দক্ষিণবঙ্গ

ব্যাঙ্ক ঋণে নানা ঝুঁকি, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে হিমশিম জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ব্যাঙ্ক ঋণে নানা ঝুঁকির কারণে স্বনির্ভর হওয়ার ইচ্ছেটাই কমে গিয়েছে মহিলাদের! তাই স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে হিমশিম খাচ্ছে প্রশাসন। চলতি বছরে এখনও পর্যন্ত নদীয়া জেলায় লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি সরকারি এই উদ্যোগ। জানা গিয়েছে, মাত্র ২৬ শতাংশ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা গিয়েছে। এখন গোষ্ঠী তৈরিতে গতি আনতে গ্রামে গ্রামে শিবির করা হচ্ছে। মূলত ব্যাঙ্কে লোন পাওয়া নিয়ে ঝক্কির কারণেই মহিলারা স্বনির্ভর গোষ্ঠী তৈরির ব্যাপারে দীর্ঘদিন ধরেই অনীহা প্রকাশ করে আসছেন। যদিও প্রশাসনের দাবি, ন্যাশনাল রুর‌্যাল লাইভলিহুড মিশনের আওতায় এই স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে প্রশাসন। পাশাপাশি কো-অপারেটিভ সহ বিভিন্ন জায়গাতে আলাদাভাবে মহিলাদের নিয়ে গোষ্ঠী তৈরি হয়। সেখানেও মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যাটা নেহাত কম নয়। অথচ, নিয়ম অনুযায়ী কোনও মহিলা একটি স্বনির্ভর গোষ্ঠীতে থাকলে, দ্বিতীয় কোনওগোষ্ঠীতে তিনি বা তাঁরা থাকতে পারবেন না। এই নিয়মের গেরোতেই স্বনির্ভর গোষ্ঠী তৈরির দৌড়ে পিছিয়ে পড়ছে প্রশাসন। 
প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘প্রতি পঞ্চায়েত এলাকায় আমরা এই নিয়ে শিবির করছি। যাতে বেশি সংখ্যক মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনা যায়। এর ফলে মহিলারা স্বনির্ভর হয়ে উঠবেন। ব্যাঙ্কেরতরফেও কি করে সহজে লোন পাওয়া যায়, সেই নিয়েও কাজ করা হচ্ছে।’
চলতি বছরে নদীয়া জেলায় ৮ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরির টার্গেট দেওয়া হয়েছিল। যার মধ্যে নভেম্বর মাস পর্যন্ত ২ হাজার ৫০টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা গিয়েছে। দেখা যাচ্ছে, বিগত দেড় মাসে মাত্র ৮৮টি স্বনির্ভর গোষ্ঠী নদীয়া জেলার ১৮টি ব্লকে তৈরি হয়েছে। গোষ্ঠী তৈরির শতাংশের নিরিখে কৃষ্ণগঞ্জ ব্লক শীর্ষে রয়েছে। সেখানে লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ গোষ্ঠী তৈরি করা গিয়েছে। তেহট্ট-১ ব্লকে ৭৫ শতাংশ, করিমপুর-১ ব্লকে ৫৭ শতাংশ, কৃষ্ণনগর-২ ব্লকে ৫৬ শতাংশ, নবদ্বীপ ব্লকে ৪৬ শতাংশ করে মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা গিয়েছে। সেই নিরিখে সবচেয়ে পিছিয়ে হরিণঘাটা, রানাঘাট-২, শান্তিপুরের মতো ব্লকগুলি। যেখানে এখনও পর্যন্ত চলতি বছর কুড়ি শতাংশ গোষ্ঠীও তৈরি করা যায়নি।ফলে সামগ্রিকভাবেই গোটা জেলাতে গোষ্ঠী তৈরির কাজের গতি কমে গিয়েছে। লক্ষ্যমাত্রাকে ছুঁতে গেলে আগামী চার মাসের মধ্যে প্রায় ছয় হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে হবে। তাই আদৌ লক্ষ্যমাত্রা ছোঁয়া যাবে কিনা, সেই নিয়ে সন্দীহান প্রশাসন মহলও। এদিকে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এক ছাতার তলায় এনেছে  রাজ্য।‌ আনন্দধারার পাশাপাশি নাবার্ড, এনজিও,‌ কোঅপারেটিভের আওতায় থাকা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে এক জায়গায় আনা হয়েছে। যার জেরেই নদীয়া জেলায় বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বেড়ে হয়েছে ৮০ হাজার। এর ফলে গোষ্ঠীর তৈরি সামগ্রী দ্রুত বাজারজাত করা অনেক সহজ হয়েছে। 
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা