দক্ষিণবঙ্গ

বালিঘাটের লিজ দেওয়ার নামে টাকা নেওয়ায় অভিযুক্ত জীবন

সংবাদদাতা, কান্দি: বালিঘাটের লিজ পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। বেলগ্রামের যুবক মহম্মদ সালাউদ্দিন শনিবার তাঁর বিরুদ্ধে বড়ঞা থানায় অভিযোগ দায়ের করেছেন।
তাঁর অভিযোগ, দু’বছর আগে বিধায়ক বালিঘাটের লিজ দেওয়ার নামে তাঁর থেকে ১ লক্ষ ২০হাজার টাকা নিয়েছিলেন। যদিও বিধায়কের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। বালি মাফিয়ারা চক্রান্ত করে এসব করছে। বড়ঞা থানার পুলিস জানিয়েছে,অভিযোগের তদন্ত করে দেখা হচ্ছে।
সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছে। তাতে শোনা যাচ্ছে, এক ব্যক্তি ফোনে টাকা চাইছেন। তাতে অপর ব্যক্তি বলছেন, তিনি কারও কাছে কোনও টাকা নেননি। এসব কথা মোবাইলে কেন বলা হচ্ছে? যদিও ‘বর্তমান ’ ওই অডিওর সত্যতা যাচাই করেনি।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২২ সালের নভেম্বরে বিধায়ক একটি বালিঘাটের লিজ পাইয়ে দেওয়ার নামে মহম্মদ সালাউদ্দিনের কাছ থেকে ওই পরিমাণ টাকা নিয়েছিলেন। যদিও পরবর্তীতে বিধায়ক কোনও লিজ পাইয়ে দিতে পারেননি। আবার টাকাও ফেরত দেননি। এমনকী, সম্প্রতি ওই টাকা ফেরত চাইতে গেলে বিধায়ক তাঁকে তাড়িয়ে দেন বলে ওই যুবকের অভিযোগ।
মহম্মদ সালাউদ্দিন বলেন, প্রায় দু’বছর আগে অনেক কষ্ট করে বিধায়ককে ওই টাকা দিয়েছিলাম। এজন্য স্ত্রীর সোনার গয়না বন্ধক রাখতে হয়েছিল। এরপর নিয়োগ-দুর্নীতি মামলায় বিধায়ক জেল হেফাজতে চলে যান। এখন ওই টাকা ফেরত চাইতে গেলে উনি অস্বীকার করছেন। আমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও আমার কাছে তাঁকে টাকা দেওয়ার অডিও রেকর্ড রয়েছে। আমি থানায় অভিযোগ করেছি।
বিধায়ক বলেন, কয়েকদিন ধরে এলাকার অবৈধ বালিঘাটের বিরুদ্ধে আমি ‘মাঠে’ নেমেছি। এরপরই বালি মাফিয়ারা দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। টাকা নেওয়ার অভিযোগ পুরো মিথ্যা। আসলে বালি মাফিয়ারা কৌশলে আমাকে ফাঁসানোর ছক কষেছে। আমি অভিযোগকারীকে মোটেও চিনি না। এঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। বাসিন্দাদের একাংশ জানান, বালিঘাটের বিষয়টি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই চলছে। কারণ এখানে অবৈধ বালিঘাটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার কারবার চলে। 
 বেলগ্রামের এই যুবক মহম্মদ সালাউদ্দিন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা