দক্ষিণবঙ্গ

পুকুর বুজিয়ে তৈরি ঘর ভাঙতেই আধিকারিকের বিরুদ্ধে ঘুষের অভিযোগ
 

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পুকুর বুজিয়ে বানানো ঘর ভেঙে দিয়েছিল চাপড়া ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ঠিক তারপরেই চাপড়ায় বিএলআরও অফিসের এক আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার প্রশাসনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, ঘুষের অভিযোগের পিছনে কি তবে কায়েমি স্বার্থ কাজ করছে। দেখা যাচ্ছে, যাঁর ঘর ভাঙা হয়েছিল তাঁর হয়েই সাত ব্যক্তি এই অভিযোগ এনেছেন। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট এলাকার পুকুর পাড়ে কিছু বাড়ি রয়েছে। তাঁদের থেকে ওই আধিকারিক ঘুষ নিয়েছেন। যদিও জানা গিয়েছে, পুকুর পাড়ে থাকা বাড়ির মালিকদের আগেই বিএলআরও অফিস থেকে নোটিস করা হয়েছে। 
উল্লেখ্য, চাপড় থানার দ্বীপচন্দ্রপুর মৌজা এলাকায় পুকুর বুজিয়ে ঘর বানাচ্ছিলেন এলাকার বাসিন্দা বাগবুল মণ্ডল। অবৈধ নির্মাণকে ‘বৈধ’ করতে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী সহ দুজন মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। মোট অঙ্কের প্রথম কিস্তির ৭৫ হাজার টাকা বিএলএলআরও অফিসারকে দেওয়ার কথা ছিল। যদিও প্রশাসনের তরফ থেকে শেষ পর্যন্ত সেই অবৈধ নির্মাণটি ভেঙে ফেলা নির্দেশ দেওয়া হয়। কিন্তু বাগবুল মণ্ডল নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ঘর না ভাঙায়, প্রশাসনই ঘর ভেঙে দেয়। 
তবে ওই একই মৌজায় পুকুর পাড়ে প্রায় ৪০টি ঘর রয়েছে দীর্ঘদিন ধরে। সেই ঘর প্রশাসন কেন ভাঙল না, বাগবুল সহ বাকি অভিযোগকারীদের প্রশ্ন সেটাই। পুকুর পাড়ে সেই অবৈধ নির্মাণকারীদের থেকে বিএলআরও অফিসার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। রবিউল মণ্ডল সহ বাকি ছ’জন অভিযোগকারী বলেন, বাগবুল মোটা অঙ্কের ঘুষ দেয়নি বলেই তাঁর ঘর ভেঙে দেওয়া হয়েছে। চাপড়ার বিএলআরও গোকুলচন্দ্র দাস বলেন, ‘আমরা আগেই পুকুর পাড়ের নির্মাণকারীদের নোটিস দিয়েছি। তাদের শ্রেণি পরিবর্তন হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। যিনি পুকুর বুজিয়ে ঘর করছিলেন সেই ঘর প্রশাসন ভেঙে দিয়েছে। ঘুষের অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য, এসব ভিত্তিহীন অভিযোগ’
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা