মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
কীভাবে ছড়ায় এই ভাইরাস? লক্ষণ কী?
অন্যান্য ফ্লু যেভাবে ছড়ায়, সেভাবেই এই ভাইরাসও ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে নির্গত ড্রপলেট থেকে সংক্রমণ বাড়ে। আক্রান্ত হলে সর্দি, কাশি ও হালকা জ্বর হয়। শ্বাসকষ্টের সমস্যাও হতে পারে। তবে আক্রান্ত হলেও খুব ক্ষতি হবে, এমনটা ভাবার কোনও অর্থ নেই।
কারা সতর্ক থাকবেন?
উদ্বিগ্ন না হলেও সতর্কতা বজায় রাখা দরকার। মূলত দু’বছরের নীচে শিশু ও প্রবীণদের সতর্ক থাকতে হবে। কারণ তাঁদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম। তাঁদের প্রতি বাড়তি যত্ন নেওয়াও প্রয়োজন।
কী উপায়ে সতর্ক থাকবেন?
করোনাকালের পর থেকেই কয়েকটি অভ্যেস আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। যেমন বাইরে থেকে এসে হাত-পা ধোয়া। খাওয়ার আগে স্যানিটাইজ করা। এই পদ্ধতিগুলি মেনে চললেই সুরক্ষিত থাকা যায়। এছাড়াও রাস্তায় মাস্ক ব্যবহার, দূরত্ব বজায় রাখতে পারলে ভালো হয়। এই মরশুমে শিশুদের নিয়ে ভিড়ভাট্টা এড়িয়ে চলাই শ্রেয়। বয়স্কদেরও সাবধানতা অবলম্বন করা দরকার।
চীনে কী হচ্ছে?
চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। সেখানে ভাইরাসের চরিত্র বদল হয়েছে কি না, সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে আতঙ্কের কিছু নেই। একটা বিষয় মাথায় রাখবেন, ঘরোয়া উপায়ে দ্রুত সেরে ওঠেন এই ভাইরাসে আক্রান্তরা। তাই উদ্বিগ্ন না হয়ে সুস্থ জীবনযাপন করুন।