দক্ষিণবঙ্গ

আলুচাষে খরচ বৃদ্ধি, মোহভঙ্গ কৃষকদের

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রতি বিঘায় আলু চাষের খরচ পাঁচ-ছ’হাজার টাকা বেড়ে গিয়েছে। অথচ চাষিরা মাঠে দাম পাচ্ছেন না। ফায়দা লুটছে একশ্রেণির ব্যবসায়ী। সেকারণে আলু চাষের প্রতি উৎসাহ হারাচ্ছেন অনেকেই। এবছর আলু চাষের এলাকা অনেকটাই কমবে বলে দাবি করছেন কৃষকরা। তাঁরা বলেন, বিগত দু’-তিন বছরে সারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এই সময়  ১০:২৬:২৬ সারের চাহিদা সবচেয়ে বেশি থাকে। ৫০কেজি বস্তা সারের দাম ২০০০টাকা ছুঁতে চলেছে। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ট্রাক্টরের খরচও বেড়েছে। এবছর বীজের দামও বেশি। সব মিলিয়ে চাষিদের অবস্থা নাজেহাল। খণ্ডঘোষের চাষি সুকুমার বিট বলেন, এ বছর আলু চাষের এলাকা অনেকটাই কমবে। আলুর পরিবর্তে বহু কৃষকই সর্ষে, গম চাষ করছেন। আলু চাষ করা ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। খরচ করে বীজ বসানোর পর ন্যায্য দাম পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় থাকছে। তাছাড়া বিগত তিন বছর ধরে প্রকৃতি ও সহায়তা করছে না। বীজ রোপণের কয়েকদিনের মধ্যেই বৃষ্টি নামছে। বহু জমিতে দু’বার করে চাষ করতে হচ্ছে। তাতে লাভ পাওয়া যাচ্ছে না। আর এক চাষি বলেন, গত বছর মাঠে ৫০কেজি বস্তার জ্যোতি আলু ৭০০-৭৫০টাকায় বিক্রি হয়েছে। সেই আলু এখন ৩৫-৩৮টাকা কেজি দরে কিনতে হচ্ছে। একশ্রেণির ব্যবসায়ী লাভবান হচ্ছে। মাত্রাতিরিক্ত খরচ এবং হাড়ভাঙা পরিশ্রম করার পরও চাষিদের লাভ হচ্ছে না। এবছর প্রথম দিকে আলুর বীজের দাম অনেক বেশি ছিল। এখন কিছুটা কমেছে। তবে সেই বীজ আদৌ পাঞ্জাব থেকে আসছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। 
কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গিয়েছে, একশ্রেণির হিমঘর মালিক এবং বড় ব্যবসায়ী ভিনরাজ্যে আলু পাঠিয়ে আরও বেশি মুনাফা লুটতে চাইছে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা বানচাল করার জন্য প্রতিটি রাজ্যের সীমানাতেই নজরদারি বাড়ানো হয়েছে। এই সময় বাইরে আলু পাঠানো হলে বাজারে দাম আরও বেড়ে যাবে। কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না বলেন, রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই বাইরে আলু পাঠাতে নিষেধ করা হয়েছে। এবছর আলু চাষের সময় কিছুটা পিছিয়ে গিয়েছে। সেকারণে নতুন আলু বাজারে আসতে আরও কয়েকটা দিন সময় লাগবে। এই সময়ের মধ্যে হিমঘর থেকে আলু বাইরের রাজ্যে চলে গেলে সাধারণ মানুষ বিপাকে পড়বেন।
কৃষকরা বলেন, মাঠে আলু তোলার পর কম দামে তা বিক্রি করতে তাঁরা বাধ্য হন। ব্যবসায়ীরা নিজেদের দামে তা কেনে। আলু ওঠার সময় সরকার তা কিনলে ব্যবসায়ীরা চাপে থাকবেন। চাষিরাও লাভবান হবেন।
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা