কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
রাজেশ যাদব বলেন, সিসি ক্যামেরা দিয়ে ভিড়, ট্রাফিক মুভমেন্ট সহ নানা গতিবিধি নজর রাখা চলবে। কোনও সমস্যা হলে দ্রুত পুলিস ব্যবস্থা নেবে। পাশাপাশি পুলিসের নির্দিষ্ট নম্বরে কেউ ফোন করলেও ব্যবস্থা নেওয়া যাবে। এই কন্ট্রোল রুম থেকেই সব ধরনের কাজ চলবে।
পুলিস সূত্রে খবর, বালুরঘাট শহরে ইতিমধ্যে পুলিসের ১৬৬ টি সিসি ক্যামেরা রয়েছে। যা আগে বালুরঘাট থানা থেকেই মনিটর করা হতো। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখান থেকেই পদক্ষেপ নেওয়া হচ্ছিল। এবার ওই ক্যামেরাগুলির ডিসপ্লে কন্ট্রোল রুমে আনা হয়েছে। আগামীতে জেলার অন্যান্য জায়গার ক্যামেরাও ওই কন্ট্রোল রুম থেকে দেখতে পাবে পুলিস। কেউ ১০০ ডায়াল করলে অভিযোগের তথ্য ওই কন্ট্রোল রুমেই আগে আসবে। সেখান থেকেই সংশ্লিষ্ট এলাকার পুলিসের কাছে খবর দেওয়া হবে। জেলাজুড়ে ১১টি থানার মোবাইল ভ্যানগুলির সঙ্গেও যোগসুত্র রেখে কাজ চলবে। নতুন কন্ট্রোল রুমে তৈরি হয়েছে পুলিস সুপারের চেম্বার।