বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

দু’বছর বন্ধ দীঘার ‘নেচার ট্রেল পার্ক’, নষ্ট হচ্ছে পরিকাঠামো

সংবাদদাতা, কাঁথি: সৈকতশহর দীঘায় পূর্ব মেদিনীপুর জেলা বনদপ্তরের উদ্যোগে গড়ে ওঠা পরিবেশ-বান্ধব ‘নেচার ট্রেল পার্ক’ আজও সর্বসাধারণের জন্য চালু হয়নি। বনদপ্তরের আধিকারিক কিংবা ভিআইপিরা এলেই দরজা খোলে পার্কের। পার্কটি চালু না হওয়ায় ক্ষুব্ধ পর্যটক থেকে শুরু করে পরিবেশপ্রেমী মানুষ সকলেই। তাছাড়া পার্কটি পুরোদমে চালু না হওয়ায় এর রক্ষণাবেক্ষণও ঠিকঠাক হচ্ছে না। পার্কের আলো, কাঠের ব্রিজ সহ নানা উপকরণ নষ্ট হয়ে যাচ্ছে। অবিলম্বে পার্কটি সাধারণের জন্য খুলে দেওয়ার জোরালো দাবি উঠেছে। তবে বনদপ্তরের সাফাই, নানা পরিকাঠামোগত সমস্যা ও  কর্মী­­-সঙ্কটের জন্য পার্কটি চালু করা যায়নি। নতুন বছরের গোড়ায় পার্কটি চালু করার সবরকম চেষ্টা চলছে।    
২০২০ সালের অক্টোবর মাসে পার্কের নির্মাণের সূচনা করেছিলেন তৎকালীন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর শুরু হয় পরিকাঠামো উন্নয়ন। বছর দুয়েক পরে পার্কটির নির্মাণ সম্পূর্ণ হয়ে যায়। নিউ দীঘায় ওশিয়ানা সৈকতের কাছে যে সিঁড়িটি সমুদ্রের দিকে গিয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে পার্কটি। সমুদ্রের পাড়েই মনোরম পরিবেশে হাওয়া গায়ে মেখে পায়ে পায়ে সবুজ প্রকৃতি দর্শন এবং তার সঙ্গে মিশে যাওয়ার সুযোগ রয়েছে এই পার্কে। সেখানে বিভিন্ন লুপ্তপ্রায় পশুপাখি ও বন্য জীবজন্তুর মডেল এবং জানা-অজানা গাছ দেখা তো বটেই, তাদের সম্পর্কে জানা ও সচেতন হওয়ার সুযোগ রয়েছে।  দেড় কিলোমিটারের রাস্তা সহ পার্কটি ঢেউসাগর পার্কের গায়ে গিয়ে শেষ হয়েছে। পার্কের মধ্যে ঝাউ সহ বিভিন্ন গাছের জঙ্গলের মাঝখান দিয়ে গিয়েছে পেভার ব্লকের রাস্তা। ঝাউবনের মধ্যেই রয়েছে লুপ্তপ্রায় বাঘরোল, শেয়াল, হরিণ, লাল কাঁকড়া, কচ্ছপ, ডলফিনের কংক্রিটের মডেল। এইসব জীবজন্তু ও বন্যপ্রাণী সম্পর্কে বোর্ডে বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে। বক সহ বিভিন্ন পাখির মডেল তুলে ধরে পাখি শিকার বা বিক্রি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। বিলুপ্তপ্রায় লাল কাঁকড়া কীভাবে সৈকতের উপকার করে, তার বর্ণনা রয়েছে। পার্কের মধ্যে ঘৃতকুমারী, ভেরেন্ডা, নয়নতারা, আকন্দ, হরিতকি প্রভৃতি ভেষজ গাছ এবং তাদের উপযোগিতা তুলে ধরা হয়েছে। হাঁটতে হাঁটতে যাতে পর্যটকরা বিশ্রাম নিতে পারেন, তারজন্য একাধিক কাঠের আসন রয়েছে। রয়েছে একাধিক সেলফি জোনও। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা