দক্ষিণবঙ্গ

চূড়ান্ত বেহাল দশা খড়্গপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের, নেশার দ্রব্যের রমরমা

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: নেই পানীয় জলের ব্যবস্থা। শৌচালয় ব্যবহারের সুবিধা থেকেও বঞ্চিত মানুষ। খড়গপুর রেল স্টেশন সংলগ্ন সেন্ট্রাল বাস স্ট্যান্ডের এই অব্যবস্থায় ক্ষুব্ধ ব্যবসায়ী থেকে ভিন রাজ্য থেকে আসা মানুষ। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের কথায়, বাস স্ট্যান্ডে কমবেশি ৫০টির বেশী স্থায়ী ও অস্থায়ী দোকান রয়েছে। কিন্তু পানীয় জলের ব্যবস্থা নেই। যাত্রীদের জল কিনে খেতে হয়। শৌচালয় একটা আছে ঠিকই, কিন্তু তা ব্যবহারের যোগ্য নয়। তাছাড়া বাস স্ট্যান্ডটি নানা অসামাজিক কার্যকলাপের আখড়া হয়ে উঠলেও পুলিস-প্রশাসন নির্বাক দর্শক। এসব নিয়ে বারংবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেও লাভ হয়নি। 
খড়গপুর বাসস্ট্যান্ডের ব্যবসায়ী মহম্মদ নাদিম বলেন, বাস স্ট্যান্ডের অবস্থা খুব খারাপ। কিন্তু সমস্যার আর সমাধান হচ্ছে না। সকলের পক্ষে পানীয় জল কিনে খাওয়া সম্ভব নয়। কারও কোনও ভ্রুক্ষেপ নেই। 
এদিন খড়গপুর বাস স্ট্যান্ডে কলকাতাগামী বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন শ্যামবাজারের বাসিন্দা চন্দন সেন। তিনি বলেন, সামান্য শৌচালয় ব্যবহারের জন্য স্টেশনে যেতে হল। কোনও শেড নেই। এত খারাপ পরিস্থিতি খুব কম বাস স্ট্যান্ডে দেখা যায়। গরিব মানুষের পক্ষে জল কিনে খাওয়া খুবই অসুবিধের। প্রসঙ্গত, দেশের মধ্যে অন্যতম ব্যস্ত রেলস্টেশন খড়গপুর। রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই স্টেশনে আসেন। খড়গপুর স্টেশনে নেমে, বাসে চেপে গন্তব্যস্থলে যান। সেই কারণে স্টেশন সংলগ্ন খড়গপুর বাস স্ট্যান্ডটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। পশ্চিম মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর সহ পাশ্ববর্তী বিভিন্ন জেলার যাত্রীরা এখান থেকেই বাসে চাপেন। কিন্তু বাস স্ট্যান্ডটি দীর্ঘদিন ধরে বেহাল। যাত্রীদের দাবি,  যাত্রীদের সুবিধার্থে সমস্ত পরিষেবা যুক্ত যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করতে হবে। প্রতীক্ষালয়ের ভিতর পর্যাপ্ত বসার জায়গা, আলো, পাখা ও বাস চলাচলের সুস্পষ্ট টাইম টেবিল লাগানো হোক। যাতে কোন বাস কখন ছাড়বে, তা বুঝতে পারেন যাত্রীরা।  অপরদিকে, খড়গপুরের উপর দিয়ে যাতায়াতকারী বিভিন্ন বাসের খড়গপুর স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে ঢোকা বাধ্যতামূলক করতে হবে। অন্যদিকে বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে নেশার দ্রব্যের রমরমা ব্যবসা রয়েছে। যা বন্ধ করার পাশাপাশি বাস স্ট্যান্ডে নিরাপত্তা ঘাটতি মেটালে উপকৃত হবেন যাত্রীরা। খড়গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ বলেন, অনেকবার সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কিন্তু রেল করতে দেয়নি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাব।-নিজস্ব চিত্র
12d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা