নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোগ্যপণ্যের ব্যবসাকে এক লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখল আইটিসি লিমিটেড। শুক্রবার সংস্থার বার্ষিক সাধারণ সভার পর চেয়ারম্যান সঞ্জীব পুরি বলেন, সিগারেটের বাইরে ভোগ্যপণ্যের ব্যবসা আমরা আট গুণ বাড়াতে চাইছি। এখন সেই ব্যবসার অঙ্ক ১২ হাজার কোটি টাকা। গত বছর আইটিসি মোট ৫০টি নতুন পণ্য এনেছিল বাজারে। সেই প্রচেষ্টা বজায় থাকবে বলে জানান চেয়ারম্যান। বলেন, আমরা যেমন নতুন পণ্য আনব, তেমনই বাজার চলতি কোনও ভালো ব্র্যান্ড কেনার হলে, সেই পথেও হাঁটব। নতুন ভোগ্যপণ্যগুলি থেকে ২৫ শতাংশ ব্যবসা আসছে বলে দাবি করেছেন চেয়ারম্যান। তিনি বলেন, আমরা বেশ কয়েকটি ব্র্যান্ডে ভারতে প্রথম স্থান দখলে রেখেছি। সেই তালিকায় আছে আশীর্বাদ আটা, প্রিমিয়াম ক্রিম বিস্কুট, চিপসের মতো কয়েকটি পণ্য। পাশাপাশি যেগুলিতে দুই বা তিন নম্বরে আছে আইটিসি, সেগুলিকেও শীর্ষস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাবে সংস্থা।
চেয়ারম্যান জানান, যে সব জায়গায় মানুষ বেশি সংখ্যায় যায়, সেখানে স্টোর খুলবে আইটিসি। তবে সেখানে বিক্রিবাটাকে যতটা গুরুত্ব দেওয়া হবে, তার চেয়ে বেশি করে প্রদর্শনীতে জোর দেওয়া হয়। পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার যে পরিকাঠামো তৈরি হয়ে রয়েছে, তার সঙ্গে কোনও দ্বন্দ্বের পথে না হেঁটেই ওই স্টোর খুলবে আইটিসি। তবে কোথায় ক’টি স্টোর খোলা হবে, সেই বিষয়ে জানাননি চেয়ারম্যান। পাশাপাশি স্টার্ট আপে বিনিয়োগ করার লক্ষ্যেও আছে আইটিসি, জানিয়েছেন তিনি।