উত্তরবঙ্গ

পরীক্ষা শেষের পরও ঘাটতি মেটাতে পড়ুয়াদের বিশেষ ক্লাস জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পরীক্ষা শেষের পরও ঘাটতি মেটাতে পড়ুয়াদের জন্য সাতদিনের বিশেষ ক্লাস। এমনই নজিরবিহীন উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়। এই স্কুলের পড়ুয়ার সংখ্যা ১৩০৬ জন। যা উত্তরবঙ্গে তো বটেই, গোটা রাজ্যে সরকারি প্রাথমিক স্কুল হিসেবে সম্ভবত সবচেয়ে বেশি। সরকারি নিয়ম অনুযায়ী, প্রাক প্রাথমিকে লটারির মাধ্যমে এই স্কুলে একশো পড়ুয়া ভর্তি নেওয়া হবে এবার। ফর্ম দেওয়া শুরু হবে ১৬ ডিসেম্বর। তিনদিন ফর্ম বিলি হবে। ১৯-২০ ডিসেম্বর ফর্ম জমা নেওয়া হবে। লটারি হবে ২০ তারিখ।
স্কুলের প্রধান শিক্ষক অরূপ দে বলেন, বার্ষিক পরীক্ষা হয়ে গিয়েছে। তাদের খাতা দেখা চলছে। যেসব ছাত্রীর কোনও বিষয়ে ঘাটতি রয়েছে বলে শিক্ষিকারা মনে করছেন, তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলা হচ্ছে। ওইসব পড়ুয়াদের জন্য সাতদিনের রিভিশন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে ওই বিশেষ ক্লাস।
জলপাইগুড়িতে সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ভর্তির জন্য বরাবর চাপ থাকে বেশি। কিন্তু শুধু বেশি সংখ্যক ছাত্রী ভর্তি নিয়েই নিজেদের দায়িত্ব সারতে নারাজ এই স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষকের কথায়, ধরাবাঁধা ক্লাসের বাইরেও নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা ছাত্রীদের প্রাথমিকের গণ্ডি পার করানোর চেষ্টা করে চলেছি।
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা