Bartaman Patrika
হ য ব র ল
 

টাকার মিউজিয়ামে ঢুঁ

কিছু কিনতে গেলেই লাগে টাকা। ভারতের টাকার ইতিহাস আর বিভিন্ন দেশের মুদ্রা সম্বন্ধে জানতে হলে যাওয়াই যায় কলকাতার আরবিআই মিউজিয়ামে। অভিনব এই সংগ্রহশালা ঘুরে এসে লিখলেন চকিতা চট্টোপাধ্যায়।

বন্ বন্ বন্ বন্ টাকায় ঘুরছে এই দুনিয়াটা!’— সেকথা তো আমরা সবাই জানি। কিন্তু যদি এমনটা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা তোমাদের চারপাশে ঘুরতে শুরু করল! কেমন লাগবে তখন? যদি চোখের সামনে খোলা পাও গোল্ড ভল্টের দরজা। আর সেখানে থরে থরে সোনার বাট সাজানো! ইচ্ছে করলেই হাতে তুলে দেখতে পার সেই সোনার বাট! তাহলে কেমন হবে? না না! আলিবাবা ও চল্লিশ চোরের গুহার কথা বলছি না! তেমন জায়গা আছে হাতের একদম নাগালের মধ্যেই! যেতে চাইলে সটান চলে যেতে পার কলকাতার ৮ নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটের পুরনো রিজার্ভ ব‍্যাঙ্কের হেরিটেজ বিল্ডিংয়ে। এখন যেটি ‘আরবিআই মিউজিয়াম’। সোমবার ছাড়া সপ্তাহের যেকোনও দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিউজিয়াম খোলা। আরও মজার খবর এই মিউজিয়ামে কোনও প্রবেশমূল্য নেই। এটি দেশের দ্বিতীয় আরবিআই মিউজিয়াম। এটির উদ্বোধন হয়েছে ২০১৯ সালের ১১ মার্চ। 
ঢুকতেই  রিসেপশন কাউন্টারে রাখা রয়েছে বাতিল, ছেঁড়া নোটের মন্ড দিয়ে তৈরি বুদ্ধের মুখ। রয়েছে একটি বিশাল থাম। যার গায়ে বাতিল দশ পয়সা দিয়ে মানুষের ডিএনএ-র নকশা করা আছে। বিশাল বড় একটি এক টাকার কয়েনের আদলে তৈরি মূল দরজা দিয়ে এবার প্রবেশ করতে হবে সংগ্রহশালার ভেতর।
ঢুকেই ডানদিকে রয়েছে ডকুমেন্টারি প্রদর্শনীর জায়গা। স্কুল কিংবা কলেজ থেকে ছাত্রছাত্রীরা দল বেঁধে এলে এই প্রদর্শনী দেখানো হয়। বিশাল হল ঘরটির ঠিক মাঝখানে রয়েছে তেরো ফুট উঁচু উচ্চতার টাকার রেপ্লিকার খুব সুন্দর একটি স্থাপত্য। যার নীচে আছে বাতিল কয়েনের তৈরি ম‍্যাপ।
টাকা আবিষ্কারের আগে, প্রাগৈতিহাসিক যুগে মানুষ কীভাবে কেনাবেচা করত, তা ছবি-মডেল-তথ‍্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এখানে। প্রথমে শস‍্যদানাকেই টাকার মূল্য হিসেবে ধরা হতো। বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমের কথা তো তোমরা ইতিহাসে পড়েছ। এখানে আছে একটি চমৎকার মডেল, যেখানে সে যুগের বাজারে কীভাবে মানুষ বেচাকেনা করত, তা তুলে ধরা হয়েছে।
‘ফানি মানি’ বিভাগ দেখলে মজা লাগবেই! কারণ, এখানে প্রদর্শিত রয়েছে সেই সব জিনিস, যেগুলিকে একসময় বিনিময়ের মাধ্যম হিসেবে ধরা হতো। কী ছিল না সেই তালিকায়! জন্তু-জানোয়ারের লোম, বাঘের জিভ, নুন, পার্মেসান চিজ, কড়ি, ঝিনুক, ঝিনুকের গয়না, গোরু, নৌকা এমনকী বিরাট বড় পাথরও!
আটের দশকের টাকার বিবর্তনের ইতিহাস দেখতে পাবে কয়েকটি ঘোরানো গোল টেবিলের আকৃতির মেশিনের বাটন টিপলেই!
পায়ে পায়ে চলে এসো কয়েকটি পুরনো যন্ত্রের সামনে। আছে বন্ড তৈরির মেশিন, নোট ছিঁড়ে গেলে যে মেশিনের সাহায্যে জোড়া হতো সেই মেশিন, যে ইউভি ল‍্যাম্প জ্বেলে জাল নোট পরীক্ষা করা হতো সেটি। এছাড়াও রয়েছে ধাতব মুদ‍্রা তৈরির সময় যে হাতুড়ি দিয়ে পেটানো হতো সেইসব হাতুড়ি, ছুরি, গালার বিভিন্ন রকমের সিল। সেই সিলে ব‍্যবহার করার কালি, দাঁড়িপাল্লা, বিদ্যুৎ চলে গেলে যে হ‍্যাজাক জ্বালানো হতো সেগুলোও রাখা আছে।
নিজেদের জ্ঞান পরীক্ষা করতে চাইলে দাঁড়িয়ে পড়তে পার কুইজ মেশিনের সামনে। এ, বি, সি এই তিন রকমের গ্রুপে ভাগ হয়ে সামনে থাকা বোতাম টিপে খেলতে পারবে। 
এবার চল সোনার ইতিহাসের খোঁজে। পৃথিবীতে বতর্মানে কোন কোন দেশে কতটা সোনা আছে, তা দেখানো হয়েছে গ্রাফের মাধ‍্যমে। পাবে এমন একটি ওজনযন্ত্র, যেখানে তোমার ওজনের সমপরিমাণ হতে গেলে কতগুলো সোনার বাট লাগতে পারে, তার হিসেব কষা যাবে! একটা শো-কেস ভর্তি শুধু স্বর্ণমুদ্রা! না শুধু জাহাঙ্গিরের স্বর্ণমুদ্রা নয়, এখানে আছে গজনির সুলতান মামুদ, মুঘল সম্রাট হুমায়ুন, আকবর, আওরঙ্গজেব, টিপু সুলতান, লোদি শাসনকালের স্বর্ণমুদ্রা!
এবার সোজা ঢুকে পড়া যাক— এক্কেবারে গোল্ড ভল্টের ভেতর! প্রথমেই দেখতে পাবে রেলিংয়ের ওপাশে তিনজন প্রমাণ সাইজের মডেল কেমন করে সোনার বাট থরে থরে সাজিয়ে রাখছে! হাতের নাগালের মধ্যেই পাবে একটা ১২.৫ কেজি ওজনের সোনার বাট! নিজের হাতে একবার সেটা তুলে ধরার চেষ্টা করে দেখতে পার! ভল্টে লাগানোর বিভিন্ন রকম তালার বিবর্তনও দেখানো রয়েছে এখানে। এই সেকশনেই দেখতে পাবে খনি থেকে কীভাবে সোনা তোলা হয় এবং প্রসেস করার পর তা কীভাবে চকচকে চেহারা পাচ্ছে!
এবার রিজার্ভ ব্যাঙ্কের ইতিহাস জানতে পাতা ওল্টাও একটি অভিনব ‘ফ্লিপ-বুক’-এর! তবে পাতা ওল্টাবার জন্য স্পর্শ করার বদলে শূন্যে মশা তাড়ানোর ভঙ্গিতে শুধু হাত নাড়তে হবে, তবেই উল্টে যাবে সেই বইয়ের পাতাগুলি! ফুটে উঠবে সামনের  স্ক্রিনে আরবিআইয়ের ইতিহাস!
এ এমনই এক মিউজিয়াম যেখানে থাকে বাতিল পয়সারও এপিটাফ! আরবিআই-এর প্রথম ভারতীয় গভর্নর সি ডি দেশমুখ সর্ব ন্যূনতম পয়সা ‘পাই’ বাতিল হয়ে যাওয়ার পর, ইংরেজিতে লিখেছিলেন সেই পাইয়ের এপিটাফ! যেটি এখানে পাইয়ের ছবির সঙ্গে টাঙানো রয়েছে। আছে লেখাটির বাংলা অনুবাদ— ‘মুক্ত করে মানুষের প্রয়োজনী চাপ...সময়ে বিলীন হবে আমাদের ছাপ, বেঁচে রবে পাই-এর ইতিহাস কথা!’ আরে! ওরা কারা বসে আছে? আগেকার দিনের ‘নায়েবমশাই’। হিন্দিতে যাদের বলে ‘মুনিমজি’। প্রমাণ সাইজের মডেলের সাহায্যে ‘মুনিম কি পেটি’ যেন একদম জীবন্ত হয়ে উঠেছে! ডেস্কের ওপর লাল খেরোর খাতা খুলে লোহার সিন্দুকের সামনে বসে বসে তারা টাকার হিসেব করছে!
এবার গন্তব্য দোতলায়। দোতলায় রয়েছে একের পর এক চমক! স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ইচ্ছে অনুসারে বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজ নয়াদিল্লির আরবিআই-এর মূল তোরণের জন্য তৈরি করেছিলেন দু’টি যক্ষ-যক্ষীর মূর্তি। কারণ, পুরাণ অনুসারে ধনসম্পদের দেবতা কুবেরের সমস্ত ধনরাশি রক্ষা করে থাকেন এঁরা দু’জন। সেই যক্ষ-যক্ষীর মূর্তি দু’টির রেপ্লিকা রাখা আছে এই দোতলায়। আছে আলো দিয়ে সাজানো এই মিউজিয়ামের সামনের  গেটের মিনিয়েচার মডেল। দেখতে দেখতে যাতে শিখতে পার, সেজন্য আছে নানারকম গেম। সাইকেলের প‍্যাডেল করে কখনও মুদ‍্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পার, কখনও অর্থনৈতিক উন্নয়নের টিউবকে ব‍্যালান্স করতে পার বোতাম টিপে। 
আচ্ছা, ধর যদি এমন হতো— গান্ধীজি নয়, তোমার নিজের মুখের ছাপ দেওয়া টাকা পাওয়া যেত? এখানে এলে পূরণ হয়ে যাবে সেই অসম্ভব ইচ্ছেটাও! আড়াইশো, দেড়শো কিংবা এক লক্ষ টাকার নোট ছাপিয়ে নিতে পারবে নিজের নাম, জন্মতারিখ সহ! অবশ্য, এই টাকার প্রিন্ট পাবে না। তবে স্ক্রিনশট দেখিয়ে বন্ধুদের তাক লাগিয়ে দিতে পার।
আরও একটা মজার গেমে তোমার ‘অবতার’কে একটা নির্দিষ্ট টাকায় বাজার করতে হবে সব্জি-মাছ-মাংস-ডিম ইত্যাদি। বেঁচে যাওয়া টাকা জমা দিতে হবে ব‍্যাঙ্কে। তবে সাবধান হিসেবে গোলমাল করলেই কিন্তু পুলিস এসে তোমার ‘অবতার’-এর হাতে হাতকড়া পরিয়ে দেবে! অনেক সময় টাকা ছিঁড়ে যায়। গ্রাফের সাহায্যে শেখানো হয়েছে ঠিক কোন কোন অংশ অক্ষত থাকলে ছেঁড়া নোটের বিনিময়ে ঠিক কত টাকা পাওয়া যেতে পারে।
আগেকার দিনে ইউরোপ, আমেরিকায় কফিশপগুলোয় বিভিন্ন কোম্পানির চেক ক্লিয়ারিং হতো। প্রমাণ সাইজের মডেল দিয়ে সেসবই দেখানো হয়েছে। বিশাল বিশাল অঙ্কের ডলার দেখতে কেমন হয়, দেখতে চাও? এখানে তাও দেখে যাও। দেখবে বিভিন্ন দেশের নোটও।
এখানেই শেষ নয়। চলে এসো মেজানাইন ফ্লোরের ‘কিডস জোন’-এ। এখানে ক‍্যালাইডাস্কোপ ঘোরালে পয়সা দিয়ে তৈরি হবে নানান ডিজাইন। ‘ওপেন-টি-বায়োস্কোপ’-এর গর্তে চোখ লাগিয়ে দেখতে পাবে টাকা তৈরি থেকে শুরু করে বাতিল নোট কীভাবে নষ্ট করা হয় সেই  পুরো পদ্ধতিটাই। বিভিন্ন নোটকে খণ্ড খণ্ড করা আছে, তুমি সেগুলো সঠিকভাবে জুড়ে দেবার ‘জিগ-স-পাজল’ গেম খেলতে পার।
ফেরার সময় স‍্যুভেনির শপ থেকে বাতিল নোটের মন্ড দিয়ে বানানো চাবির রিং, নোটপ‍্যাড, নানারকম মূর্তি, আরবিআই-এর লোগো দেওয়া টিশার্ট কিংবা কফিমাগ নিতে ভুলো না যেন!
তাহলে? কবে আসছ এই অভিনব টাকার মিউজিয়াম নিজের চোখে দেখতে?
09th  February, 2025
কিং কোহলি

লটা ২০০৬! ফিরোজ শাহ কোটলায় রনজি ট্রফিতে কর্ণাটকের মুখোমুখি দিল্লি। প্রথম ইনিংসে কর্ণাটকের রানের পাহাড়ে রীতিমতো কোণঠাসা হোম টিম। মাত্র ১৪ রানে চার উইকেট খুইয়ে ধুঁকছে দিল্লি। পাঁচে নামা চিকুর কাছে বড় সুযোগ নিজের জাত চেনানোর।
বিশদ

02nd  March, 2025
সূর্যের সাতকাহন
স্বরূপ কুলভী

রা ঝিলমিল রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতে কার না ভালো লাগে! ছোট্ট ছোট্ট তারাগুলো কেমন মিটমিট করে আলো দেয়। কিন্তু সত্যিই কি তারারা এত ছোট। মোটেই নয়।
বিশদ

02nd  March, 2025
উড়তে উড়তে ঘুমায় যে পাখি
সোমা চক্রবর্তী

৪৯২। প্রথম সমুদ্রযাত্রায় চলেছেন কলম্বাস। আতলান্তিক মহাসাগর পেরিয়ে কেপ ভার্দে দ্বীপপুঞ্জ অতিক্রম করার সময় অদ্ভুত সুন্দর কিছু পাখির সম্মুখীন হলেন। এমন পাখি তিনি এর আগে কখনও দেখেননি।
বিশদ

02nd  March, 2025
হরেকরকম হাতের কাজ: রঙিন টেবিল ল্যাম্প

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

23rd  February, 2025
মিসাইল ম্যান

স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখে, স্বপ্ন হল সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না’—কথাটি বলেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালাম। তামিলনাড়ুর রামেশ্বরমে দরিদ্র পরিবারের ছেলেটি ছোট থেকেই স্বপ্ন দেখতেন, তিনি একদিন আকাশ ছোঁবেন।
বিশদ

23rd  February, 2025
সহায় বৃহস্পতি!

ধূমকেতু, উল্কার আঘাত থেকে পৃথিবীকে অনেকটাই রক্ষা করে বৃহস্পতি। কীভাবে  আমাদের রক্ষা করে এই গ্রহ জানালেন স্বরূপ কুলভী
বিশদ

16th  February, 2025
বিচারের কাঠগড়ায় গ্যালিলিও

পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যাঁরা সব কিছু যুক্তি দিয়ে বুঝতে চান। নতুন কিছু জানার ইচ্ছা তাঁদের মধ্যে প্রবল থাকে। এই ধরনের বিপজ্জনক অনুসন্ধিৎসার জন্য অনেককে মূল্যও দিতে হয়েছে। এমনই এক ব্যক্তিত্ব ইতালির বিজ্ঞানী-দার্শনিক গ্যালিলিও গ্যালিলেই।
বিশদ

16th  February, 2025
দেশের প্রতি ভালোবাসা, ভাষার প্রতি ভালোবাসা

আগামী শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইংরেজ আমলে বাংলা ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে রবীন্দ্রনাথ ও উপেন্দ্রকিশোরের পরিবার কীভাবে এগিয়ে এসেছিলেন লিখলেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়।
বিশদ

16th  February, 2025
রঙিন ঝাঁঝরি

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

09th  February, 2025
বাগধারার রহস্য

বাংলা ভাষায় রয়েছে অসংখ্য বাগধারা বা প্রবাদ প্রবচন। আভিধানিক অর্থ নয়, বিশেষ অর্থে এগুলি ব্যবহার করা হয়। কীভাবে এল এই বাগধারাগুলি? তারই কারণ খোঁজা হল।
বিশদ

09th  February, 2025
ঠাকুরবাড়ির সরস্বতী পুজো

আমাদের বাড়ির বাগানে একটা লটকানো গাছ ছিল। আমরা তার ফল কুড়িয়ে এনে শুকিয়ে রাখতুম। সরস্বতীপুজোর সময় কাপড় রং-করা হতো। শিউলি ফুলের বোঁটা শুকিয়েও সুন্দর বাসন্তী রং হতো।
বিশদ

02nd  February, 2025
বনের রাজা

মধু ওঁরাওয়ের একটা হাতি আছে। যেমন তেমন হাতি নয়। কালাপাহাড়ের মতো বিশাল তার চেহারা, লম্বা দুটো দাঁত। কানদুটো ধামার মতো। মধু তার নাম দিয়েছে মুংলি।    
বিশদ

02nd  February, 2025
প্রাণীজগতের কুম্ভকর্ণ

কী কুম্ভকর্ণ রে বাবা! ঘুমকাতুরেদের এমন ঠাট্টা মাঝেমধ্যেই সহ্য করতে হয়। রামায়ণের চরিত্র কুম্ভকর্ণ নাকি টানা ছ’মাস ঘুমোতেন। আর তারপর এক মাস জেগে থেকে ফের নিদ্রা। লঙ্কাধিপতি রাবণের ভাইয়ের এই কাহিনি তো সবারই জানা। প্রাণীকুলেও এমন অনেকেই রয়েছে, যারা কুম্ভকর্ণকে কিছুটা লড়াইয়ে ফেলে দিতে পারে।
বিশদ

02nd  February, 2025
একনজরে
গ্রামীণ বা শহর এলাকায় প্লাস্টিকের সমস্যা দীর্ঘদিনের। আর এই সমস্যা মেটানোর জন্য তৎপর হয়েছে প্রশাসন। তাই গ্রিন টাইবুনালের নিয়ম মেনে অব্যবহৃত প্লাস্টিক দিয়ে উত্তর ২৪ ...

পাঁচদিন আটকে রেখে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনা। ১৭ বছরের নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিস। ...

মতের অমিল মিটিয়ে দিল এপিকে গরমিলের ঘটনা।  বিবাদ ভুলে এককাট্টা মৃণাল সরকার, গৌতম দাস, সুভাষ ভাওয়াল। দীর্ঘদিন পর জেলার সাংগঠনিক মিটিংয়ে গঙ্গারামপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দেখা গেল তৃণমূলের সব গোষ্ঠীর নেতৃত্বকে। ...

আইসিএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে অটো উল্টে মৃত্যু হল মায়ের। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শ্যামনগর পাওয়ার হাউস মোড়ে ঘোষপাড়া রোডে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৩৯৭- অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৫৫৮- ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয়
১৮১৫- ‘প্রাণী চুম্বকত্বের’ (ম্যাসমেরিজম) প্রবক্তা ফ্রানৎস ম্যাসমের মৃত্যু
১৮২২- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়
১৮৩৩- অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রী লাভ করেন
১৯৯০- অভিনেতা অর্জুন চক্রবর্তীর জন্ম
১৯৩৯- সাহিত্যিক দিব্যেন্দু পালিতের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা ৮৮.২৭ টাকা
পাউন্ড ১০৯.৩২ টাকা ১১৩.১১ টাকা
ইউরো ৯০.২৬ টাকা ৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৭,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৫,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৫,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২০ ফাল্গুন, ১৪৩১, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫। পঞ্চমী ২৩/১৫ দিবা ৩/১৭। ভরণী নক্ষত্র ৫১/৩৮ রাত্রি ২/৩৮। সূর্যোদয় ৫/৫৯/২৫, সূর্যাস্ত ৫/৩৭/১৯। অমৃতযোগ দিবা ৮/১৯ গতে ১০/৩৯ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে পুনঃ ৩/১৭ গতে ৪/৫০ মধ্যে। রাত্রি ৬/২৭ মধ্যে পুনঃ ৮/৫৫ গতে ১১/২৩ মধ্যে পুনঃ ১/৫১ গতে ৩/৩১ মধ্যে। বারবেলা ৭/২৮ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪২ মধ্যে। কালরাত্রি ৭/৯ গতে ৮/৪৩ মধ্যে।
১৯ ফাল্গুন, ১৪৩১, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫। পঞ্চমী  রাত্রি ৭/৫৫। অশ্বিনী নক্ষত্র দিবা ৮/৫২। সূর্যোদয় ৬/২, সূর্যাস্ত ৫/৩৭। অমৃতযোগ দিবা ৮/৩ গতে ১০/২৮ মধ্যে ও ১২/৫৪ গতে ২/৩১ মধ্যে ও ৩/১৯ গতে ৪/৫৬ মধ্যে এবং রাত্রি ৬/৩২ মধ্যে ও ৮/৫৫ গতে ১১/১৭ মধ্যে ও ১/৪০ গতে ৩/১৫ মধ্যে। বারবেলা ৭/২৯ গতে ৮/৫৬ মধ্যে ও ১/১৬ গতে ২/৪৩ মধ্যে। কালরাত্রি ৭/১০ গতে ৮/৪৩ মধ্যে। 
৩ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন রাচীন রবীন্দ্র

10:43:00 PM

ঋণের দায়ে জর্জরিত হয়ে বীরভূমের লাভপুরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন বৃদ্ধ দম্পতি

10:36:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড

10:22:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): সেঞ্চুরি করলেন ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকা ৩১২/৯ (৫০ ওভার), টার্গেট ৩৬৩

10:21:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): হাফসেঞ্চুরি করলেন ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকা ২৬৩/৯ (৪৬.৪ ওভার), টার্গেট ৩৬৩

10:05:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি (দ্বিতীয় সেমি ফাইনাল): ১৬ রানে আউট কাগিসো রাবাডা, দক্ষিণ আফ্রিকা ২৫৬/৯ (৪৫.৩ ওভার), টার্গেট ৩৬৩

09:58:00 PM