কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
দুই পরিবারে এখন বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। অন্যদিকে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে রয়েছেন রুবেল। ধারাবাহিকের কাজের চাপ সামলে বিয়ের প্রস্তুতি চলছে তাঁদের। শ্যুটিং ফ্লোর থেকে শ্বেতা বললেন, ‘রবিবার ছাড়া আমাদের ছুটি নেই। এমন অবস্থা এখন, রাত এগারোটাতেও আইবুড়োভাত খেতে যাচ্ছি। বিয়ের জন্যও মাত্র পাঁচদিন ছুটি পাব। তারপর বেড়াতে যাওয়ারও কোনও ছুটি নেই। কাজের মধ্যে বিয়ে করা খুব চাপের। ভবিষ্যতে আমি সকলকে বলব, মুখ্য চরিত্রে অভিনয় করতে করতে বিয়ে করো না (হাসি)।’
বিয়ের দিন বেনারসি, চন্দন, সোনার গয়নার ট্র্যাডিশনাল সাজ থাকবে শ্বেতার পরনে। ধারাবাহিকের জন্য বহুবার কনে সেজেছেন। কিন্তু বাস্তবের সাজ খানিক আলাদা হবে কি? হেসে বললেন, ‘বিয়েতে ট্র্যাডিশনাল সাজই ভালো লাগে। তাই আলাদা সাজের কথা ভাবিনি। তাছাড়া আমাকে সিরিয়ালে বিয়ের সাজে দেখেই রুবেলের প্রথম ভালো লেগেছিল। মনে মনে ভেবেছিল, এই মেয়েটাকেই বিয়ে করব। ওর ভালো লাগার জায়গাটা বজায় রাখব।’
যৌথ জীবনের যাবতীয় আপডেট সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সময় ‘স্বরু’ হ্যাশট্যাগ ব্যবহার করছেন তাঁরা। এর নেপথ্যের গল্প শেয়ার করে অভিনেত্রী বলেন, ‘একে অপরের ফোনে আমাদের নম্বর এই নামেই বহু বছর ধরে সেভ করা। শ্বেতার প্রথম দুটো অক্ষর ‘এস ডব্লিউ’, এবং রুবেলের ‘আর ইউ’। সরস্বতীর আর এক নাম শ্বেতা। সরস্বতী থেকেও ছোট করে স্বরু। এসব ভেবেই এটা ঠিক করেছি।’
পাঁচ বছরের বন্ধুত্বের সম্পর্ক কি বিয়ের পর বদলে যাবে? চেনা বন্ধুত্ব কি দাম্পত্যে অচেনা পথে বাঁক নেবে? আত্মবিশ্বাসী শ্বেতার উত্তর, ‘কিছু বদলাবে বলে আমার মনে হয় না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং ওরকমই। দায়িত্ব বাড়বে। একটা থেকে দুটো সংসার হবে। কিন্তু তার থেকে বড় কিছু বদল হবে না। দেখা যাক, বাস্তব কী বলে।’