দক্ষিণবঙ্গ

দুর্গাপুরে পুলিস অফিসারের ফ্ল্যাটে চুরি

সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর সিটিসেন্টারে এক পুলিসকর্মীর ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার দুপুরে দুষ্কৃতীরা সোনা-রুপোর গয়না সহ নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এই ঘটনায় হাউজিং কলোনিতে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস ও এসিপি নিজে গিয়ে তদন্ত করেন।  যদিও এনিয়ে এসিপি(দুর্গাপুর) সুবীর রায়কে ফোন ও এসএমএস করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সরকারি হাউজিং কলোনিতে পুলিসকর্মী সহ অধিকাংশ সরকারি কর্মী বসবাস করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওখানে প্রায়ই চুরির ঘটনা ঘটে। সেখানে একটি ত্রিতল আবাসনের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন এএসআই সঞ্জয় আকুলি। বর্তমানে তাঁর পুরুলিয়া জেলায় পোস্টিং। তাঁর স্ত্রী সাথী আকুলি ছেলেমেয়ে নিয়ে এই ফ্ল্যাটে থাকেন। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ সাথীদেবী ফ্ল্যাটে তালা দিয়ে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। দুপুর ১টা নাগাদ তিনি ফিরে এসে দেখেন, তালা না ভেঙে দরজার ছিটকানি ভেঙে ফেলা হয়েছে। ঘরের ভিতরে ঢুকে দেখেন, দু’টি আলমারি খোলা অবস্থায় রয়েছে। আলমারিতে থাকা সোনা-রুপোর গয়না ও নগদ টাকা উধাও। বাড়ির জিনিসপত্রও লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। খবর পেয়ে পুলিস এসে আবাসন চত্বর ও কলোনি লাগোয়া বস্তি এলাকায় তল্লাশি চালায়।সাথীদেবী বলেন, আমি প্রতিদিনই ওই সময় ছেলেকে স্কুল থেকে আনতে যাই। দুষ্কৃতী দরজার তালা ভাঙেনি। ছিটকানি ভেঙে ভিতরে ঢুকেছে। দু’টি আলমারিও ভাঙেনি। চাবি দিয়েই খুলেছে। লুট হওয়া সোনা-রুপোর গয়নার সঠিক পরিমাণ বলতে পারব না। আলমারিতে থাকা নগদ ১৫ হাজার টাকা নিয়েছে। ওই এলাকাতেই আরও একটি আবাসনের ফ্ল্যাটে  চুরির ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। বিএসএনএলের অবসরপ্রাপ্ত কর্মী শিবশঙ্কর চক্রবর্তীর ফ্ল্যাটে দরজার কড়া কেটে  চুরি হয়। তিনি আবাসিকদের কাছে খবর পেয়ে ফ্ল্যাটে চুরির ঘটনা জানতে পারেন। ঘটনাস্থলে পুলিস গিয়ে তদন্ত করে।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা