দক্ষিণবঙ্গ

জয়রামবাটির সিহড়ে দশমহাবিদ্যার পুজো দেখতে ভিড় উপচে পড়ল

সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়রামবাটির সিহড়ে শনিবার থেকে দশমহাবিদ্যার আরাধনা শুরু হয়েছে। মণ্ডপে দেবীদুর্গার দশ রূপের প্রতিমা সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে। এদিন ১০ জন পুরোহিত একই সঙ্গে ১০টি প্রতিমার পুজো করেন। তাকে কেন্দ্র করে সিহড়ের শান্তিনাথতলায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার সকালে ১০ জন কুমারীর পুজো হবে। পুজো উপলক্ষে তিনদিন ধরে ভক্তিমূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  মেলাও বসেছে। এই পুজোর বাজেট দু’লক্ষ টাকা। 
দশমহাবিদ্যা পুজো কমিটির সভাপতি কালীপদ মজুমদার বলেন, দুর্গার যে ১০টা রূপ রয়েছে সেটা এলাকার অনেকেরই অজানা। শুধু তাই নয়, ১০টা রূপের যে আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে তাও অনেকে জানেন না। তা জানানোর জন্যই দশমহাবিদ্যার আরাধনার আয়োজন করা হয়। এবার প্রথম বছর। বাইরে ওই পুজো দেখে আসার পর আমি শান্তিনাথ ষোলোআনা কমিটির সদস্যদের দশমহাবিদ্যার পুজো করার বিষয়ে প্রস্তাব দিয়েছিলাম। তাঁরা তাতে সম্মতি দেন। সেই মতো প্রায় দু’মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়। শনিবার শুক্লা চতুর্দশী তিথিতে ধর্মীয় রীতিনীতি মেনে পুজো শুরু হয়েছে। চলবে তিনদিন ধরে।  কমিটির যুগ্ম সম্পাদক হরগোবিন্দ কর্মকার ও সমীর মজুমদার বলেন, সিহড় এবং কোঙারপুর ছাড়াও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রথম বছরের পুজোয় ভালই সাড়া পড়েছে। পুজো কমিটির সদস্য রামপ্রসাদ মণ্ডল বলেন, সিহড়ের শান্তিনাথতলায় যাত্রা দেখতে এসে ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা সারদার প্রথম সাক্ষাৎ হয়েছিল। আমাদের এই পূণ্যভুমিতে দশমহাবিদ্যার পুজোর প্রস্তাব উঠতেই আমরা স্বানন্দে এগিয়ে আসি। এদিন সিহড়ে গিয়ে দেখা গেল শান্তিনাথতলায় প্যান্ডেল তৈরি করা হয়েছে।  পাশাপাশি দেবী কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধুমাবতী, বগলা, মাতঙ্গি ও কমলা মাদুর্গার এই ১০টি রূপের প্রতিমা সারিবদ্ধভাবে রাখা হয়েছে। সকাল ১০টা থেকে পুজো আরম্ভ হয়। ১০ জন পুরোহিত ১০টি প্রতিমার পুজোয় বসেছেন।  পুজোয় অংশ নেন শতাধিক মহিলা। মণ্ডপের সামনেই রয়েছে সাংস্কৃতিক মঞ্চ। সন্ধ্যার পর সেখানে অনুষ্ঠান হয়। এছাড়াও মণ্ডপের পাশে মেলাও বসেছে। 
পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা ১০মিনিট নাগাদ পুজো শুরু হয়। পুষ্পাঞ্জলির পর দুপুরে প্রসাদ বিতরণ হয়। তারপর আরতি এবং হোম ও যজ্ঞ হয়। সন্ধ্যায় আরতি হয়। তারপর ভক্তিমূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ রবিবার সকালে  ১০ জন কুমারীকে ১০টি রূপে সাজিয়ে পুজো করা হবে। সন্ধ্যায় দশমহাবিদ্যা নিয়ে গীতিআলেখ্য অনুষ্ঠান হবে। সোমবার পুজোর শেষ দিনে স্থানীয় শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান হবে।  
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা