দক্ষিণবঙ্গ

হলদিবাড়ি পূর্বপাড়া নিউ প্রাথমিক বারান্দায় বসে মিড ডে মিল খায় পড়ুয়ারা

সংবাদদাতা, হলদিবাড়ি: শীত-গ্রীষ্ম-বর্ষা, ছবিটা একই রকম হলদিবাড়ি শহরের পূর্বপাড়া নিউ প্রাথমিক বিদ্যালয়ে। তীব্র গরম হোক কিংবা বৃষ্টি, স্কুলের বারান্দায় বসেই পড়ুয়াদের মিড ডে মিল খেতে হয়। ডাইনিং শেডের তৈরির জন্য প্রশাসনকে আবেদন জানানো হয়েছিল। কিন্তু, বারবার আবেদনেও সাড়া দেয়নি প্রশাসন বলেই অভিযোগ। এর জেরে শহরের এই প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের জন্য ডাইনিং শেডও তৈরি করা যায়নি। সন্তানদের বারান্দায় বসে খেতে দেখে অসন্তুষ্ট অভিভাবকরাও। তাদের মনেও ক্ষোভ দানা বেঁধেছে।
হলদিবাড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় এই স্কুলটি অবস্থিত। যেখানে বিশাল ফাঁকা মাঠে রয়েছে স্কুলটি। কিন্তু, মিড ডে মিলের খাওয়ার জন্য নেই কোনও ডাইনিং শেড। বাধ্য হয়ে কখনও স্কুল মাঠে, কখনও বারান্দায় বা ক্লাসরুমে বসে মিড ডে মিল খেতে হয় পড়ুয়াদের। প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা প্রায় ১৪১। প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯৫ জন ছাত্রছাত্রী আসে স্কুলে। প্রতিদিন বারান্দায় ও ক্লাস রুমে বসে খাবার খেতে হচ্ছে পড়ুয়াদের, এমনই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে খবর, এখনও পর্যন্ত স্কুলে ডাইনিং শেড তৈরি হয়নি, বিষয়টি নিয়ে পড়ুয়ারা বেশ অসন্তুষ্ট। এইরকম অবস্থায় স্কুল পড়ুয়াদের মিড ডে মিল খাওয়াতে নাজেহাল শিক্ষকরাও। মিড-ডে মিল খাওয়ানোর পর  বারান্দা অপরিস্কার হয়ে যাও। তারা চায়, স্কুলে দ্রুত গড়ে উঠুক মিড-ডে মিলের ডাইনিং হল।
এবিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা বিথীকা রায় বলেন, ডাইনিং শেডের জন্য স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু, কোনও কাজ করা হয়নি। হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা বলেন, বিষয়টি নজরে রয়েছে আমাদের। আশা করছি, দ্রুত সমস্যা সমাধান করা হবে। 
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা