পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
• অ্যাকাডেমি অব ফাইন আর্টসের প্রতিষ্ঠাতা রাণু মুখোপাধ্যায়ের স্মৃতিতে সম্প্রতি একটি প্রদর্শনীর আয়োজন করেছিল আর্ট কানেক্ট ফাউন্ডেশন। গত ১৬ ফেব্রুয়ারি অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিআই কলকাতার চিফ জেনারেল ম্যানেজার সত্যেন্দ্র সিং। সম্মাননীয় অতিথি ছিলেন কলকাতার আমেরিকান কনস্যুলেটের কনসাল জেনারেল ক্যাথি জাইলস-ডিয়াজ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়, শিল্পী সমীর আইচ, শিক্ষাবিদ পবিত্র সরকার, অরিন্দম মুখোপাধ্যায় প্রমুখ। গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই প্রদর্শনী। শিল্পী যোগেন চৌধুরী, সমীর আইচ, তাপস কোনার, পার্থপ্রতিম দেব, সনাতন দিন্দা সহ নানা শিল্পীর চিত্র ও নানা শিল্পকলা এখানে প্রদর্শিত হয়।
সাদা-কালো আঁচড়ে সাজল বি আর পানেসর
• সাদা ও কালো। বলা ভালো, সাদার উপর কালো। এতে কাগজে যেমন রেখা ভালো ফোটে, তেমন জীবনেরও নানা ক্ষেত্রে সাদা-কালো ঘটনা নাড়া দিয়ে যায় আমাদের। কালো রং যেমন জোরালো প্রতিবাদের ভাষা, আবার তাই কখনও মমত্ব প্রকাশেরও মাধ্যম। তাই ক্যানভাসেও সাদা-কালোকে প্রাধান্য দিতে পছন্দ করেন শিল্পী বিশ্বরূপ চৌধুরী। আজ, ১ মার্চ থেকেই যাঁর চতুর্থতম একক প্রদর্শনী শুরু হচ্ছে যোগেন্দ্র গার্ডেনের বি আর পানেসর গ্যালারিতে। মানুষ, কুকুর ও পাখি এই তিন ধরনের প্রাণীর নানা অভিব্যক্তি তাঁর এবারের প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে। উদ্বোধনে উপস্থিত থাকবেন শিল্পী গণেশ হালুই, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতাশঙ্কর, যাদবপুরের প্রাক্তন ভাইস চ্যান্সেলর অভিজিৎ চক্রবর্তী, ইজেডসিসি-র প্রাক্তন প্রধান অনুপ মতিলাল, সমাজকর্মী বিনায়ক সেন, অধ্যাপক অগ্নিবর্ণ ভাদুড়ি, চিকিৎসক কিষান প্রধান প্রমুখ ব্যক্তিত্ব। আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
‘দ্য হিডেন মুন’ শুরু ভিক্টোরিয়ায়
• ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ও কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির যৌথ উদ্যোগে সম্প্রতি শুরু হল শিল্পী কার্তিক চন্দ্র পাইনের একক শিল্পকলার প্রদর্শনী। ‘দ্য হিডেন মুন’ শীর্ষক এই প্রদর্শনীতে তাঁর শৈল্পিক যাত্রার বিভিন্ন সময়ের শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। মূলত তাঁর পরিণত বয়সের কাজগুলিই বিশেষ করে ঠাঁই পেয়েছে এখানে। বরাবরই পাশ্চাত্যের আধুনিক ভাবধারা ও শিল্প আন্দোলন তাঁকে প্রভাবিত করত। তাঁর কাজেও ফুটে উঠত এসব দিক। ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরবার হল-এ এই প্রদর্শনী চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। প্রদর্শনীর পাশাপাশি কার্তিক চন্দ্র পাইনের শিল্প অনুশীলন, শিল্পবোধ ও আধুনিক সময়ে তার প্রভাব নিয়ে আলোচনাসভাও অনুষ্ঠিত হবে। এই প্রসঙ্গে প্রদর্শনীটির তত্ত্বাবধায়ক ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রেস সেক্রেটারি সমরেন্দ্র কুমার জানান, ‘কার্তিক চন্দ্র পাইনের শিল্পের মধ্যে নানা সময়ের ইতিহাস, রাজনীতি ও আধুনিক ভারতের নানা ঘটনাবলি ভিন্ন ভিন্ন দৃষ্টিতে প্রকাশিত হয়েছে। দেশ-বিদেশের নানা সমালোচক ও শিল্পানুরাগীদের জন্য এমন এক প্রদর্শনী আয়োজন করতে পেরে আমরা তৃপ্ত।’
সাত শিল্পীর সৃজনে
আর্ট ভিলা গ্যালারি
• সাতজন শিল্পীর শিল্পকর্ম এবার এক ছাদের নীচে। আয়োজনে প্রাউড ক্যানভাস ও আর্ট ভিলা গ্যালারি। আগামী ৫ মার্চ বিকেল ৫টায় আর্ট ভিলা গ্যালারিতে প্রদর্শনীটি উদ্বোধন করবেন শিল্পী চিত্তভানু মজুমদার, ভাস্কর বিমল কুণ্ডু, চিত্রশিল্পী প্রদীপ মৈত্র প্রমুখ। পিসুরো, অমিত কাল্লা, সোনালি চৌহান, অভিষেক দাস, জয়প্রকাশ চৌহান, রাজীব সরকার ও অলয় কুমার ঘোষালের সৃজনশীল শিল্পকর্মে সেজে উঠছে এই গ্যালারি। প্রদর্শনীটির সৃজনের দায়িত্বে অলয় কুমার ঘোষাল। চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। সময় বিকেল ৩টে থেকে রাত ৮টা।
বেনারসি টেক্সটোরিয়ামে শুরু চৈত্র সেল
• কলকাতার অন্যতম সেরা বস্ত্রপ্রতিষ্ঠান বেনারসি টেক্সটোরিয়ামে শুরু হল ‘চৈত্র সেল’। চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। এই সময় এখানে ভাগলপুরি সিল্ক পাবেন মাত্র ৬৫০ টাকায়। তসর প্রিন্ট মিলবে মাত্র ৮৫০ টাকায়। সাউথ সিল্ক পাবেন মাত্র ২৫০০ টাকায়। পিওর তসর, পিওর লিনেন সিল্ক কিনতে পারেন ৩০০০ টাকারও কমে। ঢাকাই শুরু মাত্র ৬০০ টাকা থেকে। এছাড়াও পৈঠানি সিল্ক, মাসরু কাতান, তসর কাটওয়ার্ক, বাংলার পিওর কটন, অসম সিল্ক ইত্যাদি নানা শাড়িতে পাবেন অবিশ্বাস্য দামের রেঞ্জ। হ্যান্ডলুমের রেঞ্জ শুরু ৩৫০ টাকা থেকে। খাদি কটন মিলবে ২৮০০ টাকায়। সাউথ কটন পাবেন ৬৫০ টাকায়। বিয়ের মরশুমে বেনারসি চান্দেরি পাবেন ১৫০০ টাকার ভিতর। পিওর বেনারস কাতান মিলবে ১০,৫০০-১১,৫০০ টাকার মধ্যে। সেলে বেনারসি শাড়ির উপর ১০-১৫ শতাংশ বিশেষ ছাড়ও রয়েছে। ঠিকানা: ৪/১, কালাচাঁদ সান্যাল লেন, ফরিয়াপুকুর।