দক্ষিণবঙ্গ

স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে দেশের সেরা সিঞ্চন

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘সোশ্যাল মিডিয়ায় মগ্ন না হয়ে, তাঁকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হবে। ২০২০ সালের পর আমি ফেসবুক, ইনস্ট্রাগ্রামে কোন পোস্ট করিনি। শিক্ষণীয় কিছু থাকলে তাতে শুধু নজর রাখতাম। হোয়াটসঅ্যাপকেও সেই ভাবেই ব্যবহার করেছি’। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে এবার দেশের সেরা হয়েছেন আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ আধিকারী। শনিবার বর্তমানকে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন সিঞ্চন। তিনি নিতান্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা রুগ্ন মা‌ইন বোর্ড অব হেলথের কর্মী। মা গৃহবধূ। অষ্টম শ্রেণি থেকে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করে সংখ্যাতত্ত্ব বিষয়কে তালুবন্দি করেছেন তিনি। কীভাবে তা সম্ভব করলেন? তিনি বলেন, যে কোনও বড় প্রতিযোগিতায় পরীক্ষার প্রস্তুতি পড়াশোনা করার সময় থেকেই নিতে হবে। পাঠ্যবস্তু থেকেই ৯০ শতাংশ প্রশ্ন আসে। তাই প্রথম থেকেই পাঠ্য‌পুস্তক খুঁটিয়ে পড়তে হয়। যেটা আমি করেছিলাম। বাকি দশ শতাংশ পরীক্ষার তিনমাস আগে থেকে নিবিড় অনুশীলন করলেই হয়ে যায়। বর্তমান পড়ুয়া জীবনে বড় প্রশ্ন হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। সেখানেও সুপরামর্শ দিয়েছেন আসানসোলকে গর্বিত করা সিঞ্চন। তিনি বলেন, এখনকার যুগে সোশ্যাল মিডিয়াকে সম্পূর্ণ এড়িয়ে চলা অসম্ভব। কিন্তু তাও পরিকল্পনা করে ব্যবহার করতে হবে, যাতে সেখান থেকে শিক্ষণীয় অংশটুকুই আমরা নিতে পারি। 
শনিবার বর্তমান পত্রিকাতেই একমাত্র এই খবরটি প্রকাশিত হয়েছে। তারপর থেকেই প্রতিবেশী, পরিজন, স্কুলের সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছা বার্তা পেয়েই চলেছেন সিঞ্চন। সিঞ্চনের বাবা প্রদীপ অধিকারী বলেন, আমি চাই পরীক্ষার মতো এবার দেশের সেবা করার ক্ষেত্রেও ছেলে সেরা হোক। অতিরিক্ত জেলাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, বড় সাফল্য। শিল্পাঞ্চলের পড়ুয়ারা সিঞ্চনের সাফল্যে উদ্বুব্ধ হবে।
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা