কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
কেন্দ্রীয় বাজেটে পেট্রল-ডিজেলের ‘এক্সাইজ ডিউটি’ এবং ‘রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস’-এর প্রস্তাব করা হয়েছিল। তার উপরে অন্যান্য কর মিলিয়ে ডিজেলের দাম শহরে ২ টাকা ৩৬ পয়সা বেড়েছে বলে জানিয়েছেন ‘ওয়েস্ট বেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি তুষারকান্তি সেন। হঠাৎ করে ডিজেলের মূল্যবৃদ্ধিতে সুর চড়াতে শুরু করেছেন বাস মালিকরা।
জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের সিদ্ধান্তের জেরে শহরে ডিজেলের দাম এক লাফে ২ টাকা ৩৬ পয়সা পেড়ে গেল। এবার একই ভাড়ায় বাস চলবে কী করে? আমরা আজ, সোমবারই নবান্ন এবং পরিবহণ ভবনে চিঠি দেব। আমাদের দাবি দু’টি। হয় ডিজেলের দাম কমানো হোক, না হয় ভাড়া বাড়ানো হোক। ডিজেলের দাম কমাতে রাজ্য যাতে কেন্দ্রের উপরে চাপ তৈরি করে, তার আর্জির পাশাপাশি ভাড়া বৃদ্ধির দাবি করা হবে চিঠিতে। এছাড়া, আগামী ১০ জুলাই বাস মালিকদের একাধিক সংগঠনের নেতারা বৈঠকে বসছেন। সেখান থেকে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, আমরা মঙ্গলবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিচ্ছি। কেন্দ্রকে দেওয়া চিঠিতে জ্বালানিকে জিএসটির অধীনে আনা, ডিজেলের মূল্য কমানোর দাবি করা হবে। রাজ্যের কাছে ভাড়া বৃদ্ধির দাবি তোলা হবে। মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বোস বলেন, চলতি সপ্তাহেই আমরা ভাড়া বৃদ্ধির দাবিতে রাজ্যকে চিঠি দেব। ১০ জুলাই বৈঠকও রয়েছে। সেখানেই পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। জ্বালানিকে জিএসটির অধীনে আনা হলে, তার দাম কমবে। তাতে আমাদের যেমন সুবিধা, তেমনই সাধারণ মানুষেরও পকেটে কম চাপ পড়বে।
এদিকে, ডিজেলের দাম বৃদ্ধিতে ট্যাক্সির ভাড়া বাড়ানোর দাবি তুলতে গত শনিবার একাধিক সংগঠন নিজেদের মধ্যে বৈঠক করেছে। আজ, একাধিক ট্যাক্সি ও বাস সংগঠনের বৈঠক রয়েছে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, বর্তমানে প্রথম দু’কিলোমিটারের ভাড়া ৩০ টাকা। এটা ৪০ টাকা করার দাবি করছি। আজ, বাস-ট্যাক্সির একাধিক সংগঠনের বৈঠক হবে। সেখান থেকে আগামী দিনের কর্মসূচি নেওয়া হবে। যেভাবে ডিজেলের দাম বেড়েছে, তাতে ভাড়া বৃদ্ধি করা ছাড়া আর কোনও রাস্তা নেই।