দক্ষিণবঙ্গ

নামী তেল কোম্পানির টিনে ভেজাল ঘি বিক্রি, ব্যবসায়ী গ্রেপ্তার ফুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: নামী ব্র্যান্ডের সরষের তেলের টিনের আড়ালে কলকাতা সহ বিভিন্ন বাজারে সরবরাহ করা হতো ভেজাল ঘি। গোপন সূত্রে সেই খবর পেয়ে, বৃহস্পতিবার ফুলিয়ার মাঠ পাড়ায় অভিযান চালায় রানাঘাট পুলিস জেলার ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি)। আর তাতেই রীতিমতো হাতেনাতে ধরা পড়ে বিষয়টি। অভিযানের পাশাপাশি ভেজাল ঘি তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ী বরুণ কুমার ঘোষকে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, নদীয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া দু’নম্বর মাঠপাড়া এলাকার ঘটনা। সেখানে দীর্ঘদিন ধরে ঘি তৈরি করে পাইকারি বাজারে বিক্রি করে বরুণ। সম্প্রতি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে খবর আসে, সেই ঘি ‘স্বাস্থ্যসম্মত’ নয়। তাই বৃহস্পতিবার ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইবি কর্তারা। আর তাতেই দেখা যায়, নামী ব্র্যান্ডের সরষের তেলের টিন ব্যবহার করে ওই কারখানার ঘি কলকাতা সহ বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করা হতো। 
এছাড়াও অভিযানে ঘিয়ের কিছু নমুনা পর্যবেক্ষণ করে তদন্তকারীদের অনুমান, সেই ঘি ভেজাল মিশ্রিত। ফলে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২৭টি নামী ব্র্যান্ডের সরষের তেলের টিন বোঝাই ঘি এবং ১১টি খালি টিন। বিষয়টি নিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি লক্ষ্মীনারায়ণ দে বলেন, আমরা খবর পেয়ে অভিযান চালিয়েছি। তাতে দেখা গিয়েছে, নামী ব্র্যান্ডেড টিন ব্যবহার করে কলকাতা সহ অন্যান্য পাইকারি বাজারে সরবরাহ করা হতো। প্রাথমিকভাবে মনে হয়েছে ঘিতেও ভেজাল থাকতে পারে। আমরা প্রচুর ঘি বোঝাই টিন বাজেয়াপ্ত করেছি। কিছু নমুনা পাঠানো হচ্ছে পরীক্ষাগারে। এছাড়াও এই ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের বাকি দিকগুলির খোঁজে চলবে। • নিজস্ব চিত্র
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা