বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ভেঙে পড়ল দুই মেদিনীপুরের যোগাযোগের ভরসা কাঠের সেতু

সংবাদদাতা, ঘাটাল: রবিবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভসরা খালের উপর কাঠের সেতু। ওই সময়ে সেতুর উপরে কেউ না থাকায় হতাহতের খবর নেই। তবে সেতুটি ভাঙায় সমস্যায় পড়লেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন, ‘রবিবার দুপুরে পাইকানবোয়ালিতে একট জরাজীর্ণ সেতু ভেঙে গিয়েছে বলে শুনেছি। এর পর কী পদক্ষেপ করা যাবে যা এলাকা পরির্দশন করেই জানানো হবে।’বামফ্রন্টের আমলে ভসরা খালের উপর পশ্চিম মেদিনীপুরের পাইকান এবং পূর্ব মেদিনীপুরের গোপালহাজরার মধ্যে ১৫০ ফুট লম্বা এবং সাত ফুট চওড়া ওই কাঠের সেতুটি তৈরি করা হয়। এক জেলার বাসিন্দাদের অন্য জেলায় জমি জায়গা রয়েছে।  কাঠের সেতুটি তৈরি হওয়ার  ফলে পূর্ব মেদিনীপুরের গোপাল হাজরা, রাধাবল্লভপুর, বলরামপুর, সাহালাজপুর এবং পশ্চিম মেদিনীপুরের জোতিসব, বিহারীচক, চকসুন্দর, ধর্মা সহ দুই জেলার বেশ কয়েকটি গ্রামের মানুষের সুবিধে হতো। এক সময়ে ওই কাঠের সেতু দিয়ে বাইক ছাড়াও অটো, টোটো, ভ্যানের মতো গাড়িগুলিও যাতায়াত করত। তাছাড়াও পশ্চিম মেদিনীপুরের বহু পড়ুয়া ওই সেতু পরিয়ে সিদ্ধিকুণ্ডুপান্না গ্রামের স্কুল ও কলেজে যাতায়াত করত।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি তৈরি হওয়ার পর থেকে রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে বছর পাঁচেক আগে থেকেই ওই সেতুর পাটাতন নড়বড়ে হতে শুরু করে। মাঝে মাঝে দু’একটি করে পাটাতনও খুলে পড়ে যেতে শুরু করে। সেজন্য কয়েক বছর হল ওই কাঠের সেতু দিয়ে শুধু মাত্র হেঁটে ছাড়া পারাপার হওয়া যেত না। তাতেও চাষিদের জমিজায়গা দেখাশোনা করতে সুবিধে হতো। 
ওই এলাকার বাসিন্দা স্বরূপ দোলই, প্রাক্তন উপ প্রধান কালীপদ মাহাত বলেন, ‘এদিন দুপুরে হঠাৎই সেতুটি মড়মড়িয়ে ভেঙে পড়ে যায়। ফলে দু’টি জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আক্ষরিক অর্থে বিচ্ছিন্ন হয়ে  পড়েছে। আমাদের খুব সমস্যা হবে। কারণ কোনও না কোনও প্রয়োজনে প্রত্যেক দিনই পূর্ব মেদিনীপুর যেতে হয়।’
সেতুটি ভেঙে যাওয়ার ফলে এদিন থেকেই সেতুর এক দিক থেকে অন্য দিকে যেতে হলে চার কিলোমিটার দূরে চকবোয়ালিয়ার সেতু পেরিয়ে যেতে হবে। তার ফলে সময় এবং পরিশ্রম দুটোই বাড়বে। এদিন অনেককেই মন খারাপ করে ভেঙে যাওয়া সেতুরটির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সেতুটির সংস্কারের দাবি তুলেছেন। কিন্তু পঞ্চায়েত সমিতির সূত্রে জানানো হয়েছে, ওই সেতুটি আপৎকালীন ভাবে সংস্কার করার পরিস্থিতিতে নেই। প্রায় নতুনের মতো করেই সংস্কার করতে হবে। সেটা কবে হবে তা স্থায়ী সমিতির মিটিং না হলে বলা যাবে না।-নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা