Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

বড়শুল ও খানপুরে বাস আটকে মারধর, ভাঙচুর 

বিএনএ, বর্ধমান: ২১ জুলাই উপলক্ষে কলকাতায় যাওয়ার সময় বিজেপির হাতে আক্রান্ত হলেন জামালপুরের তৃণমূল কংগ্রেস কর্মীরা। হুগলি-বর্ধমান জেলার সীমান্ত খানপুর এলাকায় জামালপুরের তৃণমূলকর্মীদের বাস আটকে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাসে ভাঙচুর চালানোর পাশাপাশি, তৃণমূলকর্মীদের মারধরও করা হয়। এর প্রতিবাদে জামালপুরের মাধবপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা। অন্যদিকে, শক্তিগড়ের বড়শুলেও তৃণমূলকর্মীদের বাস আটকানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি নেতৃত্বের দাবি, এটা তৃণমূলেরই গোষ্ঠীকোন্দলের ফল। বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। অন্যদিকে, ২১ জুলাই উপলক্ষে রবিবার বেশিরভাগ বেসরকারি বাস এবং সরকারি বাসও তুলে নেওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বাসের ঘাটতির জন্য এদিন বর্ধমান শহরের আলিশা বাসস্ট্যান্ড থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের অগ্রিম টিকিট বুকিং দেওয়া হয়নি। বাস স্ট্যান্ডে ঢোকার পরই টিকিট দেওয়া হয়েছে।
অন্যান্য জায়গার মতো এদিন সকালেই জামালপুরের তৃণমূলকর্মীরাও বাসে করে কলকাতার উদ্দেশে বের হয়েছিলেন। অভিযোগ, হুগলি-বর্ধমান সীমান্ত খানপুর এলাকা বিজেপির প্রায় ৪০-৪৫ জন লোক বাস ঘিরে ধরে। তারা প্রথমে দূর থেকে ইঁট ও পাথর ছুঁড়ে বাসের কাচ ভাঙচুর করে। তারপর বাস থামিয়ে তৃণমূলকর্মীদের মারধর করে পালিয়ে যায়। এই খবর জামালপুরে এসে পৌঁছাতেই মাধবপুর এলাকায় তৃণমূলকর্মীরা রাস্তার অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না হলে অবরোধ চলবে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতে শক্তিগড়ের বড়শুলে কয়েকজন বিজেপিকর্মী তৃণমূলকর্মীদের বাস আটকে বিক্ষোভ দেখায়। তৃণমূলকর্মীদের উ঩দ্দেশ করে গালাগাল দেওয়া হয় বলেও অভিযোগ। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাঁকুড়ার ওন্দার সভা থেকে তৃণমূলকর্মীদের বাস আটকানোর নিদান দিয়েছেন। সেই উস্কানিতেই বিজেপির লোকজন এই হামলা করেছে।
এদিকে, ২১ জুলাই উপলক্ষে এদিন বর্ধমান শহর ছিল কার্যত শুনশান। শহরের বহু দোকানপাটও বন্ধ ছিল। বিভিন্ন রুট থেকে বহু বাস তুলে নেওয়ায় বর্ধমানের আলিশা ও নবাবহাট বাসস্ট্যান্ডও ছিল কার্যত ফাঁকা। এদিন সকালে বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেল, বেশ কয়েকজন যাত্রী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে কলকাতায় যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। টিকিট কাউন্টার থেকে তখনও টিকিট মেলেনি। বলা হয়েছে, বাস ঢুকলে টিকিট দেওয়া হবে। কাউন্টারে গিয়ে বিকালের বাসের অগ্রিম টিকিট বুকিং চাইলে বলা হয়, আজ বাসের ঘাটতি আছে। কোনও অগ্রিম টিকিট বুকিং দেওয়া যাবে না। সোমবার থেকে আবার অগ্রিম টিকিট মিলবে। ফলে, অনেকেই হয়রানের শিকার হন। অন্যদিকে, এদিন বর্ধমান শহরে জেলা কংগ্রেসের অফিসের সামনে ২১ শে জুলাই উপলক্ষে শহিদ স্মরণের একটি সভার আলোচনা করা হয়েছিল। সেখানে পূর্ব বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি আভাস ভট্টাচার্য, কার্যকরী সভাপতি কাশীনাথ গঙ্গোপাধ্যায় সহ অনেকেই উপস্থিত ছিলেন।
২১ জুলাই উপলক্ষে হাজার হাজার তৃণমূলকর্মী বাসে, ম্যাটাডোরে, গাড়িতে করে জাতীয় সড়ক হয়ে কলকাতায় গিয়েছেন। তাই জাতীয় সড়কের ধারে জেলা তৃণমূলের পক্ষ থেকে ক্যাম্প করা হয়েছিল। যাতে কর্মীদের কোনও অসুবিধা না হয়। এক একজন জেলা নেতা এক একটি ক্যা঩ম্পের দায়িত্বে ছিলেন। এদিন বিকালের দিকে শক্তিগড়ে তৃণমূলকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিন জেলার তৃণমূলকর্মীরা বাড়ি ফেরার সময় এখানে দাঁড়িয়ে টিফিন সেরেছেন, আবার বাড়ির সদস্যদের জন্য শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচাও প্যাকেটবন্দি করে নিয়ে গিয়েছেন। সঙ্গে বর্ধমানের সীতাভোগ-মিহিদানাও।
হামলার ব্যাপারে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত বলেন, এদিন খানপুরে বিজেপির লোকজন পরিকল্পিতভাবেই জামালপুরের কর্মীদের উপর হামলা করেছে। আগে থেকে প্রস্তুত হয়ে তারা রাস্তার ধারে দাঁড়িয়েছিল। আমরা পুলিসকে বলেছি, যেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এলাকায় অশান্তি ছড়ানোর জন্যই বিজেপি এই হামলা করেছে। এদিকে, বাস তুলে নেওয়ার ব্যাপারে উত্তমবাবু বলেন, অনান্য বছর দু’দিন আগে থেকে বাস নেওয়া হয়। এবার আগেরদিন আমরা বাস ভাড়া নিয়েছি। ২১ জুলাই রবিবার পড়েছিল। ফলে, নিত্যযাত্রী, চাকুরিজীবী, ছাত্রছাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি। সাধারণ মানুষের যাতায়াতের জন্য বিভিন্ন রুটে কিছু করে বাস রাখাও হয়েছে। ফলে, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।
হামলার ব্যাপারে বর্ধমানের বিজেপির জেলা সম্পাদক জয়দীপ চট্টোপাধ্যায় বলেন, অন্য রাজনৈতিক দলের কর্মীদের উপর হামলা কিংম্বা তাদের বাস আটকানোর রাজনীতি বিজেপি করে না। আপনারা খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জন্যই ওই হামলা ও বাস আটকানোর ঘটনা ঘটেছে। এর সঙ্গে আমাদের বিজেপির কোনও সম্পর্ক নেই। অযথা আমাদের নাম জড়ানো হচ্ছে। 
তাহেরপুরে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গৃহশিক্ষিকার স্বামীকে মারধর 

সংবাদদাতা, রানাঘাট: নদীয়ার তাহেরপুরে নাবালিকাকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল এক গৃহশিক্ষিকার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তকে বেধড়ক মারধর করে নাবালিকার পরিবারের লোকজন ও তার প্রতিবেশীরা।  বিশদ

বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে নামকরণের সিদ্ধান্ত
বর্ধমান স্টেশনের নাম বদলের প্রস্তাব, জেলায় তীব্র প্রতিক্রিয়া 

সংবাদদাতা, বর্ধমান: খুব শীঘ্রই বদলে যেতে চলেছে বর্ধমান স্টেশনের নাম। শনিবার কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী বর্ধমান স্টেশনকে বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে করার কথা জানান। ওই বিপ্লবীর ৫৫তম প্রয়াণ দিবসে পাটনার জক্কনপুরে বিপ্লবী কন্যা ভারতী দত্ত বাগচিকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় স্বরাস্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।  বিশদ

মুরারইয়ে বাম ছেড়ে বিজেপিতে একাধিক নেতা-কর্মী 

সংবাদদাতা, রামপুরহাট: মুরারই-২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা সিপিএমের এরিয়া কমিটির সদস্য আলি রেজা মণ্ডল ও ফরওয়ার্ড ব্লকের মুরারই-২ ব্লক কৃষকসভার চেয়ারম্যান আতিউল্লা শেখ সহ তাঁদের অনুগামীরা গেরুয়া শিবিরে যোগ দিলেন।  বিশদ

শিল্পের দাবিতে ফের শিবপুরে জমিহারা কৃষক সংগ্রাম কমিটির মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ 

সংবাদদাতা, শান্তিনিকেতন: শিল্পের জন্য অধিগৃহীত জমিতে শিল্পই করতে হবে। ফের এই দাবি তুলে সরব হলেন বোলপুরের শিবপুর মৌজার অনিচ্ছুক জমিদাতা কৃষকরা। রবিবার শিবতলায় তিনমাথা মোড়ে মঞ্চ বানিয়ে শিবপুর জমিহারা কৃষক সংগ্রাম কমিটি অবস্থানে বসে।  বিশদ

২১ জুলাইয়ে বীরভূমে বাস পরিষেবা প্রায় স্বাভাবিক, তবে যাত্রী কম 

বাংলা নিউজ এজেন্সি: রবিবার কলকাতায় তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান থাকলেও বীরভূম জেলাজুড়ে বাস পরিষেবা প্রায় স্বাভাবিকই ছিল। তবে বাসগুলিতে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম ছিল। এদিন তৃণমূলের কত লোক কলকাতায় গেলেন, কীভাবে গেলেন, তা নিয়ে সকাল থেকেই জেলার রাজনৈতিক মহলে চর্চা চলেছে।   বিশদ

সিএলডব্লুর সিনিয়র ইঞ্জিনিয়ারের কোয়ার্টারে ভয়াবহ চুরি, এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

বিএনএ, আসানসোল: শনিবার রাতে চিত্তরঞ্জনে সিএলডাব্লুর সিনিয়র ইঞ্জিনিয়ারের কোয়ার্টারে ভয়াবহ চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। মাত্র কয়েকঘণ্টা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কোয়ার্টারের পিছনে দু’টি দরজা ভেঙে আলমারি থেকে ১০০গ্রাম সোনা, ৫০ভরি রুপোর অলঙ্কার এবং নগদ ২৫হাজার টাকা চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।  বিশদ

ওন্দায় তৃণমূলের বাস আটকাল বিজেপি, পুলিসের সঙ্গেও বচসা 

অরূপ ভট্টাচার্য ও উজ্জ্বল পাল, বিএনএ, বাঁকুড়া ও সংবাদদাতা, বিষ্ণুপুর: ওন্দার জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দেওয়া নিদান মেনে শনিবার রাতে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় কলকাতামুখী তৃণমূল সমর্থকদের বাস আটকে ভাঙচুর চালাল বিজেপি কর্মীরা।  বিশদ

ধর্মতলাগামী বাস লক্ষ্য করে বোমা, তৃণমূলের
পার্টি অফিসে ভাঙচুর, অভিযুক্ত বিজেপি 

বিএনএ, তমলুক: ধর্মতলামুখী শহিদ সমাবেশে যাওয়ার সময় পটাশপুরের নৈপুরে তৃণমূল কর্মীদের বাস লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।   বিশদ

ইভটিজিং রুখতে তেহট্ট, পলাশীপাড়া থানার
সমস্ত হাইস্কুলে সিভিক ভলান্টিয়ার মোতায়েন 

সৌরভ ভট্টাচার্য, তেহট্ট, সংবাদদাতা: তেহট্ট ও পলাশীপাড়া থানার সমস্ত হাইস্কুলের সামনে ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিসের উদ্যোগে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হল। এর ফলে স্কুলে নিরাপত্তা বাড়বে বলে দাবি পুলিসের।  বিশদ

২১ জুলাইয়ের চেনা চিত্র ধরা পড়ল না পশ্চিম
মেদিনীপুরে, প্রায় স্বাভাবিক বাস চলাচল 

বিএনএ, মেদিনীপুর: ২১ জুলাইয়ের চেনা চিত্র এবার পশ্চিম মেদিনীপুর জেলায় ধরা পড়েনি। রবিবার সকাল থেকে মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ডে বাস ধরার জন্য যাত্রীদের অপেক্ষা করতে হয়নি। বাসস্ট্যান্ডে বাস চলাচল ছিল স্বাভাবিক।   বিশদ

লালগোলায় মাদক দ্রব্য সহ ধৃত ১ 

সংবাদদাতা, লালগোলা: শনিবার রাতে লালগোলা থানার ফকিরপাড়া থেকে চার লিটার তরল কোডাইন সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম ইরফান শেখ। বাড়ি লালগোলা থানার তেঁতুলিয়া গ্রামে।   বিশদ

আরামবাগে তৃণমূল-বিজেপির মধ্যে
সংঘর্ষ, জখম ৫, বিক্ষোভ বিজেপির 

সুদেব দাস, আরামবাগ, বিএনএ: শনিবার রাতে আরামবাগে বিজেপি-তৃণমূল সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় উভয়পক্ষের পাঁচজন জখম হয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ওইদিন রাতে বিজেপি কর্মীরা তাদের উপর আক্রমণ করে।  বিশদ

কাঁথি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র বিক্ষোভ, উত্তেজনা 

সংবাদদাতা, কাঁথি: রোগী মৃত্যুকে কেন্দ্র করে রবিবার কাঁথি মহকুমা হাসপাতালে বিক্ষোভের ঘটনায় উত্তেজনা ছড়ায়। এদিন কাঁথি থানার পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় রোগীর বাড়ির লোকজন সুপারের কাছে অভিযোগ জমা দিয়েছেন।  বিশদ

রানাঘাটে নাকাচেকিংয়ে উদ্ধার ৫৫ বস্তা সীসা 

সংবাদদাতা, রানাঘাট: রানাঘাটে জাতীয় সড়কে পুলিসের নাকা চেকিং চলার সময় একটি বেসরকারি বাসের ছাদ থেকে উদ্ধার হল সীসা বোঝাই ৫৫টি বস্তা। শহিদ দিবসের আগে শনিবার রাতে রানাঘাটের মিশনগেট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিসের নাকা চেকিং চলছিল।   বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের বাংলা-বিহার সীমান্তে অবস্থিত কয়েকটি গ্রাম এবারও বর্ষা আসতেই বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গিয়েছে। ফলে প্রতিবারের মতো ...

 ওয়াশিংটন, ২১ জুলাই (পিটিআই): ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে আসার পর থেকেই ক্রমশ ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল ওয়াশিংটনের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান কঠোর পদক্ষেপ নিচ্ছে না, মূলত এই অভিযোগে তাদের সামরিক সাহায্য করাও বন্ধ করে দেয় আমেরিকা। ...

কলম্বো, ২১ জুলাই: বিশ্বকাপের ফাইনালে ওভার থ্রোয়ে আম্পায়ার কুমার ধর্মসেনার ৬ রান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। তবে অবশেষে নিজের ভুল স্বীকার করলেন ধর্মসেনা। ঘনিষ্ঠ মহলে শ্রীলঙ্কার আম্পায়ারটি জানিয়েছেন, ‘ওই ওভার থ্রো-তে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল না। ...

সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: এবার ‘বুথে চলো’। ২০২১-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথস্তর থেকে সংগঠন ঢেলে সাজার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ডাক দিয়েই ক্ষান্ত হননি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৪: সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের জন্ম
১৮৪৭: সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম
১৯১৮: ভারতের প্রথম যুদ্ধবিমানের পাইলট ইন্দ্রলাল রায়ের মৃত্যু প্রথম বিশ্বযুদ্ধে
১৯২৩: সঙ্গীতশিল্পী মুকেশের জন্ম
১৯৪৮: চিত্রশিল্পী হেমেন্দ্র মজুমদারের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৭.৯৫ টাকা ৬৯.৬৪ টাকা
পাউন্ড ৮৪.৭৭ টাকা ৮৭.৯২ টাকা
ইউরো ৭৬.১০ টাকা ৭৯.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
20th  July, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৫,৫২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৩,৭০৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৪,২১০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
21st  July, 2019

দিন পঞ্জিকা

৫ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ২০১৯, সোমবার, পঞ্চমী ২২/২২ দিবা ২/৪। পূর্বভাদ্রপদ ১৩/১৩ দিবা ১০/২৪। সূ উ ৫/৭/১৮, অ ৬/১৮/৩৬, অমৃতযোগ দিবা ৬/৫৩ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১/২ মধ্যে। রাত্রি ৭/১ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/২১ গতে ২/১৪ মধ্যে, বারবেলা ৬/৪৬ গতে ৮/২৫ মধ্যে পুনঃ ৩/১ গতে ৪/৪০ মধ্যে, কালরাত্রি ১০/২২ গতে ১১/৪৩ মধ্যে। 
৫ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ২০১৯, সোমবার, পঞ্চমী ১৪/২০/৫৯ দিবা ১০/৫০/২১। পূর্বভাদ্রপদনক্ষত্র ৮/২৮/৩৩ দিবা ৮/২৯/২২, সূ উ ৫/৫/৫৭, অ ৬/২১/৩৯, অমৃতযোগ দিবা ৬/৫৬ মধ্যে ও ১০/২৪ গতে ১/০ মধ্যে এবং রাত্রি ৬/৫৬ গতে ৯/৮ মধ্যে ও ১১/২০ গতে ২/১৬ মধ্যে, বারবেলা ৩/২/৪৩ গতে ৪/৪২/১১ মধ্যে, কালবেলা ৬/৪৫/২৫ গতে ৮/২৪/৫২ মধ্যে, কালরাত্রি ১০/২৩/১৬ গতে ১১/৪৩/৪৮ মধ্যে। 
১৮ জেল্কদ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে পারেন। বৃষ: বিবাহের সম্ভাবনা আছে। মিথুন: ব্যবসায় ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৪: সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের জন্ম১৮৪৭: সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম১৯১৮: ভারতের ...বিশদ

07:03:20 PM

  সল্টলেকের বিএসএনএল-এর অফিসে আগুন
সল্টলেকের ১৩ নম্বর ট্যাঙ্কের বিএসএন এল-এর নোভাল সেন্টারে আগুন লেগেছে। ...বিশদ

09:50:50 PM

বরানগর জুট মিলে আগুন, অকুস্থলে দমকলের ৪টি ইঞ্জিন 

07:18:32 PM

কালিকাপুরে সোনার গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার পরিচারিকা 

06:20:00 PM

মহেশতলায় দুটি গাড়ির সংঘর্ষ, আহত ৬ 
অটো এবং ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ছ’জন। জানা গিয়েছে, ...বিশদ

06:18:00 PM