দক্ষিণবঙ্গ

শৌচালয় ও ওয়ার্ড পরিচ্ছন্নতায় জোর দেওয়ার নির্দেশ সাংসদের

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রোগী কল্যাণ সমিতিতে দায়িত্ব পাওয়ার পরই শনিবার আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর ঘুরে দেখলেন সাংসদ মিতালি বাগ। সংসদের অধিবেশন সেরে এদিনই তিনি আরামবাগে আসেন। তারপরই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। তার মাঝেই রক্ত সঙ্কট মেটাতে শিবিরের পরিমাণ বাড়ানোর নির্দেশ দেন সাংসদ। তাছাড়া হাসপাতালের শৌচালয়, ওয়ার্ড ও চত্বরের পরিচ্ছন্ন রাখার দিকেও জোর দিতে বলেন। উল্লেখ্য, রাজ্যের সমস্ত মেডিক্যালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মনতা বন্দ্যোপাধ্যায়। তারপর সম্প্রতি আরামবাগের সাংসদকে প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রতিনিধি করে রাজ্য। সেই দায়িত্ব পাওয়ার পরই এদিন সাংসদ মেডিক্যাল চত্বর পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন আরামবাগ পুরসভার কাউন্সিলার স্বপন নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিরা। সাংসদ এদিন মেডিক্যাল কলেজের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। ছাত্রছাত্রীদের হস্টেলেও যান। তারসঙ্গে রোগীর পরিবারের সদস্যদের একাংশের সঙ্গেও কথা বলেন। ঘুরে দেখেন মেডিক্যালের ব্লাড ব্যাঙ্ক। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নানা বিষয়ে কথাও বলেন।
সাংসদ বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে আরামবাগে মেডিক্যাল কলেজ গড়ে উঠেছে। এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। বর্তমানে সব ধরনের ব্যবস্থাই এখানে রয়েছে। চিকিৎসক, নার্স সহ প্রত্যেকে পরিষেবাও দিচ্ছেন। আমাকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দেওয়ায় এদিন ঘুরে দেখেছি বিভিন্ন এলাকা। হাসপাতালের ওয়ার্ড, শৌচাগার সহ বিভিন্ন অংশে পরিচ্ছন্নতায় যাতে আরও জোর দেওয়া হয় তার পরামর্শ দিয়েছি। যদিও নিয়মিতই পরিচ্ছন্ন করা হয়। 
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা