রাজ্য

আবাস: আমতা ২ নম্বর ব্লকে থলিয়া পঞ্চায়েতে উত্তেজনা

সংবাদদাতা, উলুবেড়িয়া: আবাস যোজনার তালিকা নিয়ে বিশেষ গ্রামসভায় উত্তেজনা ছড়াল আমতা ২ নং ব্লকের থলিয়া পঞ্চায়েতে। অভিযোগ, তালিকায় নাম না থাকা উপভোক্তারা বৃহস্পতিবার বিকেলে গ্রামসভায় বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের জেরে প্রশাসনিক কর্তারা পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে যান। পঞ্চায়েতের গেট বন্ধ করে দেওয়া হয়। যদিও বিক্ষোভ মিটে যাওয়ার পর গ্রামসভা সম্পন্ন হয়। জানা গিয়েছে, ২০২২ সালের আবাস যোজনার সমীক্ষার ভিত্তিতে একটি তালিকা প্রকাশ হয়েছিল। সম্প্রতি রাজ্য সরকার সেই আবাস যোজনার তালিকা পুনরায় সমীক্ষার নির্দেশ দেয়। সমীক্ষার পর নতুন তালিকা প্রকাশিতও হয়েছে। যদিও রাজ্য সরকার সেই তালিকায় স্বচ্ছতা আনতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ গ্রামসভার নির্দেশ দেয়। সেইমতো রাজ্যজুড়ে ৪ ও ৫ ডিসেম্বর বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে আমতা ২ নং ব্লকের থলিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এই  বিশেষ সভার আয়োজন করা হয়। সূত্রের খবর, গ্রামসভায় উপভোক্তাদের হাতে লেখা একটি তালিকা দেখানো হয়। দেখা যায়, ২০২২ সালের তালিকায় তাঁদের নাম থাকলেও নতুন তালিকায় নাম নেই। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তালিকায় নাম না থাকা উপভোক্তারা। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, অনেকের পাকা বাড়ি থাকলেও নতুন তালিকায় নাম আছে, অথচ যাঁদের মাটির বাড়ি টালির চাল, তাঁদের নাম নেই। হাতে লেখা তালিকা নয়, বিডিও অফিস থেকে যে তালিকা করা হয়েছিল সেই তালিকা দেখানোর দাবি জানান বিক্ষোভকারীরা। বেশ কিছুক্ষণ পরে বিক্ষোভ মিটলে প্রশাসনের কর্তারা তাঁদের বুঝিয়ে গ্রামসভার কাজ সম্পন্ন করেন। এই প্রসঙ্গে থলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত দোলুই জানান, আবাস যোজনার তালিকায় ৩৫৭ জন উপভোক্তার নাম আছে। তালিকা নিয়ে কয়েকজন উপভোক্তার সমস্যা হয়েছিল। আমরা তাঁদের সঙ্গে কথা বলছি। আমতা ২ নং ব্লকের বিডিও পিন্টু ঘড়ামি জানান, উপভোক্তাদের অভিযোগ থাকতেই পারে। আমরা সেইসব অভিযোগ খতিয়ে দেখব। 
20d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা