দক্ষিণবঙ্গ

মোহনপুরে ‘জলস্বপ্ন’ প্রকল্পের অগ্রগতি দেখল জেলাপরিষদের প্রতিনিধিদল

সংবাদদাতা, বেলদা: জেলার প্রান্তিক ব্লক মোহনপুরে ‘জলস্বপ্ন’ প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখল জেলাপরিষদের বিশেষ প্রতিনিধিদল। পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স, বন ও ভূমি কর্মাধ্যক্ষ তপন প্রধান এই দলে ছিলেন। মোহনপুর বিডিও অফিসের সভাকক্ষে তাঁরা এবিষয়ে একটি বৈঠকও করেন। এদিন তাঁরা বিডিও, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার, এজেন্সি ও ব্লকের সমস্ত পঞ্চায়েতের প্রধানের সঙ্গে রিভিউ বৈঠক করেন।
ব্লকের পাঁচটি পঞ্চায়েতে ২৮৯৭৬টি বাড়িতে পানীয় জলের পাইপলাইনের কাজ সম্পূর্ণ হওয়ার কথা। জেলাপরিষদের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স বলেন, এই ব্লকে এখনও পর্যন্ত মাত্র ৮৭৯৬টি বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। বাকি প্রায় সাড়ে ১৭ হাজার জলের সংযোগ দেওয়ার কাজ যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয়, সেজন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এতে গাফিলতি হলে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি কেশিয়াড়ি ও খড়্গপুর-১ ব্লকে এনিয়ে বৈঠক করেছিলেন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। তিনি জেলাজুড়ে সমস্ত ব্লকে এনিয়ে রিভিউ বৈঠক করার কথা বলেন। বৃহস্পতিবার মোহনপুর ব্লকে রিভিউ বৈঠকের পর এই প্রতিনিধিদল স্থানীয় বাগদা গ্রামীণ হাসপাতালে পরিকাঠামো খতিয়ে দেখতে যায়। তাঁরা হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা