দক্ষিণবঙ্গ

‘বাংলার বাড়ি’র জন্য কেউ টাকা চাইলে ফোন করুন, নোটিস জেলাশাসকের

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর পাওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই। শুক্রবার এই মর্মে নোটিস জারি করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ। বিভিন্ন জায়গায় এই নোটিস সাঁটানো হবে। যাতে বলা হয়েছে, ‘বাড়ির জন্য কেউ টাকা দাবি করলে সরাসরি ০৩৪২-২৬৬২৪২৮/২৫৫০৬৮৩ নম্বরে ফোন করে জানাতে পারেন। খোদ জেলাশাসকের দপ্তরে এই ফোন যাবে। এধরনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই প্রশাসন পদক্ষেপ নেবে। জেলাশাসক বলেন, সামনের সপ্তাহের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তথ্য যাচাই করেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। এই সুবিধা পাওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বাংলার বাড়ি প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগে আবাস যোজনা প্রকল্পে একটি চক্র উপভোক্তাদের কাছে থেকে টাকা হাতিয়ে নেয়। তা নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ক্ষোভ তৈরি হয়। কিন্তু এবার প্রথম থেকেই প্রশাসন সতর্ক। উপভোক্তারা যাতে কারও দ্বারা প্রভাবিত না হয় সেই কারণেই জেলার বিভিন্ন প্রান্তে ওই পোস্টার সাঁটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
এক আধিকারিক বলেন, বাংলার বাড়ি প্রকল্পে কোনও নেতা বা জনপ্রতিনিধির হস্তক্ষেপ কাজে লাগেনি। প্রশাসনের আধিকারিক এবং কর্মীরা তালিকা যাচাই করেছেন। একাধিকবার তাঁরা গ্রামে গিয়েছেন। উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন। যাঁদের পাকাবাড়ি রয়েছে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাঁদের মাটির বাড়ি রয়েছে তাঁরাই বাড়ি পাচ্ছেন। এছাড়া প্রায় ২০০ ভূমিহীনকেও বাড়ি দেওয়া হচ্ছে। জমি পাট্টা দেওয়ার পর বাংলার বাড়ি প্রকল্পে তাঁদের টাকা দেওয়া হবে। প্রাথমিক তালিকা তৈরির পর তা বিডিও অফিসগুলির ডিসপ্লে বোর্ডে লাগানো হয়। তালিকা দেখে আমজনতা নিজেদের মতামত জানিয়েছিলেন। পরে সেই তালিকা গ্রামসভায় পাঠানো হয়। সেখানেও গ্রামের লোকজনরা মতামত জানিয়েছেন। সেই তালিকা ব্লক লেভেল কমিটির কাছে আসে। ফের তা যাচাই করা হয়। সবশেষে জেলা কমিটি চূড়ান্ত তালিকা তৈরি করে। বিডিওদের বিশেষভাবে তালিকা দেখার জন্য বলা হয়। তালিকা ব্লক লেভেল কমিটির কাছে আসার পরও বহু অযোগ্য উপভোক্তার নাম তালিকা থেকে বাদ যায়। তারপরও কোনও পাকাবাড়ি মালিকের নাম তালিকায় থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।-নিজস্ব চিত্র  
12d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা