Bartaman Patrika
হ য ব র ল
 

বখশিশ 

শমীন্দ্র ভৌমিক: মাস তিনেক হল গুসকরার কাছে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজ পেয়েছি। জায়গাটা চমৎকার। বর্ধমান জেলার মধ্যে পড়ে। ট্রেনে চেপে বর্ধমান থেকে গুসকরা আসতে আমার মিনিট পঞ্চাশেক লাগে। ভূগোল আমার বিষয় হলেও ইতিহাসটাও পড়াতে হয়। মোট কথা স্কুলের চাকরিটা আমার বেশ ভালো লেগে গেছে। তবু আজ স্কুলে বসে যখন জানতে পারলাম সামনের পঞ্চায়েত নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে আমায় ময়ূরেশ্বর যেতে হবে, তখন মেজাজটা বিগড়ে গেল। ছমছমপুর নামের একটা গ্রামে আমায় যেতে হবে।
নামের সঙ্গে এমন বাস্তব মিল সচরাচর দেখাই যায় না। নির্বাচনের আগের দিন বিকেলবেলায় যখন গ্রামে এসে পৌঁছলাম তখন ছমছমপুর একেবারে শুনশানপুর। লোকজন তেমন নেই। ছোট্ট গ্রামটি ভরা বিকেলেও যেন ঘুমিয়ে আছে। একটা স্কুলবাড়ির দোতলায় আমাদের থাকবার জায়গা হিসেবে ব্যবস্থা হয়েছে। পরদিন নীচের তলায় সকাল ছটা থেকে ভোটপর্ব শুরু হবে।
সারারাত ঘুম এল না। সঙ্গে করে পুরনো ইন্দ্রজাল কমিকসের দু’তিনটে সংখ্যা এনেছি। বালিশে মাথা রেখে চোখ রাখলাম কমিকসের পাতায়। অরণ্যদেবের গল্প। এমন একটা ক্লাইমেক্সের জায়গায় আমার চোখ রয়েছে যে বিশ্বব্রহ্মাণ্ডে কী ঘটছে বা কী ঘটছে না সেই দিকে মন দেওয়ার মতো এখন কোনও হেলদোল নেই।
—আসতে পারি বাবু?
—কে? এসো।
—আজ্ঞে এই স্কুলবাড়িতেই কাজ করি। আমার উপর আপনাদের দেখভালের দায়িত্ব। আমার নাম হারু।
আমার পাশের বেডে প্রশাসনিক ভবনের কর্মী সমরজিৎ বলল, ‘আমার বোধহয় এখন কিছু প্রয়োজন হবে না।’ আমি বললাম ঠিক বলেছ সমরজিৎ। বরং ভোর পাঁচটায় আমাদের লিকার চা দিও।
—সে আর বলতে হবে না! আজ কচি পাঁঠার ঝোল কেমন খেলেন?
—তোমার রান্না?
—আজ্ঞে। ভোটবাবুরা বলেছেন আপনাদের যেন কোনও অসুবিধা না হয় তা সবসময় নজরে রাখতে।
—তুমি থাকতে অসুবিধার কী আছে?
—কিছু বখশিশ দেবেন না আমায়? একটু তামাক খেতাম।
একটা পঞ্চাশ টাকার নোট বের করে দিতেই ফোকলা তামাক-কালো দাঁতে একগাল হেসে দেয় হারু।
—চিন্তা করবেন না। রাত-বিরেতে প্রয়োজন হলেই ডাকবেন। এক ডাকে চলে আসব।
—ঠিক তো?
—বটেই। আপনাদের হাব-ভাব, চোখ-মুখ দেখেই টের পেয়েছি খুব ভালো মানুষ আপনারা। একদম নিপাট ভদ্দরলোক। কোনও বিপদ বুঝলেই শুধু একবার হারু-উ-উ-উ!
মনে মনে ভাবলাম, দিব্যি কমিকসের পাতায় ডুবে ছিলাম। কোথাকার কোন হারু এসে পঞ্চাশ টাকা জক মেরে নিয়ে চলে গেল। বিকেল থেকে চোখে দেখিনি। আর রাতে এসে বলে কিনা গরম ভাত আর কচি পাঁঠার ঝোল খাইয়েছি!
হারু চলে যেতে আবার সেই কমিকসের পাতায় আমার চোখ আটকে গেল! সারারাত প্রায় ঘুম এলই না। কিন্তু ভোরের দিকে সবেমাত্র চোখটা বুজে এসেছে। হঠাৎ শুনি ফট করে একটা শব্দ। এ শব্দটা আমার খুব চেনা। গ্রামগঞ্জে আজকাল বহু ব্যবহৃত এই শব্দ নিমেষে শ্মশানের নিস্তব্ধতা কিংবা কবরের উদ্বেল পরিবেশ তৈরি করে। এই শব্দ সেই গুলির শব্দ। খুব কাছ থেকে কাউকে মারার শব্দ (একটা আবছা আর্তনাদ শুধু কানে এল। পোলিং অফিসার ঋতেন এসেছে হাবরা থেকে। বলল, ‘হারুকে কারা যেন গুলি করেছে। কিন্তু ওর বডি লোপাট হয়ে গেছে। পাওয়া যাচ্ছে না। পুলিস এসেছে গলির মোড়ে। মাটিতে কেবল রক্তের একটা ছোট্ট ড্রপ পড়ে আছে। তাছাড়া আর কোনও প্রমাণ নেই। ওই ছোট্ট রক্তের দাগকে কেন্দ্র করে হারু গুলিতে মরেছে এই কথা কেউ হলফ করে বলতে পারছে না। পাশাপাশি হারুর সহকর্মীরাও সবাই হতচকিত। কারণ হারু যে ছিল অজাতশত্রু। সব দলের সবাই ছিল ওর বন্ধু!

দুই
সকাল থেকেই গ্রামে গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে, হারু গুলিতে মারা গেছে। এদিকে বউ-ছেলে কিছুতেই তা বিশ্বাস করতে চায় না। হারুর বউ বলল, ‘মানুষটা গভীর রাতে বাড়িতে ফিরে খেল-দেল তারপর বুবুনকে আদর করে শুতে গেল। ভোরবেলা কখন যে ঘর থেকে বেরিয়ে চলে গেছে টের পাইনি।’ হারুর ছেলে বুবুন বলল, ‘বাবা মনে হয় ভোর পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে। আমি ঘরের ছিটকিনি খোলার আওয়াজ পেয়েছি। ব্যাস তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। ওই গুলির শব্দ-টব্দ আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। তাছাড়া বাবার মতো অজাতশত্রু মানুষকে কেনই বা কেউ গুলি করবে?’ একজন অফিসার গোছের পুলিস বলছিলেন, ‘সেটা তুমি ঠিক বুঝবে না। আজকালকার রাজনীতি যা হয়েছে! দেখা যাক। আর কিছুক্ষণ বাদেই তো ভোট শুরু হবে।’
সকাল থেকে হেতমপুরে আমাদের বুথে লাইন শুরু হয়েছে ভোট দেবার জন্য। দুটো হাত-লাঠি পুলিস আর আমরা। আর দশ-পনেরো মিনিট বাদেই ভোট শুরু হবে। এমন উত্তেজনাপ্রবণ জায়গাগুলোয় কেন যে ভোট করতে এলাম এই সব ভাবছি আর কী আকস্মিক কথা নেই বার্তা নেই ভোটের লাইন ভেঙে সবাই যে যার মতো ছুটতে শুরু করলে অজানা পথে। পুলিস দুটোও হাতের লাঠি ফেলে হেতমপুরের রাস্তা বরাবর দৌড়ে সামনের পুকুরে দিল ঝাঁপ। কোনও কিছু বুঝে ওঠার আগেই আমি দেখলাম স্কুলবাড়ির ভোটকেন্দ্রে আমাদের ফেলে রাজনৈতিক দলের এজেন্ট পিঠটান দিয়েছে। অফিসার ঋতেন আর আমি একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে দু’জনই দু’জনের মুখের দিকে বিস্ফারিত ভাবে তাকিয়ে আছি। ঠিক তক্ষুনি আমার হারুর কথা মনে পড়ল। হারু বলেছিল বিপদ বুঝলেই আমার নাম করে একবার হাঁক দেবেন শুধু। এমন সময় একটি বছর দশেকের ছেলে দৌড়ে স্কুলবাড়িতে ঢুকে বলল, ‘কাকু আপনারা পালান।’ বাবা ঘাড় থেকে নিজের মুণ্ডুটা খসিয়ে লোফালুফি খেলছে তালগাছে উঠে। হঠাৎ কী করে বসে কে জানে! শেষে কিনা বাবা ভূত হয়ে গেল?’ কই দেখি! বলে বাইরে বেরতে বুবুন আঙুল তুলে দূরের তালগাছটা দেখিয়ে বলল, ‘কোথায় গেল? এইমাত্র দেখলাম যে!’ শুনশান হেতমপুর আরও শুনশান হয়ে গেল।
বুবুন একদম বোকা বনে গিয়ে দৌড় লাগাল যে পথে এসেছিল সেই দিকে। আমি ঋতেনকে নিয়ে স্কুলবাড়ির বাইরে দাঁড়িয়ে কেবল জোর গলায় একবার ডাক দিলাম— ‘হা...র...উ....উ...উ’ ঝুপ করে একটা শব্দ হল। পিছন ফিরে দেখি নীল রঙের একটা হাফ হাতা নতুন জামা আর গভীর নীলচে জিন্স পরে দাঁড়িয়ে আছে হারু। হাসছে। বলল, ‘কোনও চিন্তা নেই দাদাবাবুরা এ যাত্রায় যা খেল দেখিয়েছি কেউ ভোট দিতে আসবে না। কাজেই কোনও ঝামেলাটামেলাও হওয়া তো দূরের কথা ভোট এ গাঁয়ে আর কোনও দিন হবে না। আমি এ জায়গাটাকে একটা ভৌতিক ডেরা বানিয়ে ফেলব শিগ্‌গিরই। আপনারা ভয় পাচ্ছিলেন! আপনার চোখ-মুখ দেখেই গতকাল বুঝতে পেরেছিলাম। ব্যস! আর কী! আগেই কাগজপত্রে সই-সাবুদ সেরে বাড়ি ফিরে যাবেন। কোনও চাপ নেবেন না। হি...হি...হি...হে... বলছিলাম বখশিশটা!’
অলংকরণ : লেখক 
29th  December, 2019
মার্কশিট 

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ ‘মার্কশিট’। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় জীবনবিজ্ঞান।প্রস্তুতির এই পর্যায়ে পাঠ্যবিষয়ের ধারণাগুলিকে মনে মনে ভাবা অভ্যাস করো। পরামর্শ দিচ্ছেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক অরণ্যজিৎ সামন্ত।
বিশদ

দেখতে দেখতে শেখো 

সায়েন্স সিটি হল এমনই এক জায়গা যেখানে বিজ্ঞানের নানা জানা-অজানা বিষয় যেমন শিখতে পারবে তেমনই রয়েছে অঢেল মজার মজার উপকরণ। দেখে এসে জানাচ্ছেন চকিতা চট্টোপাধ্যায়।  
বিশদ

ওয়াটারমেলান পিৎজা ও অরিও অ্যান্ড কোকোনাট লাড্ডু  

তোমাদের জন্য চলছে একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না।  
বিশদ

12th  January, 2020
মার্কশিট 

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় বাংলা। মাধ্যমিক পরীক্ষায় বাংলায় বেশি নম্বরের জন্য পাঠ্যবই ও ব্যাকরণ খুঁটিয়ে পড়তে হবে। পরামর্শ দিচ্ছেন হিন্দু স্কুলের বাংলার শিক্ষক স্বাগত বিশ্বাস। 
বিশদ

12th  January, 2020
ব্ল্যাকবোর্ড 

অভিনব অঙ্কন প্রতিযোগিতা
জিএসবি রিসার্চ অ্যান্ড কনসালটিং-আলভা’র সঙ্গে যৌথ উদ্যোগে ভার্চুয়াল কমিউনিকেশন ক্রিসমাস ও নিউ ইয়ার উদ্‌যাপনের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে বিভিন্নভাবে পিছিয়ে পড়া মেয়েদের জন্য একটি অঙ্কন প্রতিযোগিতা করা হয়। মূলত অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রতিভাময়ীদের তুলে ধরতেই এরকম একটি উদ্যোগ নেওয়া হয়।  
বিশদ

12th  January, 2020
শীতের ছুটিতে এখানে ওখানে 

শীত মানেই একরাশ মজা। এদিক ওদিক ঘোরাঘুরি। দলবেঁধে দূরে কোথাও বেড়াতে যাওয়া। এ সময় স্কুলেও থাকে লম্বা ছুটি। তাই ছোটদের পোয়াবারো। এবার শীতে ছুটিতে কে কোথায় ঘুরতে গিয়েছিল জানাল হযবরল-র খুদেরা।  
বিশদ

12th  January, 2020
হিলি গিলি হোকাস ফোকাস 

চলছে নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদের কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাচ্ছেন। আজকের
বিষয় হ্যাপি নিউ ইয়ার ২০২০।   বিশদ

05th  January, 2020
মার্কশিট 

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় অঙ্ক।মাধ্যমিকের জন্য কয়েকটি ফর্মুলা ভালো করে শিখে নিলে বীজগণিতে একশো শতাংশ নম্বর পাওয়া সম্ভব।পরামর্শ দিচ্ছেন রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) অঙ্কের শিক্ষক সমীর চক্রবর্তী। 
বিশদ

05th  January, 2020
টাইমস স্কোয়্যারে ক্রিসমাস ও নিউ ইয়ার 

আমেরিকার নিউইয়র্ক শহরে ক্রিসমাস ও নিউ ইয়ার কতটা আনন্দের সঙ্গে উদ্‌যাপন করা হয় তার সাক্ষী ছিলেন অভীক বসু। তোমাদের সেই ঝলমলে উৎসবের গল্প শোনালেন লেখক।  
বিশদ

05th  January, 2020
নববর্ষের শপথ 

আসছে নতুন বছর। নতুন বছরে কে কী করার প্রতিজ্ঞা করেছে তা জানাল ছোটরা।  
বিশদ

29th  December, 2019
এলিট ওয়ার্ল্ড রেকর্ড-এর প্রতিযোগিতা 

আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু গুণ আছে। এমন গুণ যার মারফত আমরা বিশ্বজয় করতে পারি। অন্তত এলিট ওয়ার্ল্ড রেকর্ড তেমনই বিশ্বাস করে। গোটা পৃথিবীতে এলিট ওয়ার্ল্ড রেকর্ডের বিভিন্ন অফিস আছে। আমেরিকা, ইজিপ্ট, ইউরোপের বিভিন্ন শহর, লেবানন, শ্রীলঙ্কা সর্বত্রই এদের কর্মকাণ্ড ছড়িয়ে রয়েছে। 
বিশদ

22nd  December, 2019
ভবন’স বিদ্যামন্দিরের বার্ষিক অনুষ্ঠান 

সল্টলেকের ভবন’স গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দিরের (সেকেন্ডারি সেকশন) বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হল গত ৬ ডিসেম্বর। ই জেড সি সি-র অডিটোরিয়ামে বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে পুরস্কার দেওয়া হয়। প্রকাশিত হয় বিদ্যালয়ের পত্রিকা ‘রিপলস’।
বিশদ

22nd  December, 2019
আমাদের সান্টা ক্লজ 
চকিতা চট্টোপাধ্যায়

আর ক’দিন পরেই ২৫ ডিসেম্বর। ক্রিস্টমাস ডে। যিশুখ্রিস্টের জন্মদিন। আমাদের বড় আদরের, বড় আপন ‘বড়দিন’। বেথলেহেমের এক আস্তাবলে মা মেরি জন্ম দিয়েছিলেন ছোট্ট যিশুর। 
বিশদ

22nd  December, 2019
মেরি ক্রিসমাস 

প্রতিবছর ডিসেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ক্রিসমাসের প্রস্তুতি। ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলের ছাত্রীরা জানাল তাদের বড়দিনের প্রস্তুতির কথা। 
বিশদ

22nd  December, 2019
একনজরে
সংবাদদাতা, দিনহাটা: কমল গুহর ৯২ তম জন্মদিন উপলক্ষে শনিবার থেকে দিনহাটায় দু’দিনব্যাপী স্বাস্থ্যমেলা শুরু হল। দিনহাটা সংহতি ময়দানে দুঃস্থ মহিলা ও শিশুকল্যাণ সমিতির উদ্যোগে এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় স্বাস্থ্যমেলা শেষ হবে আজ, রবিবার।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারের কাছ থেকে ধান নিয়ে ভানিয়ে চাল না দেওয়ায় রাজ্যের বেশ কয়েকটি রাইস মিলের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। কয়েকজন রাইস মিল মালিক এই অভিযোগে গ্রেপ্তারও হয়েছেন। অভিযুক্ত রাইস মিলগুলিকে ফৌজদারি মামলা থেকে বেরিয়ে আসার শেষ সুযোগ দিচ্ছে ...

বিএনএ, বারাকপুর: আগামী মঙ্গলবার সকাল ১১টায় ভাটপাড়া পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন হবে। বৃহস্পতিবার তৃণমূলের তিন কাউন্সিলার ওই সভা ডেকেছেন। তবে চেয়ারম্যান পদে কে বসতে চলেছেন, তার স্পষ্ট ইঙ্গিত এখনও মেলেনি।  ...

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ১৮ জানুয়ারি: বিরোধিতা সত্ত্বেও কেন কেন্দ্রের ডাকা এনপিআর বৈঠকে হাজির হয়েছেন রাজ্যের সরকারি প্রতিনিধি? এবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকেই এই প্রশ্নের মুখে পড়তে হল দলের কেরল শিবিরকে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহযোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন হতে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪৭: সঙ্গীতশিল্পী কে এল সায়গলের মৃত্যু
১৯৭২: ক্রিকেটার বিনোদ কাম্বলির জন্ম
১৯৯৬: রাজনীতিক ও অভিনেতা এন টি রামারাওয়ের মৃত্যু
২০০৩: কবি হরিবংশ রাই বচ্চনের মৃত্যু
২০১৮ – বিশিষ্ট বাঙালি সাংবাদিক ও কার্টুনিস্ট চন্ডী লাহিড়ীর মৃত্যু

18th  January, 2020


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.১৭ টাকা ৭১.৮৭ টাকা
পাউন্ড ৯১.২২ টাকা ৯৪.৫১ টাকা
ইউরো ৭৭.৬১ টাকা ৮০.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
18th  January, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৫৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,০৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৪ মাঘ ১৪২৬, ১৯ জানুয়ারি ২০২০, রবিবার, দশমী ৫১/১১ রাত্রি ২/৫২। বিশাখা ৪৩/১৫ রাত্রি ১১/৪১। সূ উ ৬/২৩/১, অ ৫/১১/১৭, অমৃতযোগ দিবা ৭/৬ গতে ৯/৫৮ মধ্যে। রাত্রি ৬/৫৫ গতে ৮/৪১ মধ্যে। বারবেলা ১০/৩৬ গতে ১/৮ মধ্যে। কালরাত্রি ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
৪ মাঘ ১৪২৬, ১৯ জানুয়ারি ২০২০, রবিবার, নবমী ১/২৯/১৮ প্রাতঃ ৭/১/৩৬ পরে দশমী ৫৭/৪/৫ শেষরাত্রি ৫/১৫/৩১। বিশাখা ৪৯/৫১/৯ রাত্রি ২/২২/২১। সূ উ ৬/২৫/৫৩, অ ৫/১০/৩, অমৃতযোগ দিবা ৭/৩ গতে ১০/০ মধ্যে এবং রাত্রি ৭/৪ গতে ৮/৪৮ মধ্যে। কালবেলা ১১/৪৭/৫৮ গতে ১/৮/৩০ মধ্যে, কালরাত্রি ১/২৭/২৭ গতে ৩/৬/৫৫ মধ্যে। 
মোসলেম: ২৩ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: আয় বাড়বে। বৃষ: কর্মরতদের জন্য সুখবর। মিথুন: শেয়ার বা ফাটকায় বিনিয়োগ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৭৩৬: স্টিম ইঞ্জিনের জনক জেমস ওয়াটের জন্ম১৮৮৩: প্রথম বৈদ্যুতিক বাতি ...বিশদ

07:03:20 PM

ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল

09:12:25 PM

ভারত ২৩৫/২ (৪২ ওভার) , টার্গেট ২৮৭ 

08:40:48 PM

ভারত ১৩৮/১ (২৭ ওভার) , টার্গেট ২৮৭ 

07:39:39 PM

কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারাল মোহন বাগান 

07:36:41 PM