বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
নার্ভাস এনার্জি .........................................
নতুন কাজ শুরুর সময় এখনও নার্ভাস হয়ে থাকেন ইয়ামি। এই ছবিটিও ব্যতিক্রম নয়। ‘ধুম ধাম’-এর শুরুর সময়টা কেমন ছিল? ইয়ামি বলেন, ‘যেকোনও ছবি করার আগে আমি খুব নার্ভাস হয়ে থাকি। আমার চরিত্রের নাম কোয়েল। সে একেবারেই আমার মতো নয়। কখনও কখনও এই নার্ভাস এনার্জিই সেরা কাজটা করতে আরও উদ্বুদ্ধ করে।’
প্রায়োরিটি সন্তান .....................................
গত বছর মে মাসে মা হয়েছেন ইয়ামি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ইতিমধ্যেই কাজে ফিরেছেন। মাতৃত্বের প্রসঙ্গ উঠতেই আবেগ ভরা কণ্ঠে তিনি বলেন, ‘মাতৃত্ব সবচেয়ে শক্তিশালী আবেগ। মা হলে এটা অনুভব করা যায়। সন্তানই জীবনের প্রায়োরিটি হয়ে ওঠে। তবে ব্যক্তি এবং পেশাগত জীবনের মধ্যে কীভাবে ব্যালেন্স রেখে চলতে হবে, সেটা একটা শিল্প। সময় যত এগচ্ছে, আমিও শিখছি।’
মনের মতো কাজ......................
পর্দায় শুধু গ্ল্যামার গার্ল নয়, নানা ধরনের চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন ইয়ামি। অভিনেত্রী মনে করেন এবিষয়ে ভাগ্য তাঁর সহায়। তাঁর কথায়, ‘আমি অত্যন্ত আধ্যাত্মিক। এক ঐশ্বরিক শক্তি আমাদের সবকিছুর থেকে রক্ষা করছে বলে আমার বিশ্বাস। আবার কিছু খারাপ হলেও ভাবি যে, এর থেকে ভালো কিছু ঘটবে। একটা সময় আমি সুযোগের অপেক্ষায় থাকতাম। অনেকেই তখন আমায় জিজ্ঞেস করতেন, কেন এত কম কাজ করি? আমি কি খুব খুঁতখুঁতে? আমি মনের মতো কাজ করতে চাইতাম। আজ আমি কাজের মাধ্যমে নিজের পছন্দের কথা বলতে পারছি। কাজই আমার সেরা পিআর।’