Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

গান শুনলে শরীর-মনের কী কী লাভ?

পরামর্শে কলকাতা মেডিক্যাল কলেজ  হাসপাতালের ইএনটি বিভাগের অধ্যাপক ডাঃ রামানুজ সিনহা ও সঙ্গীত গবেষক আচার্য সঞ্জয় চক্রবর্তী।
 
সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের সেনাবাহিনীতে প্রতিদিন আহত হচ্ছেন বহু সেনা। হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। মাঠের মধ্যেই তাঁবু ফেলে চিকিৎসা চলছে। কারও হাত-পা ভাঙা, কারও  বা শরীরের কোনও অঙ্গ বাদ গিয়েছে। মাঠে সারাক্ষণ গাড়ি ভর্তি আহত সৈনিকরা আসছেন। দেখা গেল, তাঁবুতে চিকিৎসারত সৈনিকদের মুহূর্মুহূ চিৎকারে ফালা ফালা হচ্ছে এলাকা। সেই চিৎকারের প্রাবল্য এতটাই যে গাড়িতে করে আসা আহত সৈনিকের অনেকেরই হার্ট ফেল হচ্ছে! হিটলারের দুই সেনাপতি ঠিক করলেন এমন এক ব্যবস্থা করতে হবে যাতে এই চিৎকার আহতদের কানে না যায়। খবর গেল জার্মানির সেরা বাদ্যযন্ত্রীদের কাছে। তাঁরা সকলে মিলে একটানা একই সুর বাজিয়ে যাবেন দিনভর। চিৎকারের আওয়াজ ছাপিয়ে বাজল সঙ্গীতের সুর। তবে দুপুর এবং রাতে লাঞ্চ ও ডিনারের কারণে এক ঘণ্টা করে বন্ধ থাকে এই সঙ্গীত। সেনাদের চিকিৎসারত এক চিকিৎসক খেয়াল করলেন, এই দু’টি ঘণ্টাও সেনারা আর তেমন চিৎকার করছেন না। বরং সঙ্গীতের সুর তাঁদের মনে ও শরীরে আরাম এনে দিচ্ছে। গান দিয়ে কষ্ট লাঘব করার সেই শুরু! 
গান শুনতে কে না ভালোবাসেন! বেশিরভাগ মানুষই গনের কথা বা সুরের প্রেমে পড়েন। সুর-ছন্দ-তাল-লয় মিলিয়ে চিকিৎসাবিদ্যায়ও মিউজিক থেরাপির প্রয়োগ বহু পুরনো পন্থা। যদিও প্রাচ্যের দেশগুলি এখনও এই পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নন। কিন্তু পাশ্চাত্যে বহু বড় অস্ত্রোপচারের পর রোগীকে মিউজিক ও শাস্ত্রীয় ঘরানায় সুর শোনানোর রেওয়াজ আছে। 

কী লাভ তাতে?
লঘু বাদ্যযন্ত্র বা সুর প্রথমে কানের মাধ্যমে প্রবেশ করে স্পিচ এলাকায়। তারপর তা প্রভাব ফেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। মানুষের সবধরনের আবেগের কেন্দ্রস্থল এই হাইপোথ্যালামাস অঞ্চল। ওষুধের মধ্যে থাকা নানা রাসায়নিক যেমন শরীরে মিশে রোগের বিরুদ্ধে লড়ে, গানের সুরের ভিতরেও তেমন নানা রিদম ও শব্দতরঙ্গ থাকে— যা হাইপোথ্যালামাস থেকে শরীরের নানা কোষে ছড়িয়ে পড়ে বিকল্প চিকিৎসার মতোই কাজ করে। আবার গানের সুরের যে তরঙ্গ, তা ত্বকের রোমকূপের মাধ্যমেও শরীরের অভ্যন্তরে প্রবেশ করে। কোষে কোষে সুর ছড়িয়ে পড়ার এটিও একটি মাধ্যম। মূলত, স্ট্রেস কমাতে, হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখতে, ব্যথাবেদনা কমাতে এই থেরাপির বিশেষ কার্যকর ভূমিকা রয়েছে। এমনকী, স্ট্রোক পরবর্তী রোগীদেরও সেতার, সরোদ, ভায়োলিনের মতো বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় রেখে শিথিল হয়ে যাওয়া অঙ্গ-প্রত্যঙ্গে সাড়া ফিরিয়ে আনার কাজেও মিউজিক থেরাপি বিশেষ ভূমিকা পালন করে। ইদানীং আমাদের দেশেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এই চেষ্টা শুরু হয়েছ। 

তাহলে কি ওষুধের বিকল্প গান?
অসুখে ওষুধ সবসময়ই প্রয়োজন। কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গীতকে জুড়ে দিলে আরও ভালো ফল পাওয়া যায়। পেন ম্যানেজমেন্টের বেলায় কিন্তু মিউজিক্যাল পদ্ধতি সবচেয়ে বেশি সফল। সেক্ষেত্রে গান নিজেই একটি ওষুধ হয়ে উঠছে।

তাহলে কি ব্যথা হলেই গান শুনব আর সেরে যাবে?
বিষয়টি এত সরল নয়। প্রত্যেকটি মানুষের শরীরের জটিলতা ভিন্ন। সেই অনুপাতে তাঁদের জন্য গানও আলাদা হবে। কার শরীর কী ধরনের সুর ও কণ্ঠসঙ্গীতে বেশি আন্দোলিত হবে, কার কোনটি প্রয়োজন তা ঠিক করেন পেশাদার থেরাপিস্টরা। পশ্চিমবঙ্গ তথা ভারতে যে হাতে গোনা কয়েকটি সংস্থায় এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়, তাঁরা পেশাদার থেরাপিস্টের সাহায্য নিয়েই কাজটি করেন। একই রকমের শারীরিক সমস্যা আছে, এমন কয়েকজন রোগীকে একত্র করে সঙ্গীতের সুর শোনানো হয়। সঙ্গীতজ্ঞ ও থেরাপিস্টদের দাবি, দীর্ঘদিন ধরে এই অভ্যেস জারি রাখলে এতে ফলও মিলছে। 

কীভাবে গান শুনলে লাভ
অনেকেই ভাবছেন, সারাদিনই তো সুর শুনছি বা শাস্ত্রীয় সঙ্গীত শোনার চেষ্টা করছি, কই মানসিক আরামের বাইরে আর তো কিছুই হচ্ছে না! ব্যথা-বেদনা কোথায় কমছে?
আসলে গান শোনার পদ্ধতির উপর লুকিয়ে আছে এই থেরাপির সাফল্য। আর প্রয়োজন দীর্ঘদিনের অভ্যেস। গবেষণায় দেখা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে গায়ক বা যন্ত্রীর সামনে বসে বা তাঁর দশ-বারো ফুটের মধ্যে অবস্থান করে সুর শুনলে শারীরিক ও মানসিক দিক থেকে নানা উপকার হয়। গান শুনতে হবে সরাসরি। কোনও মাইক্রোফোন, প্রযুক্তিনির্ভর যন্ত্র বা হেডফোনের মাধ্যমে নয়। তাতেই মিলবে উপকার। যেমন:
• অনিদ্রা, স্লিপ ডিজঅর্ডারের নানা সমস্যা কাটাতে রাতে এই থেরাপি খুব কাজে আসে। তাই ঘুমোতে যাওয়ার আগে কিছু রাত্রিকালীন রাগ শোনার পরামর্শ দেওয়া হয়। 
• মানসিক চাপ বা স্ট্রেস কমাতে গান অব্যর্থ ওষুধ। স্নায়ুকে শীতল করে মানসিক উত্তেজনা পরিহার করে নানা মৃদু সঙ্গীত।
• ব্যথা-বেদনা সারাতে সুরের শব্দতরঙ্গের বিশেষ ভূমিকা প্রমাণিত। দীর্ঘদিন ধরে রোগীকে গান শোনানোর পেশাদারি থেরাপি দিলে উপকার হয়।
• অটিজম আক্রান্তরাও মিউজিক থেরাপিতে ভালো থাকে। সাধারণত কম বয়সেই এই রোগ ধরা পড়ে। তখন থেকেই শিশুর চিকিৎসা ও নানা থেরাপির পাশাপাশি মিউজিক থেরাপি চালু করলে, শিশু চিকিৎসায় দ্রুত সাড়া দেয় ও ভালো থাকে। 
• অবসাদ, ক্রোধ, ক্ষোভ, লোভ ইত্যাদি নানা নেতিবাচক আবেগকে সঙ্গীতের সুরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
• গর্ভাবস্থায় লঘু সুর ও মৃদু গান ভ্রুণের স্বাস্থ্য ও মন ভালো রাখে। 
•  গানের সুর হার্টরেটও ভালো রাখে। মনের চাপ কমিয়ে হার্টকে তরতাজা রাখে গান।

কখন কোন রাগ?
রোগীকে কোন সময় গান শোনানো হচ্ছে, থেরাপি নির্বাচনের সময় সেটিও খেয়াল রাখা হয়। ভারতে যেমন সকালের দিতে ভৈরবী রাগ আদর্শ।  পিলু গাইতে হবে দুপুরে। সন্ধ্যায় থেরাপি দিলে অনেক সময় ভরসা করা হয় ইমন রাগের উপর। রাতে রোগীর শরীরে ভালো কাজে আসে কেদার রাগ।  
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়
13th  June, 2024
বিয়ের আগে পাত্রপাত্রী কোন কোন রক্ত পরীক্ষা করাবেন

সুপর্ণার বিয়েটা এই বৈশাখেও হল না। অথচ সব ফাইনাল হয়ে গিয়েছিল মাসকয়েক আগেই। আসলে পাত্রর ব্যবসায়ী বাবার হাতে তিনি তুলে দিয়েছিলেন একটি প্রেসক্রিপশন।
বিশদ

শ্রবণযন্ত্রের  ইতিহাস

‘অ্যাঁ, কী বললি?’
ঠাকুরমার প্রশ্ন শুনে খানিক হাসল অবন্তিকা। সারাদিন একটা কথা কানের কাছে তিনবার বললেও ঠাকুরমার ‘কানছাড়া’ হয়ে যাচ্ছে। চতুর্থবার সে আবার বলে, ‘তোমার জন্য একটা জিনিস এনেছি।’ 
বিশদ

ভারতে প্রথম রোবটিক টেলিসার্জারির সফল ট্রায়াল

রোগী ভর্তি হরিয়ানার হসপিটালে। চিকিৎসক রইলেন সেখান থেকে পাঁচ কিমি দূরে এসএস ইনোভেশনস (এসএসআই)-এর হেড কোয়ার্টারে। সেখানে বসেই টেলিপ্রম্পটারে রোগীকে দেখছেন। দিচ্ছেন জরুরি পরামর্শ, রোবটের নিয়ন্ত্রণও রয়েছে তাঁর দু’হাতের ক্যাপে।
বিশদ

হাতের লেখাতেই লুকিয়ে রোগের পূর্বাভাস? 

হাতের লেখা উঠে আসে মানসিক, শারীরিক বৈশিষ্ট্য। কীভাবে? বিস্তারিত আলোচনায় কলকাতা ইনস্টিটিউট অফ গ্রাফোলজির কর্ণধার তথা গ্রাফোলজিস্ট মোহন বসু বিশদ

20th  June, 2024
প্রত্যেকের আঙুলের ছাপ কেন আলাদা?

অকুস্থলে অপরাধী কোনও চিহ্ন ফেলে যায়নি। কিছুতেই ধরা যাচ্ছে না তাকে। এমন সময় অকুস্থলে পাওয়া জিনিসপত্রের মধ্যে থাকা আঙুলের ছাপ ধরিয়ে দিল অপরাধীকে। গোয়েন্দা গল্পের বই, গোয়েন্দা কাহিনিনির্ভর সিরিজ বা সিনেমায় বহুবার এমন ঘটনার সাক্ষী থেকেছি আমরা। বিশদ

20th  June, 2024
এসি ছাড়াই গরমের রাতে আরামের ঘুম কীভাবে?

গ্রীষ্ম মানেই আম খাওয়া, ছুটিতে যাওয়া ও সমুদ্রসৈকতে সময় উপভোগ করা। তবে এই আবহাওয়া সকলের জন্য সুখকর নয়। গরমে সবারই ঘুমাতে কষ্ট হয়। তার ওপর এবারের গরম সবাইকে নাজেহাল করে রেখেছে। আপনিও যদি একই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আসুন জেনে নিই, এই গরমেও কীভবে একটু স্বস্তিতে ঘুমানো সম্ভব।
বিশদ

20th  June, 2024
বাতায়নিকের সুবর্ণজয়ন্তী উত্‍সব

১৯৭২ সালের পয়লা বৈশাখ রবীন্দ্র চর্চা কেন্দ্র বাতায়নিকের প্রতিষ্ঠা করেন ডাঃ শৈলেন দাস। সংস্থাটির নামকরণ করেছিলেন সাহিত্যিক শ্যামল সেন। শুরুর দিন থেকেই বাতায়নিককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন সুচিত্রা মিত্র, চিত্রলেখা ঘোষ, ডাঃ ক্ষেত্র গুপ্ত, ডাঃ জলধর দেবনাথ, নেপাল মজুমদার, ডাঃ রমেন পোদ্দার, গৌরীনাথ শাস্ত্রী, শঙ্খ ঘোষ প্রমুখ খ্যাতনামা শিল্পী। বিশদ

20th  June, 2024
সল্টলেকে এইচ পি ঘোষ হাসপাতালের বিনামূল্যে অ্যাম্বুলেন্স

প্রবীণ নাগরিকদের জন্য অভিনব উদ্যোগ নিল সল্টলেকের এইচ পি ঘোষ হাসপাতাল। হাসপাতালের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী সব বয়স্ক নাগরিকদের জন্য জরুরি ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসক ও নার্স সমন্বিত অত্যাধুনিক যন্ত্রপাতিযুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল।  বিশদ

20th  June, 2024
ডিসান হাসপাতালে ফাদার্স ডে উদ্‌যাপন

‘ফাদার্স ডে’ উপলক্ষে সম্প্রতি ‘ডিসান কিডস চ্যাম্পিয়নশিপ- ফাদার্স ডে স্পেশাল’ অনুষ্ঠান আয়োজিত হল। বাবা ও সন্তানের সম্পর্ক নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং শিশুদের জন্য কিছু মজাদার অনুষ্ঠান হয় ওইদিন। কলকাতার বিভিন্ন স্কুলের দুই থেকে ১৭ বছর বয়সি ১০০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নেন। বিশদ

20th  June, 2024
সকালে খালি পেটে জল পানে উপকার কী কী?

পরামর্শে বি পি পোদ্দার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অভিজিত্‍ আইচ ভৌমিক। বিশদ

13th  June, 2024
মাস্কের ইতিহাস

আজকের আধুনিক চিকিৎসাবিজ্ঞান অসংখ্য অসাধারণ আবিষ্কারের ফসল। সেগুলি নিয়ে শুরু হল নতুন বিভাগ। বিশদ

13th  June, 2024
সফল অস্ত্রোপচারে রক্ষা পেলেন জটিল ব্রেন টিউমারের রোগী

সম্প্রতি এক রোগী জ্বর ও বমি হওয়ায় ভর্তি হয়েছিলেন বিপি পোদ্দার হাসপাতালে। রোগীর আচ্ছন্নভাবের সঙ্গে ছিল খিঁচুনির সমস্যা। দ্রুত এম.আর.আই ও স্পেকট্রোস্কোপি করা হয়। তাতে গ্লিওমা’র (এক ধরনের ব্রেন টিউমার) লক্ষণ ধরা পড়ে। বিশদ

13th  June, 2024
শ্রবণে সমস্যা: সি সি সাহার গল্পপাঠের আসর

দীর্ঘদিন ধরেই শ্রবণক্ষমতার সমস্যা আছে এমন ব্যক্তির জন্য কানে শোনার যন্ত্র প্রস্তুত করে আসছে সি সি সাহা লিমিটেড। সম্প্রতি শ্রবণক্ষমতায় সমস্যা আছে এমন শিশুদের জন্য বিশেষ গল্প বলার আসরের আয়োজন করা হয়েছিল। বিশদ

13th  June, 2024
‘সায়েন্স অ্যান্ড কালচার’-এর বিশেষ সংখ্যা প্রকাশিত

বিশ্ববরেণ্য জার্নাল ‘সায়েন্স অ্যান্ড কালচার’-এর বিশেষ সংখ্যা প্রকাশিত হল। পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ চিকিৎসক সমিতি, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন ও গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশন এ বিষয়ে যৌথ উদ্যোগ নিয়েছিল। বিশদ

13th  June, 2024
একনজরে
আগামী ২৭ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি, জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। ...

বিদ্রোহের পরদিনই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শিরোমণি অকালি দলে। মঙ্গলবার সুপ্রিমো সুখবীর সিং বাদলের অপসারণ চেয়ে সরব হন একাংশ। ...

শহরের রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে গিয়েছে। দু’দিকে গাড়ি গেলে মানুষের হাঁটার জায়গা থাকে না। এদিকে সেই রাস্তা জবরদখল করে বসে আছে একের পর এক দোকান। কোথাও ফুটপাত দখল হয়ে গিয়েছে হকারদের ঠেলাগাড়িতে ...

অবশেষে অস্ট্রেলিয়ায় ফিরলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। প্রায় ১৪ বছর পর। বিমানবন্দরে নামতেই তাঁকে জড়িয়ে ধরেন স্ত্রী স্টেলা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

জমি, গৃহাদি বা যানবাহনাদি ক্রয়-বিক্রয়ে লাভ ভালো হবে। কাজকর্মে সুনাম। আর্থিকভাব শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০৮: হেলেন কেলারের জন্ম
১৯৩৯: সুরকার রাহুল দেব বর্মনের জন্ম
১৯৬৪: অ্যাথলিট পি টি ঊষার জন্ম
১৯৮১: চলচ্চিত্রের শিল্প নির্দেশক বংশীচন্দ্র গুপ্তর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা ৮৪.৩৭ টাকা
পাউন্ড ১০৪.২২ টাকা ১০৭.৬৮ টাকা
ইউরো ৮৭.৮৯ টাকা ৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,০০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৩৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৭,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৭,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ আষাঢ়, ১৪৩১, বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪। ষষ্ঠী ৩৪/১৫ সন্ধ্যা ৬/৪০। শতভিষা নক্ষত্র ১৬/৩৮ দিবা ১১/৩৭। সূর্যোদয় ৪/৫৮/১৯, সূর্যাস্ত ৬/২০/৫১। অমৃতযোগ দিবা ৩/৪০ গতে অস্তাবধি। রাত্রি ৭/৩ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১২/১ গতে ২/৯ মধ্যে পুনঃ ৩/৩৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৫/৫২ মধ্যে পুনঃ ৯/২৬ গতে ১১/১২ মধ্যে। বারবেলা ৩/০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪০ গতে ১২/৫৯ মধ্যে। 
১২ আষাঢ়, ১৪৩১, বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪। ষষ্ঠী রাত্রি ৬/৩১। শতভিষা নক্ষত্র দিবা ১/৫৭। সূর্যোদয় ৪/৫৭, সৃর্যাস্ত ৬/২৪। অমৃতযোগ দিবা ৩/৪২ গতে ৬/২৪ মধ্যে এবং রাত্রি ৭/৪ গতে ৯/১ মধ্যে ও ১২/৪ গতে ২/১২ মধ্যে ও ৩/৩৭ গতে ৪/৫৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৫৬ মধ্যে ও ৯/২৩ গতে ১১/১৬ মধ্যে। কালবেলা ৩/২ গতে ৬/২৪ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/০ মধ্যে।  
২০ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনাল: ইংল্যান্ডকে ১৭২ রানের টার্গেট দিল ভারত

12:07:02 AM

টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনাল: ১০ রানে আউট অক্ষর, ভারত ১৭০/৭ (১৯.৫ ওভার), বিপক্ষ ইংল্যান্ড

12:03:49 AM

টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনাল: ০ রানে আউট দুবে, ভারত ১৪৬/৬ (১৭.৫ ওভার), বিপক্ষ ইংল্যান্ড

11:52:40 PM

টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনাল: ২৩ রানে আউট হার্দিক, ভারত ১৪৬/৫ (১৭.৪ ওভার), বিপক্ষ ইংল্যান্ড

11:50:48 PM

টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনাল: ভারত ১৩২/৪ (১৭ ওভার), বিপক্ষ ইংল্যান্ড

11:48:10 PM

টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনাল: বৃষ্টির জেরে বন্ধ ম্যাচ, ভারত ৬৫/২ (৮ ওভার), বিপক্ষ ইংল্যান্ড

10:01:26 PM