষদের অধীনে রয়েছে। পরবর্তী সময়ে আইন মেনে তা পঞ্চায়েত সমিতিকে হস্তান্তর করা হয়। শর্ত দেওয়া হয়েছিল, ওই এলাকা লিজে দেওয়ার জন্য। সেই শর্ত অনুযায়ী সরকারি পদ্ধতি মেনে একটি
সংস্থাকে লিজ দেওয়া হয়েছে। ১ জানুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা। কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্যা তৈরি করা হচ্ছে। পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।’