দক্ষিণবঙ্গ

ঠিকানার ভুলে জামিন পেয়েও ৭ বছর ধরে বন্দি মানসিক ভারসাম্যহীন মহিলা

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: কলাইকুন্ডা এয়ার বেসের রেড জোনে ঢুকে পড়ায় গ্রেপ্তার হয়েছিলেন এক গৃহবধূ। ঘটনার এক বছরের মাথায় মেদিনীপুর আদালত থেকে গৃহবধূ জামিন পেলেও সঠিক ঠিকানা না মেলায় বেল বন্ড পাচ্ছিলেন না। এরফলে দীর্ঘ ৭ বছর ধরে তাঁকে জেলেই থাকতে হয়। অবশেষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও হ্যাম রেডিওর সহায়তায় জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরছেন ঝাড়খণ্ডের পালামৌয়ের বাসিন্দা নলিনী চৌধুরী। বহু বছর পর স্ত্রীকে ফিরে পেয়ে খুশি স্বামী লালজি চৌধুরী সহ পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, খড়গপুর থানার পুলিসের তরফে যাচাই না করেই গৃহবধূর ঠিকানা হিসেবে উত্তর প্রদেশ রাজ্যের একটি ঠিকানা লিখে দেওয়া হয়েছিল। এরফলে ওই মহিলার বাড়ির খোঁজ মিলছিল না। 
আদালত ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে ঘটনাটি ঘটেছে। সেই সময় আচমকা বাড়ি থেকে ওই গৃহবধূ নিখোঁজ হয়ে যান। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপর কোনওভাবে কলাইকুন্ডা এয়ার বেসের রেড জোনে ঢুকে পড়েন নলিনী দেবী। হাই অ্যালার্ট এলাকায় ঢুকে পড়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। খড়গপুর লোকাল থানার তরফে ৪৪৭ ইন্ডিয়ান পেনাল কোড সহ একাধিক ধারা রুজু করা হয়। কিন্তু মহিলার পরিবারের কোনও খোঁজ মেলেনি। এরপর ২০১৮ সালে আদালত গৃহবধূকে জামিন দেয় বলে জানা যায়। কিন্তু জামিন পেলেও বেল বন্ড পাওয়া নিয়ে সমস্যা দেখা দেয়। এরফলে তিনি প্রায় ৭ বছর ধরে বন্দি ছিলেন। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ গৃহবধূর সঙ্গে কথা বলেন। তাঁরা জানতে পারেন, ওই গৃহবধূর বাড়ি ঝাড়খণ্ডে। এরপর ঝাড়খণ্ড রাজ্যের প্রশাসনের মাধ্যমে খোঁজখবর করা শুরু হয়। এছাড়া হ্যাম রেডিওর মাধ্যমেও গৃহবধূর পরিবারের খোঁজ শুরু করেন স্থানীয় প্রশাসন। অবশেষে গৃহবধূর পরিবারের খোঁজ মেলে। তাঁরা গৃহবধূকে শনাক্ত করেন। এদিন জামিন মুক্ত গৃহবধূকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জেলা আইনি কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন, সঠিক ঠিকানা লেখা থাকলে ৭ বছর আগেই তিনি বাড়ি ফিরতেন। এক মাসের মধ্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সমস্যার সমাধান করল। তবে গৃহবধূকে আদালতে হাজিরা দিতে হবে। গৃহবধূর স্বামী বলেন, আমাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রী মানসিক সমস্যার জন্য নিখোঁজ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম কোনওদিন আর খোঁজ মিলবে না। পশ্চিম মেদিনীপুর জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ বলেন, গৃহবধূকে পরিবারের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে। আমরা চাইব দ্রুত এই কেসের নিষ্পত্তি হোক। 
 নলিনী চৌধুরী।-নিজস্ব চিত্র
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা