দক্ষিণবঙ্গ

সিল করা কন্টেনার থেকে উদ্ধার ২৫ গোরু, গ্রেপ্তার ৩

সংবাদদাতা, বেলদা: কন্টেনারের ভেতরে পাচার হচ্ছিল গোরু। বাংলা ওড়িশা সীমানা সোনাকোনিয়ায় পুলিসের নাকা এড়িয়ে পালানোর চেষ্টা করছিল সেই গোরু বোঝাই কন্টেনারটি। পিছু ধাওয়া করে সেটিকে আটকায় দাঁতন থানার পুলিস। উদ্ধার হয় ২৫টি গোরু। গ্রেপ্তার করা হয় তিনজনকে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে দাঁতন থানার সোনাকোনিয়াতে নাকা চেকিংয়ের সময়ে একটি কন্টেইনার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাতেই সন্দেহ হয় কর্তব্যরত পুলিসের। তারা পিছু ধাওয়া করে প্রায় তিন কিলোমিটার দূরে মির্জাপুরের কাছে আটকায় কন্টেনারটি। বাইরে থেকে এমনভাবে সিল করা ছিল যে, কন্টেনারটির ভেতরে কী রয়েছে তা বোঝা মুশকিল। তল্লাশি চালিয়ে দেখা যায় কন্টেনারের ওপরের ছাদ খোলা। আর কন্টেনারটির ভেতরে ওপর নীচ দু’টি থাকে রাখা হয়েছে গোরুগুলোকে। কন্টেনারের ভেতর থেকে ২৫টি গরু উদ্ধার হয়। ঘটনায় চালক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতেরা হল শেখ শেহনত আলি (৩৪), বাড়ি উলুবেড়িয়া থানার ময়রা পাড়া। শেখ কালো (৩৭), বাড়ি উলুবেরিয়ার ফতেপুর এলাকায় ও চালকের নাম মোহাম্মদ আক্রম (৪০), বাড়ি উত্তরপ্রদেশের মুজফফর নগর জেলার শেরপুর এলাকায়। পুলিস জানাচ্ছে ওড়িশার দিক থেকে এই কন্টেনারটি কলকাতার দিকে যাচ্ছিল। গোরুগুলি কোথায় কীভাবে পাচার হচ্ছিল তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালাতে আজ অর্থাৎ শুক্রবার দাঁতন আদালতে পেশ করবে পুলিস। বাজেয়াপ্ত হওয়া গোরুগুলিকে ওড়িশার বালেশ্বরে একটি গোশালায় জমা করা হয়েছে।-নিজস্ব চিত্র
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা