উত্তরবঙ্গ

দেবের সিনেমায় গান গেয়ে চর্চায় ধূপগুড়ির হিমশ্রী

উজ্জ্বল রায়, ধূপগুড়ি: প্রান্তিক ধূপগুড়ি থেকে টলিউডে এন্ট্রি! 
উত্তরের প্রতিভা যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে পারে, সেই উদাহরণ দেবের ‘খাদান’ সিনেমা। ২০ ডিসেম্বর বড় মুক্তি পাচ্ছে এই বাংলা ছবি। তাতেই গান গেয়েছেন ধূপগুড়ির তরুণী হিমশ্রী সাহা। দিন কয়েক আগে শিলিগুড়িতে সিনেমার প্রচারে এসে খোদ দেবই ভরা মঞ্চে এই  শিল্পীর সঙ্গে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তারপর থেকে চর্চায় এই নতুন প্রতিভা। বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমার ‘বাপ এসেছে’ গানটি। আর সেটাতেই র‌্যাপ পার্ট গেয়েছেন হিমশ্রী। ‘হায় রে বিয়ে হল না’-এই গানেও শোনা যাচ্ছে ধূপগুড়ির এই তরুণীর গলা। 
ধূপগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ার মেয়ে হিমশ্রী। পাড়ার মেয়ে টলিউডে গেয়েছে শুনে আপ্লুত সকলেই। বন্ধুবান্ধবও বেজায় খুশি। চলতি সপ্তাহে বুধবার শিলিগুড়িতে ‘টিম খাদান’ নিয়ে প্রচারে আসেন দেব। সেখানে মঞ্চে হাজির ছিলেন হিমশ্রী। দেব তাঁকে ডেকে পরিচয় করিয়ে দেন। সেসব যেন নিজের স্বপ্নকে যাপন করা, টেলিফোনে বর্তমান-কে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন শিল্পী। এই সিনেমায় বাপ এসেছে গানটি তিনদিনে ইউটিউবে সাড়ে সাত লক্ষ ভিউজ পেয়েছে। 
তবে দেবের সিনেমায় গান গাওয়ার পথ কি সুগম ছিল! মোটেই না। হিমশ্রীর বাবা হিমাদ্রী সাহা ছিলেন ধূপগুড়ির একজন ব্যবসায়ী। কোভিডের সেকেন্ড ওয়েভে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তিনি প্রাণ হারান। তারপর সংসারে শুরু হয় অভাব অনটন। হিমশ্রীর দিদি হৈমন্তি ধূপগুড়ির একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। সেই টাকায় কোনওমতে সংসার চলত। তারপরও গানকে ভোলেননি হিমশ্রী। বুকে একরাশ আশা নিয়ে সঙ্গীতে মাস্টার্স করতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানকার একটি স্টুডিওতেই মিউজিক নিয়ে কাজ শুরু তাঁর। সেই কাজের মাধ্যমেই টলিউডের নজরে পড়েন তিনি। ফোনে বর্তমান-কে হিমশ্রী বলেন, নিউ ব্লাড স্টুডিওতে কাজের সুযোগ না পেলে হয়তো এত বড় সিনেমায় কাজের অফার পেতাম না। সেদিন শিলিগুড়ির মঞ্চে দেবদা সহ অন্য বড় শিল্পীদের সঙ্গে একমঞ্চে ঠাঁই পেয়েছি। সেটাও আমার কাছে স্বপ্নকে যাপন করার মতোই ছিল। গানকে সঙ্গী করেই অনেক পথ এগিয়ে যেতে চাই। প্রান্তিক এলাকার আরও তো প্রতিভা রয়েছে? হিমশ্রীর জবাব, সব প্রতিভা উঠে আসুক। ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মকর্তারা সেই প্রতিভা তুলে নিয়ে আসতে উদ্যোগী হোক। 
(শিলিগুড়িতে ছবির প্রচারে দেবের সঙ্গে হিমশ্রী। ছবি: স্যান্ডি আচার্য।)
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা