কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। যোগাযোগ রক্ষা করে চললে কর্মলাভের সম্ভাবনা। ব্যবসা শুরু করলে ভালোই হবে। উচ্চতর ... বিশদ
ওয়াশিংটনের আপত্তি আঁচ করে এই চুক্তির পর থেকে আমেরিকাকে ভারত বুঝিয়ে আসছে, এটা বড় কোনও ব্যাপার নয়। তাছাড়া, ভারত যেভাবে উত্তরোত্তর মার্কিন প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বাড়িয়ে চলেছে, তার উপরও এই চুক্তির কোনও প্রভাব পড়বে না। বৃহস্পতিবার মার্কিন বিদেশ দপ্তরের প্রবীণ এক কর্তা দিল্লির উভয় যুক্তিই খারিজ করে দিয়েছেন। তাঁর কথায়, ‘আমি এই যুক্তি মানছি না। কাটসার নিষেধাজ্ঞার ক্ষেত্রে এস-৪০০ প্রভাব ফেলবে। উচ্চপর্যায়ের প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রেও বাধা হতে পারে এই চুক্তি।’ রাশিয়ার থেকে প্রতিরক্ষা সামগ্রী কেনা রুখতে কাটসা পাশ করেছে মার্কিন কংগ্রেস। এই আইন প্রয়োগ করে যে কোনও দেশের বিরুদ্ধে প্রতিরক্ষা নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা। মার্কিন প্রশাসনের ওই কর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়া এখনও তাদের আগ্রাসন জারি রেখেছে। এই অবস্থায় রাশিয়ার থেকে ভারত প্রতিরক্ষা সামগ্রী কিনলে ভুল বার্তা পৌঁছবে।