দক্ষিণবঙ্গ

রামপুরহাটে পিছিয়ে পড়া বুথে এগনোর নির্দেশ দিলেন অনুব্রত 

সংবাদদাতা, রামপুরহাট: লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়া বুথগুলিতে এগিয়ে যেতে হবে। শনিবার রামপুরহাটের দলীয় কার্যালয়ে মহকুমার বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে এমনই নির্দেশ দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ছিলেন দলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রামপুরহাট শহরের ওয়ার্ড সভাপতি এবং কাউন্সিলারদের নিয়েও বৈঠক করেন তিনি।   
তিহারের জেল থেকে ফেরার পর এই প্রথম রামপুরহাটের দলীয় কার্যালয়ে আসেন অনুব্রত। তাই সেখানে কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়ে। এদিন প্রথমে বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে বসেন। সূত্রের খবর, সেখানে কার এলাকায় কতগুলি বুথে পিছিয়ে সেই তথ্য নেওয়ার পর সেখানে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই লক্ষ্যে পিছিয়ে পড়া বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করার জন্য বিধায়কদের বলেন তিনি। এরই মাঝে তাঁর সঙ্গে দেখা করে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান অনেকে। বগটুই গণহত্যার স্বজনহারা তথা বিজেপি নেতা মিহিলাল শেখ তাঁর সঙ্গে দেখা করেন। তাঁর চাকরি স্থায়ী করার পাশাপাশি বন্ধ থাকা বেতন চালু করার আবেদন জানান। তবে তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন কিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কে কখন কোন দলে যায় বলা মুশকিল। শহরের কাউন্সিলার এবং ওয়ার্ড সভাপতিদের বৈঠকেও অনুব্রতকে বিভিন্ন অভিযোগ জানান অনেকে। ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়নাথ সাউ বলেন, তাঁর সঙ্গে আলোচনা না করেই ওয়ার্ড সভাপতি পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে শহরের যুব সভাপতি ওয়াসিম আলি ভিক্টরও অভিযোগ করেন, দলের সিদ্ধান্ত ছাড়াই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভিক্টরের দাবি, জেলা সভাপতি তাঁকে আগের মতোই দলের কাজকর্ম চালিয়ে যেতে বলেছেন। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, দলের অভ্যন্তরীণ বিষয়। এনিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলব না।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা