দক্ষিণবঙ্গ

সরকারি স্কুলে ভর্তির আবেদন জানিয়ে প্রচার শিক্ষকদের

সংবাদদাতা, বর্ধমান: বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের রমরমা। সে কারণে শুক্রবার মেমারির বোহারে অভিভাবকদের কাছে তাঁদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভর্তির আহ্বান জানিয়ে প্রচার করলেন সরকারি শিক্ষকরা। মেমারি–২ ব্লকের বোহার–২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও ওই পঞ্চায়েতেরই ১৪ জন শিক্ষকের ব্যবস্থাপনায় পাঁচ বছর পর্যন্ত বয়সি প্রত্যেক ছাত্রছাত্রীর অভিভাবকের কাছে ছেলেমেয়েদের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভর্তি করার আহ্বান জানানো হয়। প্রচারে সরকারি স্কুলে ভর্তির সুবিধা সম্পর্কে জানানো হয়। বলা হয়, প্রথম বর্ষে বিনামূল্যে বই দেওয়া হয়। সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি করতে কোনও ফি লাগে না। ভর্তির পর স্কুলে পড়ুয়াদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়াও প্রতিবছর বিনামূল্যে দু’ সেট ইউনিফর্ম দেওয়া হয়। সেই সঙ্গে থাকে পুষ্টিকর মিড ডে মিল, অনলাইনে প্রদত্ত মার্কশিট, অনলাইনে বাংলা শিক্ষার পোর্টালে ইউনিক আইডি, প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষক-শিক্ষিকা দ্বারা শিক্ষাদান করা হয়। এছাড়াও শিশুবান্ধব পরিবেশ, যেখানে অযথা বইয়ের বোঝা নেই। সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নৃত্য, গান, কবিতা ও অঙ্কন শেখানো হয়। থাকে মাইনরিটি স্কলারশিপ, শিক্ষাশ্রী সহ বিভিন্ন সরকারি সুবিধা। শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। 
স্থানীয় বাসিন্দা তপনকুমার মিত্র বলেন, সরকারি প্রাথমিক স্কুলে ভর্তি করা ঩নিয়ে শিক্ষকরা যে প্রচার করছেন তা খুবই ভালো উদ্যোগ। বোহার–২ পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাজি বলেন, সরকারি প্রাথমিক স্কুলে ভর্তির যেসব সুযোগ সুবিধা আছে, সেগুলি বেসরকারি স্কুলে নেই। তাই আমি অভিভাবকদের বলব, তাঁরা যেন তাঁদের বাচ্চাদের সরকারি স্কুলে ভর্তি করান। শিক্ষকরা সরকারি প্রাথমিক স্কুলে ভর্তির আহ্বান জানিয়ে প্রচার করছেন তাতে ভালো সাড়া মিলছে। 
12d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা