দক্ষিণবঙ্গ

মহিষাদলের রঙ্গিবসান প্যালেস সংস্কারের কাজ ফের শুরু করতে উদ্যোগী বিধায়ক 

শ্যামল সেন, হলদিয়া: বিধায়কের উদ্যোগে ফের শুরু হচ্ছে মহিষাদলের ঐতিহ্যবাহী রঙ্গিবসান প্যালেসের থমকে থাকা সংস্কারের কাজ। এর জন্য রাজ্যের হেরিটেজ কমিশন পূর্ত দপ্তরের মাধ্যমে ২ কোটি টাকা দিচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ওই কাজ শুরু হবে। মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, রঙ্গিবসান প্যালেস সংস্কারের কাজ দফায় দফায় বন্ধ হয়েছে। জমি জটিলতার জেরে টাকা আটকে গিয়েছে। ফলে, দ্বিতীয় দফায় সংস্কারের কাজ প্রায় ৮-৯ মাস বন্ধ ছিল। এবার সেই কাজ শুরু হবে বলে জানিয়েছে হেরিটেজ কমিশন। ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা জেলায় পাঠিয়েছে। আরও দেড় কোটি টাকার ফাইল প্রস্তুত হয়েছে। শীঘ্রই সেই অর্থও পূর্তদপ্তরকে দেওয়া হবে। জানা গিয়েছে, প্রায় ৭ বছর ধরে অত্যন্ত ধীর গতিতে প্যালেস সংস্কারের কাজ চলছে। কাজ চলাকালীন দু’বার ঠিকাদারও বদল হয়েছে। করোনার সময় বছর দুয়েক কাজ বন্ধ ছিল। ওই সময় একজন ঠিকাদার মাঝপথে কাজ ছেড়ে চলে যায়। এদিকে, সংস্কার বন্ধ হওয়ায় আলগা হয়ে পড়ে প্যালেসের বিভিন্ন কাঠামো। রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ে হেরিটেজ বিল্ডিংয়ের সামনের অংশ। এনিয়ে হইচই শুরু হতেই নড়েচড়ে বসে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। 
জেলা প্রশাসনের উদ্যোগে ২০২২ সালের ডিসেম্বর মাসে দ্বিতীয় দফায় রঙ্গিবসান প্যালেস সংস্কারের কাজ শুরু হয়। প্যালেসের শতাধিক বছরের পুরনো ছাদ ভেঙে নতুন ঢালাই ছাদ তৈরি হয়। ওই সংস্কারের কাজ চলে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত। এরপরই ১ কোটি ২০ লক্ষ টাকা বকেয়া থাকার কারণে ওই ঠিকাদারও কাজ ছেড়ে চলে যায়। ফের কাজ শুরু করার জন্য উদ্যোগ নেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী। প্যালেস সংক্রান্ত রাজবাড়ির জমি জটিলতা কাটিয়ে কীভাবে হেরিটেজ সংরক্ষণ করা যায় সেবিষয়ে নবান্নে গিয়ে কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন বিধায়ক। পরে রাজবাড়ির প্রতিনিধি হরপ্রসাদ গর্গের সঙ্গেও চেয়ারম্যানের আলোচনা হয়। সংস্কার শুরুর জন্য আবেদন করে বিধায়ক ও রাজবাড়ির ট্রাস্ট হেরিটেজ কমিশনকে গত ২২ আগস্ট চিঠি দেন। গত ৬ সেপ্টেম্বর কমিশনের তরফে প্যালেসের অবস্থা খতিয়ে দেখতে আসেন প্রতিনিধি দল। পরিদর্শনের সময় তাঁরা মূলত প্যালেসের স্বাস্থ্য পরীক্ষার উপর জোর দেন। প্রতিনিধি দল এবিষয়ে নবান্নে হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ২০১৫ সালের জুলাই মাস নাগাদ মহিষাদলে দু’শো বছরের বেশি প্রাচীন রঙ্গিবসান প্যালেস সংস্কারের জন্য ৬ কোটি ৩১ লক্ষ ৪৯ লক্ষ টাকা বরাদ্দ করে কেন্দ্রের সংস্কৃতিমন্ত্রক। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তত্ত্বাবধানে রাজ্য পুরাতত্ত্ব বিভাগ ২০১৭ সাল নাগাদ ওই রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু করে। রঙ্গিবসান প্যালেস ১৮০৯ সাল নাগাদ মহিষাদলের রাজা জগন্নাথ গর্গ ও রানি ইন্দ্রাণীদেবীর সময়ে তৈরি হয়েছিল। ইউরোপীয় স্থাপত্যরীতির অনুসরণে তৈরি এই রাজবাড়ি। সংস্কারের কাজ দ্বিতীয় দফায় থমকে যাওয়ার কারণ জমি জটিলতা। জানা গিয়েছে, যে জমিতে ওই হেরিটেজ প্যালেস রয়েছে, তা রাজাদের জমি। ওই প্যালেসও রাজাদের সম্পত্তি। ফলে ব্যক্তিগত জায়গায় কেন সরকারি অর্থ খরচ হবে, তা নিয়ে অডিটে প্রশ্ন ওঠে। এরপরই কমিশন সংস্কারের টাকা আটকায়। পরে বিধায়কের উদ্যোগে রাজ পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রফাসূত্র বের হয়। বিধায়কের দাবি, রাজ পরিবার ‘আন্ডারটেকিং’ দিয়ে শর্তসাপেক্ষে ওই জমিতে হেরিটেজ সংস্কারের জন্য অনুমতি দিয়েছেন। বিধায়ক বলেন, ওই প্যালেস সংস্কার হলে ওখানে হেরিটেজ হোটেল বা শিক্ষাকেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হবে। রাজ পরিবারের সদস্য শৌর্য গর্গ বলেন, হেরিটেজ বিল্ডিং সংস্কারে খুবই ঢিলেমি হচ্ছে। ঐতিহ্য বজায় রেখে দ্রুত কাজ শেষ করার দাবি জানাচ্ছি।-নিজস্ব চিত্র
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা