দক্ষিণবঙ্গ

বোলপুরে নেশামুক্তি কেন্দ্রে মৃত্যু যুবকের, মারধরের অভিযোগ, ব্যাপক ভাঙচুর

সংবাদদাতা, শান্তিনিকেতন: বোলপুরের বাইপাস এলাকায় নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়াল। মৃত যুবকের নাম বিক্রম হাজরা(২৬)। তাঁর বাড়ি ইলামবাজার থানার নাচনসাহা গ্রামে। এখবর জানাজানি হতেই মৃতের পরিবার ও পরিচিতরা বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখায়। পরে ওই নেশামুক্তি কেন্দ্রে গিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে বোলপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ না হলেও পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। নেশামুক্তি কেন্দ্রের মালিক সুমন হাজরা ফোন কেটে দেওয়ায় এবিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।
বিক্রম হাজরা বেশ কয়েকমাস ধরেই ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন। সেকারণেই নভেম্বর মাসে পরিবারের তরফে তাঁকে বাইপাস এলাকার একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়। ওই নেশামুক্তি কেন্দ্রের মূল কার্যালয় পূর্ব বর্ধমানের ভেদিয়ায়। কিন্তু তারা বোলপুরেও শাখা খুলেছিল।
মৃত যুবকের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সকালে নেশামুক্তি কেন্দ্র থেকে তাঁদের ফোন করা হয়। তাঁদের জানানো হয়, বিক্রম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন। 
তাই তাঁকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। সেই খবর পেয়ে বিক্রমের পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে বিক্রমের মৃতদেহ দেখতে পান। এরপরই তাঁরা স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রেই ওই যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
পরে অভিযোগ ওঠে, এদিন সকালেই বাইপাস লাগোয়া মাঠে সংজ্ঞাহীন অবস্থায় বিক্রমকে পড়ে থাকতে দেখা যায়। তারপরই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নেশামুক্তি কেন্দ্রের সদস্যরা। এই বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতের পরিবার ও পরিচিতরা নেশামুক্তি কেন্দ্রের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। অশান্তির খবর পেয়ে বোলপুর থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত যুবকের পিসি বাসন্তী হাজরা বলেন, আমাদের বাড়ির ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই। দোষীদের শাস্তি দিতে হবে।
পুলিস ও প্রশাসনের চোখে ধুলো দিয়ে সর্বনাশা ড্রাগের রমরমা ব্যবসা চলছে। যার শিকার হচ্ছে যুবসমাজ। আর সেজন্য বোলপুর সহ সর্বত্রই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নেশামুক্তি কেন্দ্র। কিন্তু সেগুলির বৈধতার বিষয়ে কারও কাছে সঠিক তথ্য নেই। অনেক ক্ষেত্রেই এসমস্ত কেন্দ্রে রিহ্যাবে আসা যুবকদের মারধর করার অভিযোগ ওঠে। মাঝেমধ্যেই নেশামুক্তি কেন্দ্রে যুবকদের মৃত্যুর খবরও শোনা যায়।-নিজস্ব চিত্র
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা