কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
জানা গিয়েছে, সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুর ২ ব্লকের চক এনায়েতপুর গ্রামে পাঁচজন এবং বিষ্ণুপুর বিধানসভার বিষ্ণুপুর ১ ব্লকের ভাণ্ডারিয়া গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া গ্রামের অন্তত ১০ জনের পাকাবাড়ি থাকা সত্ত্বেও উপভোক্তা তালিকায় নাম রয়েছে। বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুফল ঘাটু বলেন, ‘এতবার খতিয়ে দেখার পরও কীভাবে এঁদের নাম তালিকায় রয়ে গেল, বোঝা যাচ্ছে না। তৃণমূল নেতাদের কৌশলেই এটা হয়েছে। অবিলম্বে নাম বাদ দিতে প্রশাসনকে আবেদন করেছি।’ বিষ্ণুপুর ১ ব্লক প্রশাসন জানিয়েছে, তারা অভিযোগ পাওয়া মাত্র তদন্ত করে ব্যবস্থা নিয়েছে। ওই উপভোক্তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। বিষ্ণুপুর ২ ব্লক প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।